‘ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে’

“ব্যাটসম্যানদের আরেকটু দায়িত্বশীল হতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত- সবার জায়গা থেকে সেরাটা দিতে হবে। সব সময় একটা জিনিস নিয়ে কথা হয়, এখানে প্রথম ১০ ওভারেই ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যায় বিশেষ করে ব্যাটিংয়ে। নিউজিল্যান্ডের উইকেটে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

গতি, সুইং, বাউন্স এবং শর্ট বলের তোপে কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে মাত্র ১৩১ রানে অলআউট হয়েছিলো সফরকারীরা।

প্রথম ম্যাচে এমন হারের পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়াতে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বললেন মোহাম্মদ মিঠুন।

এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের এই ব্যাটসম্যান জানিয়েছেন ম্যাচ জয়ের জন্য দায়িত্ব নিয়ে সেরাটা দিতে হবে সবাইকেই।

তিনি বলেন, ‘ব্যাটসম্যানদের আরেকটু দায়িত্বশীল হতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত- সবার জায়গা থেকে সেরাটা দিতে হবে। সব সময় একটা জিনিস নিয়ে কথা হয়, এখানে প্রথম ১০ ওভারেই ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যায় বিশেষ করে ব্যাটিংয়ে। নিউজিল্যান্ডের উইকেটে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়।’

প্রথম ম্যাচে দলের প্রথম সারির ব্যাটসম্যানরা উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ব্যাটসম্যানদের ভুলেই লড়াই করার মতো পুঁজি পায়নি বাংলাদেশের বোলাররা। মোহাম্মদ মিঠুন জানিয়েছেন এই কন্ডিশনে ম্যাচ জয়ের জন্য অন্তত ২৬০-২৭০ রান অবশ্যই করতে হবে; আর বড় সংগ্রহ পেলে বোলাররাও নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে।

তিনি বলেন, ‘অবশ্যই আমাদের ২৬০-২৭০ না করলে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইট দেওয়াটা কঠিন। উইকেট যেমনই হোক, সেটির সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। অন্তত আমাদের ম্যাচ জেতার জন্য যতটুকু করা দরকার এবং বোলাররা যাতে একটু নির্ভার থাকতে পারে অন্তত এমন একটা টার্গেট দেওয়ার। ব্যাটসম্যানরা যদি একটা বড় টোটাল দাঁড় করাতে পারি তাহলে ওরা কতটুকু ক্যাপাবল সেটি প্রমাণ করতে পারবে।’

সিরিজ শুরুর অনেক আগে থেকেই নিজেদের বোলিং ইউনিট নিয়ে গর্ব করেছেন কোচ এবং অধিনায়ক। তাদের সাথে একই সুরে কথা বলেছেন মিঠুনও। মিঠুন মনে করেন অন্য বারের চেয়ে এবার তাদের বোলিং লাইন অনেক ভালো। প্রথম ম্যাচে লক্ষ্য ছোট থাকার কারণেই শুরু থেকে চওড়া হয়েছিলেন স্বাগতিক ব্যাটসম্যানরা।

মিঠুন বলেন, ‘প্রথমত একটি বোলিং ইউনিট ভালো করতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের একটা টার্গেট দিতে হবে। গত ম্যাচে যে রানের টার্গেটটা ছিল ওদের ওইরকম কোন চাপ ছিল না। তারা নেমেই সব ধরণের শট খেলতে পেরেছে। কারণ তারা জানে দুই-তিনটি উইকেট পড়লেও এই রান তাড়া করতে পারবে যে কারণে তারা ভয়হীন ক্রিকেট খেলেছে। আমি মনে করি অন্য বারের চেয়ে এবারের বোলিং অ্যাটাক যথেষ্ট ভালো। আমরা সবাই ওদের উপর ভরসা করতে পারি।’

উল্লেখ্য, আগামীকাল হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...