সাকিবকে নিয়ে ভাবছেন না মুমিনুল

‘আমার যেটা আছে সেটা নিয়ে (ভাবতে হবে)। একটা সিরিজে সাকিব ভাই খেলেছে সেটাও হেরেছি। এই সিরিজের একটা ম্যাচ বাকি আছে সাকিব ভাই থাকা না থাকা ওইভাবে চিন্তা করছি না। মাথায় যাতে না থাকে ওইভাবে চেষ্টা করছি। যা আছে তা নিয়েই (চলতে হবে)।’

সাকিব আল হাসানের না থাকাটা নিশ্চয়ই অনেক বড় ধাক্কা। নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা সাকিবকে ঘিরেই পরিকল্পনা চলছিলো। সেই সাকিব হঠাৎ করে নেই হয়ে যাওয়ায় সবারই চিন্তিত হওয়ার কথা। তবে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলছেন, সাকিবের না থাকা নিয়ে ভাবতে রাজী নন তিনি।

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ওয়ানডেতে সিরিজ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ৬৮ রানের ইনিংস খেলেছিলেন  এই অলরাউন্ডার। এরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। সেই চোটের কারণে সাকিব ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই।

প্রথম ইনিংসে মাত্র ৬ ওভার বল করতে পেরেছিলেন সাকিব। এরপর আর মাঠেই নামা হয়নি সাকিবের। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েও কাইল মায়ার্সের অবিশ্বাস্য ইনিংসের কাছে হেরেছে বাংলাদেশ। সাকিববিহীন বাংলাদেশের বোলিং আক্রমণকে স্বচ্ছন্দে খেলেছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।

ম্যাচ শেষে অধিনায়ক মমিনুল হক জানিয়েছিলেন সাকিবের অনুপস্থিতিতে গোছানো ছিলো না তাদের বোলিং ইউনিট। সাকিব না থাকার প্রভাব পড়েছে বোলারদের উপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গতকাল বলেছিলেন সাকিবের অনুপস্থিতিতেই হেরেছে তাঁরা। সাকিব থাকলে একটা পার্থক্য গড়ে দিতে পারতো।

প্রথম টেস্টে হেরে স্বাগতিকরা যখন দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাড়ানোর ছক আকঁছে সেখানে সাকিবের চোটটা বড় ধাক্কা হয়েই এসেছে বাংলাদেশ শিবিরে। তবে সাকিবের না থাকা নিয়ে চিন্তিত নয় মমিনুল হক। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন সাকিবকে ছাড়াও ম্যাচ জিতেছে বাংলাদেশ। সাকিবকে ছাড়া  বাংলাদেশ টিম চলবে এখনও।

তিনি বলেন, ‘জিনিসটা আপনি যেভাবে নিবেন আরকি। আপনি যদি মনে করেন যে দেখেন সাকিব আল হাসান নাই টিমটা চলবে না বাংলাদেশ চলবে না এটাও না। দেখেন যখন সাকিব ভাই ছিলেন না বাংলাদেশ টিম কিন্তু চলেছে, ভালো খেলেছে, ম্যাচ জিতেছে। জিনিসটা আপনি কিভাবে নিবেন। সত্যি বলতে আমি ওভাবে চিন্তা করছি না।’

মমিনুল আরো বলেন, ‘আমার যেটা আছে সেটা নিয়ে (ভাবতে হবে)। একটা সিরিজে সাকিব ভাই খেলেছে সেটাও হেরেছি। এই সিরিজের একটা ম্যাচ বাকি আছে সাকিব ভাই থাকা না থাকা ওইভাবে চিন্তা করছি না। মাথায় যাতে না থাকে ওইভাবে চেষ্টা করছি। যা আছে তা নিয়েই (চলতে হবে)।’

আগামীকাল হোম অফ ক্রিকেট শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...