বাংলাদেশের সেরা উইকেটশিকারী

দুইজনের থেকে খানিকটা পিছিয়ে থাকলেও আরো দুইজন আছেন এই তালিকায়, যারা কমপক্ষে ৭০০ ‍উইকেট নিয়েছেন স্বীকৃত ক্রিকেটে। সবমিলিয়ে চারজনের এই তালিকায় পেসার মাত্র একজন। বাকি তিন সর্বোচ্চ উইকেট শিকারীই স্পিনার। আরো নির্দিষ্ট করে বললে সেই তিনজনই বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার।

স্বীকৃত ক্রিকেটে ১০০০ উইকেট নিয়েছেন এমন বোলার বাংলাদেশে দুই জন। যার একজন সদ্যই পূর্ণ করলেন হাজার উইকেটের মাইলফলক। আরেকজন আগে থেকে ছিলেন এই তালিকায়। এই দু’জন ছাড়া স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কারা?

উপরের দুইজনের থেকে খানিকটা পিছিয়ে থাকলেও আরো দুইজন আছেন এই তালিকায়, যারা কমপক্ষে ৭০০ ‍উইকেট নিয়েছেন স্বীকৃত ক্রিকেটে। সবমিলিয়ে চারজনের এই তালিকায় পেসার মাত্র একজন। বাকি তিন সর্বোচ্চ উইকেট শিকারীই স্পিনার। আরো নির্দিষ্ট করে বললে সেই তিনজনই বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা সেই বোলারদের এক করেছে খেলা ৭১।

  • আব্দুর রাজ্জাক

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক আব্দুর রাজ্জাক। তাঁর ঝুলিতে উইকেট সংখ্যা ১১৪৫ টি। এতদিন পর্যন্ত তিনিই বাংলাদেশের একমাত্র বোলার ছিলেন যার ঝুলিতে হাজারের বেশি উইকেট আছে। তবে এই তালিকায় এখন যোগ হয়েছে আরো একজন।

এছাড়া বাঁ-হাতি এই স্পিনার বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে নিয়েছেন ২০৭ টি উইকেট। এছাড়াও টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে যথাক্রমে ২৮ ও ৪৪ টি উইকেট। এর বাইরেও বিভিন্ন দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৯ উইকেট রয়েছে তাঁর। সবমিলিয়ে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনারদের একজন ছিলেন আব্দুর রাজ্জাক। কিছুদিন আগেই তিনি সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

  • সাকিব আল হাসান

বাংলাদেশে জন্ম নেয়া সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এমনকি বিশ্ব ক্রিকেটেও সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন তিনি। বোলার হিসেবেও বাংলাদেশের সেরাদের একজন এই বাঁ-হাতি স্পিনার। সবমিলিয়ে স্বীকৃত ক্রিকেটে আজ ১০০০ উইকেটের মালিক হলেন তিনি।

বাংলাদেশের হয়ে তিনি মোট ২১০ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেখানে তাঁর উইকেট সংখ্যা ২৬৭ টি। এছাড়া ৫৭ টেস্টে ২১০ উইকেট এবং ৭৬ টি-টোয়েন্টিতে ৯২ উইকেটের মালিক এই বোলার। এছাড়াও বিশ্বের নানা প্রান্তে ক্রিকেট খেলে বেড়ান বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে ৩২০ টি-টোয়েন্টিতে ৩৬২ উইকেটের মালিক তিনি। ক্যারিয়ারের বাকি সময়ে হয়তো এই সংখ্যাগুলো আরো সমৃদ্ধ হবে তাঁর। এছাড়া ব্যাট হাতেও আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের বেশি রানের মালিক তিনি।

  • মাশরাফি বিন মর্তুজা

বাংলাদেশ ক্রিকেটের সেরা অধিনায়ক মাশরাফি। অধিনায়ক হিসেবে দেশের ক্রিকেটকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। বোলার হিসেবেও তিনি দেশের সেরাদের একজন এবং এই তালিকার একমাত্র পেসার তিনি। বারবার ইনজুরির কবলে পড়লেও উইকেট তুলতে কার্পণ্য করেননি নড়াইল এক্সপ্রেস।

স্বীকৃত ক্রিকেটে সবমিলিয়ে ৭০৯ উইকেটের মালিক তিনি। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেই বাংলাদেশের হয়ে তিনি নিয়েছেন ৩৯০ টি উইকেট। আবার ব্যাট হাতেও প্রায় তিন হাজার রানের মালিক বাংলাদেশের সাবেক অধিনায়ক।

  • এবামুক হক জুনিয়র

আন্তর্জাতিক ক্রিকেটে তিনি লম্বা সময় টিকতে না পারলেও এটা ঠিক যে – এনামুল হক জুনিয়র বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক। জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না হলেও স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারিদের একজন এনামুল হক জুনিয়র।

সবমিলিয়ে তাঁর ঝুলিতে আছে ৭০২ টি উইকেট। বাঁ-হাতি এই স্পিনার বাংলাদেশের হয়ে খেলেছেন ১৫ টি টেস্ট ও ১০ টি ওয়ানডে ম্যাচ। সেখানে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ৪৪ ও ১৪ টি। এখনো ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...