নড়াইলে এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি

টুর্নামেন্টে অংশ নেওয়া ৫ টি দল হলো, নড়াইলের কৃতি সন্তান বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ, চিত্রশিল্পী এস.এম সুলতান একাদশ, একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকার একাদশ, জারি সম্রাট মোসলেম উদ্দিন একাদশ ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যবস্থাপনায় নড়াইলে শুরু হচ্ছে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টের পৃষ্টপোষকতায় রয়েছে ওয়ালটন ও মিনা বাজার।

নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে ৫ দলের লড়াই। এর আগে ঢাকায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। গতকাল নড়াইলের চিত্রা রিসোর্টে টুর্নামেন্টের প্লেয়ার চয়েজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্লেয়ার চয়েজ অনুষ্ঠানে ৪ টি দল অংশ গ্রহণ করে। নিজেদের ক্রিকেটার থাকায় নিলামে অংশ নেয়নি নড়াইল ফাউন্ডেশন এক্সপ্রেস একাদশ।

প্লেয়ার্স চয়েজ অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়াল বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও স্থানীয় এমপি মাশরাফি বিন মর্তুজা। বক্তব্যের শুরুতেই মাশরাফি বলেন, ‘এ ধরনের একটি টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমরা নতুন একটি অধ্যায়ে পা রাখছি। এবার অনেকটা সাদামাটাভাবে হচ্ছে।’

তবে আগামীতে আরও সুন্দর এবং সংগঠিতভাবে টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘প্রথম আয়োজন বিধায় অনেক ভুল ক্রুটি হতে পারে, সেটা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতি বছর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তিনি ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলার টুর্নামেন্টের আয়োজনের আশ্বাস দেন।’

মাশরাফি ছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ক্রিকেট কোচ সঞ্জিব বিশ্বাস সাজু, ফুটবল কোচ কার্ত্তিক দাস,

নড়াইল ক্রীড়া সংস্থার প্রতিনিধি আবিদুর রহমান লিকু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ক্রিকেট একাদশের মালিক ও ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক।

এরকম টুর্নামেন্ট আয়োজনের ফলে অনেক তরুণ ক্রিকেটার বের হয়ে আসবে ও জাতীয় পর্যায়ে খেলবে বলে মনে করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ক্রিকেট কোচ ও মাশরাফির বাল্য বন্ধু সঞ্জিব বিশ্বাস সাজু। তিনি খেলা ৭১ কে বলেন, ‘মাশরাফিকে ধন্যবাদ এরকম টুর্নামেন্ট আয়োজনের উদ্দ্যোগ নেওয়ার জন্য। এরকম টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করলে লোকাল তরুণ ক্রিকেটাররা সুযোগ পাবে নিজেদের তৈরি করার জন্য। এবং অনেকে জাতীয় পর্যায়েও খেলতে পারবে।’

এছাড়াও লোকাল টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করলে তরুণ ক্রিকেটারদের আগ্রহ বাড়বে বলে জানিয়েছেন সাজু। তিনি আরো বলেন, ‘লোকালে এরকম স্পন্সর নিয়ে টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করলে ও লোকাল ক্রিকেটাররা কিছু টাকা পেলে তারা ক্রিকেটের প্রতি আরো বেশী আগ্রহী হবে। যার ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলেন, বাংলাদেশ টিমে বলেন, উপর লেভেলে প্লেয়ার আরো বাড়বে।’

টুর্নামেন্টে জাতীয় দলের বা জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে খেলা ৭১ কে সাজু বলেন, ‘জেলার বাইরের ক্রিকেটার বা জাতীয় দলের ক্রিকেটার আনার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। এখন দল গুলো আনবে কিনা সেটা তাদের ব্যাপার।’

টুর্নামেন্টে অংশ নেওয়া ৫ টি দল হলো, নড়াইলের কৃতি সন্তান বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ, চিত্রশিল্পী এস.এম সুলতান একাদশ, একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকার একাদশ, জারি সম্রাট মোসলেম উদ্দিন একাদশ ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...