‘এই জায়গাতে আমি মারা যাওয়ার আগে কেউ আসতে চাইবে না’

সব কিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে সেই নির্বাচনে নিজের কোন প্যানেল দিবেন না নাজমুল হাসান পাপন। বর্তমান বোর্ড সভাপতি চাচ্ছেন বোর্ডের নেতৃত্বে নতুন কেউ আসুক। পাপন জানিয়েছেন নতুন কেউ আসলে তাকে পুরোপুরি সমর্থনও দিবেন তিনি।

সব কিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে সেই নির্বাচনে নিজের কোন প্যানেল দিবেন না নাজমুল হাসান পাপন। বর্তমান বোর্ড সভাপতি চাচ্ছেন বোর্ডের নেতৃত্বে নতুন কেউ আসুক। পাপন জানিয়েছেন নতুন কেউ আসলে তাঁকে পুরোপুরি সমর্থনও দিবেন তিনি।

২০১২ সালে বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচিত হলে মোস্তফা কামালেন স্থলাভিষিক্ত হন পাপন। এরপর ২০১৩ সালে বিসিবির নির্বাচনে জয় লাভ করে প্রথম বারের মত দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি নির্বাচিত হন তিনি।

বিসিবি সভাপতি হিসাবে পাপনের প্রথম মেয়াদ শেষ হয় ২০১৭ সালে। এরপর ২০১৭ সালের নির্বাচনেও পাপন নিজের প্যানেল দিলে টানা দ্বিতীয় বারের মত দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার সভাপতি নির্বাচিত হন তিনি। তবে এবার বোর্ডে নতুন নেতৃত্ব চাচ্ছেন পাপন। আজ গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন প্যানেল দিলে অন্য কেউ দাঁড়ায় না দেখে এবার প্যানেলও দিবেন না তিনি।

পাপন বলেন, ‘আমি আপনাদের কনফার্ম করে দিচ্ছি আমার কোন প্যানেল নাই। যে খুশি দাঁড়াতে পারে, যে জিতে আসার আসবে। প্রতি বার একটা প্যানেল থাকে। প্যানেল দিলে হয় কি আর কেউ দাঁড়ায়ই না। প্রতিযোগিতায় হয়না। এবার তো প্যানেলই নাই। কেউ বলতে পারবে না আমি তাঁর লোক। আমি আশা করবো এবার নির্বাচনটা হোক।’

নতুন নতুন আইডিয়ার জন্য বোর্ডে নতুন নেতৃত্বের প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমি বলে দেই এবারের নির্বাচনটা একটু ভিন্ন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে নতুন নতুন মানুষ যদি না আসে ক্রিকেট বোর্ডে তাহলে নতুন কোন আইডিয়া আসে না। সব একই ধারায় চলতে থাকে। আমি এবার মনে প্রাণে চাচ্ছি নতুন কেউ আসুক।’

পাপন জানিয়েছেন বোর্ডের পরিচালক হতে অনেক আগ্রহী পাওয়া গেলেও সভাপতি হতে আগ্রহী হয়না কেউ। তাই বোর্ডের নেতৃত্বের জন্যও পাইপলাইনেরও প্রয়োজন অনুভব করছেন পাপন। পাপন মনে করেন তিনি সভাপতি থাকা পর্যন্ত অন্য কেউই আসতে চাইবে না। এরপরেও তিনি আশাবাদী নতুন কারো আশার বিষয়ে।

তিনি বলেন, ‘আমি একটা জিনিস বলি, এই জায়গাতে আমি মারা যাওয়ার আগে কেউ আসতে চাইবে না। আমি চাই কেউ বলুক যে আমি প্রেসিডেন্ট হতে চাই। এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না। কারো জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত। যারা দায়িত্ব নেবে। কেউ আসতে চায়না। পরিচালক হতে কিন্তু সবাই চায়। এমন কেউ নাই যে পরিচালক হতে চায়না। প্রেসিডেন্ট পদের কথা বললে আর কেউ নাম বলে না। আমি চাই নতুন কেউ আসুক।’

পাপন জানিয়েছেন নতুন কেউ সভাপতি নির্বাচিত হলে তাকে পুরোপুরি সমর্থন দিবেন তিনি। কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করেছেন কেউই সভাপতি হতে চাইবে না। পাপন বলেন, ‘আমি তাকে পুরোপুরি সমর্থন দেবো। আমরা যদি হেরেও যাই, আপনাদের কথা দিচ্ছি তাঁদের পুরো সমর্থন দেবো। যখন যা বলবে আমি করতে রাজি আছি। কিন্তু কেউ হতে চাইবে না, হওয়ার ইচ্ছা থাকলেও বলবে না, এটা কিন্তু ঠিক না।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...