More

Social Media

Light
Dark

দ্য জেন-জি ফ্যাব ফোর

তাদের দিন ফুরিয়ে এসেছে। নতুনদের জন্য ছেড়ে দিতে হবে স্থান। আর জেনারেশন-জেড প্রস্তুত সে জায়গা দখল করে নিতে। 

ক্রিকেট বিশ্বে আসছে নতুন ‘ফ্যাভ ফোর’। জো রুট, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসন, এই চারজন ছিলেন ফ্যাভ ফোর। টেস্ট ক্রিকেটে এই চার ব্যাটারের রান করবার দক্ষতা ও ধারবাহিকতা মুগ্ধ করেছে সকলকেই। তাদের দিন ফুরিয়ে এসেছে। নতুনদের জন্য ছেড়ে দিতে হবে স্থান। আর জেনারেশন-জেড প্রস্তুত সে জায়গা দখল করে নিতে।

আগের ‘ফ্যাভ ফোর’-এ ডানহাতি ব্যাটারদের আধিপত্য ছিল। তবে জেন-জি ‘ফ্যাভ ফোর’ বাঁ-হাতি ব্যাটারদের দখলে। যশস্বী জয়সওয়াল নিজের দারুণ ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন প্রতি নিয়ত। অভিষেক হওয়ার পর থেকেই দারুণ ধারাবাহিক তিনি। দশটি টেস্ট খেলে ফেলেছেন। হাজারি ক্লাবে ঢুকে গেছেন তরুণ এই ব্যাটার।

৩ খানা সেঞ্চুরি ছাড়াও দ্বিশতকের দেখা পেয়ে গেছেন যশস্বী। তার সাথে ধারাবাহিকতার যুদ্ধে নেমেছেন লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস। প্রতিটি টেস্টেই তার ব্যাট থেকে আসছে রান। ৮০০ এর বেশি রানের মালিক বনে গেছেন তিনি। সেঞ্চুরিতে তিনি ছাপিয়ে গেছেন জয়সওয়ালকে।

এই দুই জনের সাথে নতুন দিনের ফ্যাভ ফোর তালিকায় ঢুকছেন রাচিন রবীন্দ্র। মূলত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে তিনি আলোচনায় এসেছেন। তবে টেস্ট ক্রিকেটেও অনবদ্য রাচিন। ২৪০ রানের দুর্দান্ত একটা ইনিংস রয়েছে তার ঝুলিতে। টেস্ট ক্রিকেট নিয়ে কথা হবে, আর সেখানে কোন ইংলিশ ব্যাটার থাকবেন না, তা আবার হয় নাকি!

হ্যারি ব্রুক যুক্ত হচ্ছেন নতুন দিনের ফ্যাভ ফোরে। বাকিদের তুলনায় ম্যাচ খেলেছিলেন তিনি। পাঁচ খানা সেঞ্চুরি নিয়ে ২ হাজার ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছেন ব্রুক। নতুন দিনের কাণ্ডারি হওয়ার মত রসদ রয়েছে তাদের মধ্যে। সম্ভাবনার প্রতিফলন ঘটনার মত সক্ষমতাও রয়েছে তাদের।

বয়সে বেশ তরুণ তারা প্রত্যেকে। এই চার জনের গড় বয়স মাত্র ২৪ বছর। নিদেনপক্ষে আরও দশ বছর তাদের হাতে সময় রয়েছে। মাঝে দুর্ঘটনা কিছু ঘটে না গেলে এই চার জনের দ্বৈরথ জমবে হয়ত। কিংবা তাদের কোন একজনকে হটিয়ে সে জায়গা দখল করে নেবেন অন্য কেউ। সবকিছুর সময়ের হাতে।

Share via
Copy link