না থেকেও বুমরাহই মাথাব্যাথা!

বুমরাহ বিষয়ে এবার কথা বলেছেন ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় ব্যাঙ্গার। তিনি মনে করেন যে ভারতের বোলিং আক্রমণে বুমরাহ না থাকায়, বিরোধী দল তাদের ব্যাটিং কৌশল পুনর্বিবেচনা করবে।

ব্যাপারটা হলো ভারতীয় ক্রিকেট পাড়া এই মুহুর্তে ঘুরেফিরে সেই বুমরাহ আলোচনাতেই ঘুরপাক খাচ্ছে। দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমতাবস্থায় ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ব্যাকস্ট্রেস ইনজুরির কারণে ছিটকে পড়লেন বিশ্বকাপ স্কোয়াড থেকেই। ভারতের ভাগ্যের চাকা একা হাতে ঘুরাতে পারা প্রধান পেসারের ইনজুরি শঙ্কায় ফেলেছে গোটা টিম ম্যানেজমেন্টে। হতাশ করেছে ভারতীয় ভক্তদের। আপাতত এই বড় আসরের জন্য বুমরাহর বিকল্প খোঁজা নিয়ে যত মাথাব্যাথা দলটির।

কিন্তু জাসপ্রিত বুমরাহর হঠাৎ বিকল্প খু্ঁজে নেয়া তো আর চাট্টিখানি কথা নয়। বুমরাহকে ভাবা হচ্ছিল বিশ্বকাপের মঞ্চে ভারতের তুরুপের তাস হিসেবে। সেই বুমরাহর বিকল্পকেও তাই বুমরাহর মতো না হলেও, অন্তত তাঁর কাছাকাছি শক্তিমত্ত্বার হতে হবে। আপাতত মোহাম্মদ শামির নামটা বাতাসে সবচেয়ে জোরালো হলেও, পাশাপাশি মোহাম্মদ সিরাজ ও দীপক চাহারের নামও শোনা যাচ্ছে। দেখা যাক শেষমেশ এদের মধ্যে কে বুমরাহর অনুপস্থিতিতে তাঁর শূন্যস্থান দখল করতে সক্ষম হন।

বুমরাহ বিষয়ে এবার কথা বলেছেন ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় ব্যাঙ্গার। তিনি মনে করেন যে ভারতের বোলিং আক্রমণে বুমরাহ না থাকায়, বিরোধী দল তাদের ব্যাটিং কৌশল পুনর্বিবেচনা করবে। সঞ্জয় ব্যাঙ্গার যোগ করেন যে বুমরাহের অনুপস্থিতিতে, তিনি আশা করেন যিনি বুমরাহর পরিবর্তে দলে জায়গা পাবেন তিনি সহ বাকি পেসাররা আসন্ন ইভেন্টে তাঁদের প্রতিভার ছাপ ফেলতে সক্ষম হবেন।

এই প্রসঙ্গে ব্যাঙ্গার বলেন, ‘এটা অবশ্যই একটা বিশাল ধাক্কা। কারণ জাসপ্রিত বুমরাহকে ছাড়া ভারতীয় বোলিং আক্রমণের অর্থ হল, প্রতিপক্ষ দলগুলো এখন ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে ভিন্নভাবে ব্যাটিং ছক আঁকবে।’

তিনি আরও বলেন, ‘তাই ভারতের জন্য এটি একটি বড় ধাক্কা। কিন্তু আবার, খেলাধুলায় একজনের হার মানে অন্য ব্যক্তির জন্য তা সুযোগ। আশা করি হয়তো দীপক চাহার বা শামি কিংবা আর্শদ্বীপ যেই দলে জায়গা পাবেন তিনি যেন বিশ্বকাপে নিজের চিহ্ন রেখে যেতে পারেন।’

যাই হোক ভারতের স্কোয়াডে বুমরাহের না থাকার অর্থ হল ভারত এমন একজন ফ্লেক্সিবল বোলার থেকে বঞ্চিত হবে যিনি টিটোয়েন্টি ফরম্যাটের যেকোনো অবস্থা বা পর্বে পারদর্শী হতে পারে। সাবেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইনও স্বীকার করেছেন যে, ভারত বুমরাহর দক্ষতাকে ভয়ঙ্করভাবে মিস করবে। কারণ তাঁর অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলার পর্যাপ্ত অভিজ্ঞতাও ছিল। তিনিও আশা করছেন যে তাঁর বিকল্প খেলোয়াড় টিটোয়েন্টি বিশ্বকাপের আসরে যোগ্যতার প্রমাণ দিতে পারবে।

তিনি আরও বলেন, ‘বুমরাহ আসলে এমন একজন, তাঁর জায়গা পূরণ করা খুব কঠিন। সে একজন বিশ্বমানের খেলোয়াড়। ভারত তাঁকে এই বিশ্বকাপে বেশ মিস করবে।’

যাইহোক কোন দলের পক্ষেই আসলে শতভাগ শক্তি নিয়ে মাঠে নামা সম্ভব নয়। বিরাট কোহলির ফর্মে ফিরে আসাটা ভারতের ব্যাটিং লাইন আপে দারুণ এক পাওয়া। ভারত শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠের লড়াইতে নামবে। এমনকি তাঁদের দলে কয়েকজন বিশ্বমানের ফিল্ডার রয়েছে। সেদিক থেকে ফিল্ডিংয়েও তাঁরা শক্তিশালী।

হয়তো আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বুমরাহর না থাকায় বোলিং লাইন আপে কিছুটা পিছিয়ে পড়েছে দলটি। বুমরাহ ম্যাজিকের না থাকার সংকটকে দলটির বাকি বোলাররা কিভাবে শক্তিতে পরিণত করবে আপাতত সেদিকেই চোখ থাকবে ভারতীয় ভক্তদের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...