Social Media

Light
Dark

পাক স্কোয়াডে এক স্পিনারের রহস্য

আর দিন কয়েক পরেই মাঠে গড়াবে বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ, সেই লক্ষ্যে দুই দলই ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। কিন্তু সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশ স্কোয়াডে রেখেছে তিনজন বিশেষজ্ঞ স্পিনার, অথচ পাকিস্তান স্রেফ একজনকে রেখেছে। পেসারদের ভীড়ে কেবল আবরার আহমেদ জায়গা পেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচিত স্কোয়াডে।

ads

কেন বাড়তি স্পিনার রাখা হয়নি সেই উত্তর অবশ্য দিয়েছেন পাক কোচ জেসন গিলেস্পি। তিনি জানান দল যথাসম্ভব ভারসাম্যপূর্ণ রাখার চেষ্টা করা হয়েছে। সালমান আলী আঘাকে পুরোদস্তুর স্পিনার বিবেচনা করেই শুধু আবরারকে রাখা হয়েছে দলে।

সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আপনি যেভাবে চান সেভাবে দেখতে পারেন। তবে আমি মনে করি আমাদের দুজন বিশেষজ্ঞ স্পিনার আছে। সালমান আলী আঘা স্পিনার হিসেবে যথেষ্ট ভালো। আমি যা দেখেছি, অফ স্পিনে তাঁর অনেক সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবরার ক্যারিয়ারের শুরুতেই একজন দুর্দান্ত বোলার হয়ে উঠেছে।’

ads

তিনি আরো বলেন, ‘তো সবমিলিয়ে আমার মনে হয় আমরা সব বিভাগ ভালভাবে সাজিয়েছি। আমাদের হাতে অনেক পেস এবং স্পিন বোলিং অপশন আছে। আমাদের ব্যাটিং লাইনআপও যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। আমি বিশ্বাস করি আমাদের সকল রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আমি বাংলাদেশের বিপক্ষে খেলতে উন্মুখ হয়ে আছি।

মূলত রাওয়ালপিন্ডির উইকেট হবে পেস সহায়ক এজন্যই বাড়তি পেসার নিয়ে পরিকল্পনা সাজিয়েছে পাক ম্যানেজম্যান্ট। একাদশে তাঁরা চার পেসার খেলাবে এমন তথ্যও পাওয়া গিয়েছে।

শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ তো আছেনই; এর সঙ্গে মীর হামজার খেলাটাও প্রায় নিশ্চিত। চতুর্থ পেসার হিসেবে খুররাম শেহজাদ বা মোহাম্মদ আলীকে নেয়া হবে। অন্যদিকে স্পিন অপশন হিসেবে অধিনায়কের হাতে থাকবেন কেবল সালমান আঘা; এই বোলিং বিভাগকে বাংলাদেশ কিভাবে সামলায় সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link