টেস্টে বাংলাদেশের যত ‘প্রথম’

২০ বছরের এই পথচলায় বাংলাদেশের খেলা সর্বমোট ১১৯ টেস্টে অনেকের নামই জড়িয়ে আছে অনেক প্রথমের সাথে। এই ইতিহাস কখনো মুছে যাবে না।

১০ নভেম্বর, ২০০০। বাংলাদেশের ক্রিকেটে একটি ঐতিহাসিক দিন। মর্যাদার টেস্ট ক্রিকেটে ২০০০ সালের ১০ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। ২০ বছরের এই পথচলায় বাংলাদেশের খেলা সর্বমোট ১১৯ টেস্টে অনেকের নামই জড়িয়ে আছে অনেক প্রথমের সাথে। এই ইতিহাস কখনো মুছে যাবে না।

  • টেস্টে বাংলাদেশের প্রথম একাদশ

শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), আল-শাহরিয়ার, খালেদ মাসুদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন, বিকাশ রঞ্জন দাশ (এখন মাহমুদুল হাসান রানা)।

প্রথম অধিনায়ক: নাঈমুর রহমান দুর্জয়

প্রথম টস: প্রথম টেস্টেই টসে জিতে ব্যাটিং করেছিল বাংলাদেশ

প্রথম উদ্বোধনী জুটি : শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপি

প্রথম রান: মেহরাব হোসেন অপির ব্যাট থেকে

প্রথম চার: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এর ব্যাট থেকে

প্রথম ছক্কা: আকরাম খান এর ব্যাট থেকে

প্রথম হাফ সেঞ্চুরি: প্রথম হাফ সেঞ্চুরির গর্বিত মালিক হাবিবুল বাশার। অভিষেক টেস্টে ১১২ বলে করেছিলেন ৭১ রান।

প্রথম সেঞ্চুরি: অভিষেক টেস্টে আমিনুল ইসলামের ব্যাট থেকে আসে ১৪৫ রান। তিনি ছিলেন ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার, যিনি তাঁর দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন।

প্রথম বোলার: বাংলাদেশের পক্ষে প্রথম বলটি করেছিলেন হাসিবুল হোসেন শান্ত।

প্রথম ৫ উইকেট: অধিনায়ক নাইমুর রহমান তাঁর অফ স্পিনে শিকার করেছিলেন ৬ উইকেট। এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের প্রথম পাঁচ বা এর অধিক উইকেট শিকার।

প্রথম জয়: ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্রগ্রামের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম

প্রথম ১০০ উইকেট শিকার: বাংলাদেশের পক্ষে প্রথম ১০০ উইকেট মোহাম্মদ রফিকের।

প্রথম ব্যক্তিগত হাজার রান: বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

প্রথম পেসার হিসেবে ৫ উইকেট: বাংলাদেশের পক্ষে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম পেসার হিসেবে ৫ উইকেট পেয়েছিলেন মঞ্জুরুল ইসলাম। বুলাওয়েতে ৬ উইকেট শিকার করেছিলেন ৮১ তিনি।

প্রথম ১০ উইকেট: ২০০৫ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে এনামুল হক জুনিয়র পেয়েছিলেন ১২ উইকেট।

প্রথম সিরিজ জয়: ২০০৫ সালে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০তে জিতে নেয় বাংলাদেশ।

প্রথম হ্যাটট্রিক: ২০০৩ সালে পাকিস্তানের পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে দেশের হয়ে প্রথম হ্যাট্রিক করেন অলক কাপালি।

প্রথম ক্যাচ: মোহাম্মদ রফিকের বলে রাহুল দ্রাবিড়ের ক্যাচ নেন আল শাহরিয়ার রোকন,যা দেশের হয়ে প্রথম।

প্রথম ডাক: হাসিবুল হোসেন শান্ত অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে।

প্রথম ম্যাচ সেরা: ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জাভেদ ওমর বেলিম।

প্রথম  সিরিজ সেরা: খালেদ মাসুদ পাইলট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...