মূল পর্বে হেসেখেলে লঙ্কা

জিতলেই মূল পর্ব নিশ্চিত, হারলে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের জন্য। এমন সমীকরণ সামনে রেখে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। আর মূল পর্বে যাওয়ার লড়াইয়ে আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে মূল পর্বে পা দিল শ্রীলঙ্কা। আর আয়ারল্যান্ডকে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ অবধি।

জিতলেই মূল পর্ব নিশ্চিত, হারলে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের জন্য। এমন সমীকরণ সামনে রেখে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। আর মূল পর্বে যাওয়ার লড়াইয়ে আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে মূল পর্বে পা দিল শ্রীলঙ্কা। আর আয়ারল্যান্ডকে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ অবধি।

১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কেভিন ও’ব্রায়েনকে তুলে নেয় মাহিশ থিকশানা। এরপর দ্রুতই ফেরেন পল স্টার্লিং ও গ্যারেথ ডিলানিও! বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। এরপর কার্টিস ক্যাম্পফারকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি।

চতুর্থ উইকেটে দু’জনে ৫৩ রানের জুটি প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও এরপরই হুড়মুড়িয়ে ভেঙ্গে যায় আইরিশ ব্যাটিং শিবির। লঙ্কান বোলারদের দাপটে ৮৫ রানে তিন উইকেট থেকে ৯ রানের ব্যবধানে ৯৪ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আইরিশরা।

বাকিরা আসা যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্তে থিতু হয়েছিলেন বালবির্নি। কিন্তু তিনিও ফেরেন ব্যক্তিগত ৪১ রানে। লঙ্কানদের বিশাল ব্যবধানে জয়টা তখন ছিলো স্রেফ সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতে দলীয় ১০১ রানে অলআউট হয় আইরিশরা। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। ৮৫ রানে ৩ থেকে ১০১ রানে অলআউট! ১৬ রানে শেষ ৭ উইকেট হারায় আইরিশরা।

বালবির্নির ৩৯ বলে ৪১ আর ক্যাম্পফারের ২৪ ছাড়া বাকি কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা! লঙ্কানদের পক্ষে থিকশানা ৩ ও লাহিরু কুমারা নেন ২ উইকেট।

এর আগে আবুধাবিতে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। শুরুতেই কুশল পেরেরা ফেরেন গোল্ডেন ডাকের শিকার হয়ে। এরপর জসুয়া লিটলের পর পর দুই উইকেট শিকারে বিপাকে পড়ে লঙ্কানরা। চতুর্থ উইকেটে ভীত গড়েন ওয়ানিন্দু হাসারঙ্গা ও পাথুম নিসাঙ্কা। একপ্রান্তে হাসারঙ্গার ঝড়ে বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের দিকে এগোয় শ্রীলঙ্কা।

চতুর্থ উইকেটে দুইজনের ৮২ বলে ১২৩ রানের জুটি বিপর্যয় কাটিয়ে শ্রীলঙ্কাকে ইঙ্গিত দেয় বড় সংগ্রহের। একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে হাসারঙ্গা তুলে নেন ব্যক্তিগত ফিফটি। ৪৭ বলে ১০ চার ও ১ ছয়ে ৭১ রান করে বিদায় নেন তিনি। তবে আরেকপ্রান্তে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে দেখিয়ে নিসাঙ্কাও দেখা পান ফিফটির। শেষদিকে দ্রুত কিছু উইকেট হারালেও নিসাঙ্কার ৬১ ও অধিনায়ক দাসুন শানাকার ১১ বলে অপরাজিত ২১ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান করে শ্রীলঙ্কা।

দলের পক্ষে হাসারঙ্গা সর্বোচ্চ ৭১ ও নিসাঙ্কা করেন ৬১ রান। আয়ারল্যান্ডের পক্ষে জসুয়া লিটল সর্বোচ্চ ৪ ও মার্ক অ্যাডায়ার নেন ২ উইকেট।

  • সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা – ১৭১/৭ হাসারাঙ্গা ৭১(৪৭), নিসাঙ্কা ৬১(৪৭), শানাকা ২১(১১) ; জসুয়া লিটন ৪-০-২৩-৪, মার্ক অ্যাডায়ার ৪-০-৩৫-২।

আয়ারল্যান্ড – ১০১/১০ ; অ্যান্ড্রু বালবির্নি ৪১(৩৯), ক্যাম্পফার ২৪(২৮) ; থিকশানা ৪-০-১৭-৩, কুমারা ৪-০-২২-০, হাসারাঙ্গা ৪-০-১২-১

ফলাফল: শ্রীলঙ্কা ৭০ রানে জয়ী।

ম্যাচ সেরা: ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...