এবার কি পারিশ্রমিকটা পেয়েই যাচ্ছেন পারভেজ হোসেন ইমন? এখন আর কোনো প্রশ্ন থাকতে পারে না। এবার নিশ্চয়ই তিনি চিটাগং কিংসের মালিককে সন্তুষ্ট করতে পেরেছেন। হারানো আত্মবিশ্বাসের সাথে সাথে নিজের পায়ের নিচের মাটিটাও খুঁজে পেয়েছেন পারভেজ হোসেন ইমন।
শুধু চিটাগং কিংসের মালিক নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সম্ভবত জাতীয় দলের নির্বাচক প্যানেলও তাঁর প্রতি এখন সন্তুষ্ট। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন। কিন্তু, ফর্ম ভাল যাচ্ছিল না। তাঁকে টপকে লিটন দাসের টিকেট পেয়ে যাওয়ার গুঞ্জনও ছিল। কিন্তু, এক ইনিংস দিয়ে সকল গুঞ্জন উড়িয়ে দিলেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টপার ফরচুন বরিশালের বিপক্ষে জ্বলে উঠল তাঁর ব্যাট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের প্রথম হাফ- সেঞ্চুরি পেলেন। ৪১ বলে ৭৫ রান করেন। ইনিংসটা এক অর্থে খুবই অদ্ভুত। চার পেরেছেন মাত্র একটা। কিন্তু ছক্কা আছে নয়টা। মানে কেবল ছক্কা থেকেই ৫৪ রান করেছেন তিনি।
মজার ব্যাপার হল এর আগে বিপিএলে কোনো হাফ-সেঞ্চুরিও ছিল না ইমনের। এবার সেই ইমন এক ইনিংসে কেবল ছক্কা দিয়েই করলেন হাফ-সেঞ্চুরি। তাঁর এই ইনিংসের সুবাদে ইনিংসের গোড়াতেই মজবুত হয়ে গেল চিটাগং কিংসের।
একই সাথে নিজের প্রাপ্য সম্মানটাও সম্ভবত এবার পেয়ে গেলেন চিটাগং কিংসের এই ক্রিকেটার। ক’দিন ধরেই গুঞ্জন ছিল বিপিএলে একটা টাকা পারিশ্রমিকও তাঁকে দেয়নি মালিকপক্ষ। সেই প্রসঙ্গে মালিকপক্ষের জবাবও আছে, পারিশ্রমিক পেতে হলে সন্তুষ্ট করতে হবে। টাকা নাকি গাছে ধরে না।
তবে, ইমন মনে করিয়ে দিলেন – এমন ফ্লুয়েন্ট পাওয়ার হিটিং ওপেনারও গাছে ধরে না। তাঁকে যথার্থ সম্মান দিলে – তিনিও সেটা ফিরিয়ে দিতে পারবেন সময় মত।