পেস তাণ্ডব, স্পিন ঘূর্ণি

ক্রিকেটে ব্যাটিং জুটি নিয়ে আমরা অনেক চর্চা করি। তবে সে তুলনায় বোলিং জুটি নিয়ে কথা বলা হয় কম। তবে বোলিং জুটিও ক্রিকেটে সমান গুরুত্বপূর্ন। বোলিং এ অনেক পেস বোলিং জুটি বেশ বিখ্যাত। আবার স্পিন বোলিং জুটিও আছে অনেক। তবে সফল কিছু পেস-স্পিন জুটিও দেখেছে ক্রিকেট বিশ্ব।

ক্রিকেটে ব্যাটিং জুটি নিয়ে আমরা অনেক চর্চা করি। তবে সে তুলনায় বোলিং জুটি নিয়ে কথা বলা হয় কম। তবে বোলিং জুটিও ক্রিকেটে সমান গুরুত্বপূর্ণ। বোলিং এ অনেক পেস বোলিং জুটি বেশ বিখ্যাত। আবার স্পিন বোলিং জুটিও আছে অনেক।

তবে সফল কিছু পেস-স্পিন জুটিও দেখেছে ক্রিকেট বিশ্ব। যাদের নিয়ে আলোচনা হয়না বললেই চলে। ওয়ানডে ক্রিকেটে কমপক্ষে ৩৫০ উইকেট পেয়েছেন এমন জুটির মধ্যে যাদের ম্যাচ প্রতি উইকেট সবচেয়ে বেশি তেমন পাঁচ জুটিকে নিয়ে আমাদের আজকের আয়োজন।

  • শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়া ক্রিকেটের দুই কিংবদন্তি বোলার শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা। জুটি হিসেবেও বিশ্বের সবচেয়ে সফল এই পেস-স্পিন জুটি। প্রতি ম্যাচে গড়ে ৩.০২ উইকেট নিয়েছেন এই দুজন। যা কমপক্ষে ৩৫০ উইকেট নেয়া জুটির মধ্যে সবচেয়ে বেশি।

একসাথে খেলা ম্যাচে দুজনে মোট ৪২০ উইকেট নিয়েছেন। ওদিকে ওয়ানডে ক্রিকেটে শেন ওয়ার্নের উইকেট সংখ্যা ২৯৩। আর গ্লেন ম্যাকগ্রা ওয়ানডে ক্রিকেটে নিয়েছেন ১১৫ উইকেট।

  • মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাস (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কা ক্রিকেটের আরেক কিংবদন্তি জুটি মুরালিধরন ও চামিন্দা ভাস। এই দুইজন শ্রীলঙ্কার হয়ে নিয়েছেন সর্বোচ্চ ৭০৮ উইকেট। তবে ম্যাচ প্রতি তাঁদের উইকেট সংখ্যা শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রা জুটির চেয়ে কম। তাঁদের ম্যাচ প্রতি উইকেট সংখ্যা ২.৮১ টি।

আলাদাভাবে মুরালির ওয়ানডেতে উইকেট সংখ্যা ৫৩৪ টি।  আর চামিন্দা ভাসের উইকেট আছে ৪০০ টি। এখন শ্রীলঙ্কায় না আছে চামিন্দার মত পেসার, না আছে মুরালির মত স্পিনার।

  • জাভাগাল শ্রীনাথ ও অনিল কুম্বলে (ভারত)

ভারতের সফল পেস-স্পিন জুটি জাভাগাল শ্রীনাথ ও অনিল কুম্বলে। দুইজনে একসাথে ওয়নাডে ক্রিকেটে উইকেট নিয়েছেন ৪৫৪ টি।

দুইজনের ম্যাচ প্রতি গড় উইকেট সংখ্যা ২.৭৫। শ্রীনাথের ওয়ানডে ক্রিকেটে উইকেট আছে ৩১৫ টি। ওদিকে অনিল কুম্বলের ঝুলিতে আছে ৩৩৭ ওয়ানডে উইকেট।

  • অনিল কুম্বলে ও ভেঙ্কটেশ প্রসাদ (ভারত)

আমাদের তালিকায় ভারত থেকে আছে আরেক সফল পেস-স্পিন জুটি। এই জুটি ভারতের হয়ে একসাথে ওয়নাডে ক্রিকেটে এনে দিয়েছেন ৩৫৩ উইকেট। শ্রীনাথের পর এবার ভেঙ্কটেশের সাথে জুটি করেন অনিল কুম্বলে।

দুজনের ম্যাচ প্রতি উইকেট সংখ্যা ২.৬৩। নব্বই দশকে ভারতীয় দলে দুই ফরম্যাটেই লম্বা সময় খেলেছেন এই দু’জন।

  • মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান (বাংলাদেশ)

বাংলাদেশের সবচেয়ে সফল দুই ক্রিকেটার মাশরাফি ও সাকিব। স্পিন ও পেস দুই ডিপার্টমেন্টে দুইজনই আলাদা আলাদা ভাবে ভীষণ সফল। আবার জুটি হিসেবেও বাংলাদেশের সেরা পেস বোলিং জুটি সাকিব ও মাশরাফি।

বিশ্ব ক্রিকেটেরও সেরা পাঁচে এই জুটি। দুইজন একসাথে নিয়েছেন ৩৮৬ উইকেট। প্রতি ম্যাচে গড়ে নিয়েছেন ২.৬১ উইকেট। আলাদা আলাদা ভাবে সাকিব ও মাশরাফি ওয়ানডেতে যথাক্রমে উইকেট সংখ্যা ২৭০ ও ২৬৯।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...