নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

চলতি মাসের ২৪ তারিখে বাংলাদেশে এসে তিন দিনের কোয়ারেন্টাইন থাকবেন কিউই ক্রিকেটাররা। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে এক দিন অনুশীলন করে ২৯ আগস্ট বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরপর সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এই সিরিজের জন্য এক বিবৃতিতে আজ চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের ২৪ তারিখে বাংলাদেশে এসে তিন দিনের কোয়ারেন্টাইন থাকবেন কিউই ক্রিকেটাররা। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে এক দিন অনুশীলন করে ২৯ আগস্ট বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরপর সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর একই ভেন্যুতে তিন সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরপর হোম অফ ক্রিকেটেই পাঁচ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ, আট সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ ও দশ সেপ্টেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এখন ম্যাচ শুরুর সময় প্রকাশ করা হয়নি।

চলতি বছরের মার্চে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। দুটি সিরিজেই হোয়াটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে ঐ সিরিজে নিজেদের সেরা একাদশ মাঠে নামাতে পারেনি বাংলাদেশ। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। আর ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছিলেন তামিম ইকবাল।

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজেও হয়তো দেখা যাবে না তামিমকে। চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ার ভিতর রয়েছেন অভিজ্ঞ এই ওপেনার। তামিম ছিলেন না জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও এবং নেই চলতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।

অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী অস্ট্রেলিয়ার সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঝুঁকি এড়াতেই নিউজিল্যান্ড সিরিজের সব গুলো ম্যাচও অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেটেই। এছাড়াও করোনার কারণে বিভিন্ন বাড়তি সুযোগ সুবিধা নিচ্ছে অস্ট্রেলিয়া।

যা আগের দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে দেওয়া হয়নি। গুঞ্জন রয়েছে অস্ট্রেলিয়ার মতই বিভিন্ন সুযোগ সুবিধা চাচ্ছে নিউজিল্যান্ড। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের সূচি

  • প্রথম টি-টোয়েন্টি: এক সেপ্টেম্বর
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: তিন সেপ্টেম্বর
  • তৃতীয় টি-টোয়েন্টি: পাঁচ সেপ্টেম্বর
  • চতুর্থ টি-টোয়েন্টি: আট সেপ্টেম্বর
  • পঞ্চম টি-টোয়েন্টি: দশ সেপ্টেম্বর

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...