Social Media

Light
Dark

বাংলাদেশের বিপক্ষে কত নম্বরে ব্যাট করবেন বাবর?

এবার অবশ্য সেই কৌতূহল মিটেছে, জানা গিয়েছে চার নম্বরে ব্যাট করবেন এই ডান-হাতি। অর্থাৎ বাকি দুই সংস্করণে টপ অর্ডার সামলালেও সাদা পোশাকে মিডল অর্ডারের ভার বহন করবেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ ঘিরে প্রায় সব পরিকল্পনা সাজিয়ে ফেলেছে পাকিস্তান; ব্যাটিং, বোলিং দুই বিভাগ নিয়েই কাগজ কলমের কাজ সেরে নিয়েছে তাঁরা। বরাবরের মতই তাঁদের ব্যাটিং লাইন আপের মূল অস্ত্র হবেন বাবর আজম। টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ব্যাট করেন, ওয়ানডেতে আবার তিন নম্বরে; তাই আসন্ন টেস্ট সিরিজে কোন পজিশনে নামবেন সেটা নিয়ে কৌতূহল ছিল অনেকেরই।

ads

এবার অবশ্য সেই কৌতূহল মিটেছে, জানা গিয়েছে চার নম্বরে ব্যাট করবেন এই ডান-হাতি। অর্থাৎ বাকি দুই সংস্করণে টপ অর্ডার সামলালেও সাদা পোশাকে মিডল অর্ডারের ভার বহন করবেন তিনি।

অন্যদিকে,  অধিনায়ক শান মাসুদ নিজে খেলবেন তিন নম্বরে; ওপেনিংয়ে আবদুল্লাহ শফিকের জায়গা যদিও পাকা, কিন্তু সংশয় রয়েছে আরেকটি স্পট নিয়ে। সায়িম আইয়ুবের সাম্প্রতিক ফর্ম ভরসা করার মত নয়, তাই জোর গুঞ্জন রয়েছে তরুণ ওপেনার মোহাম্মদ হুরায়রার অভিষেক হতে পারে রাওয়ালপিন্ডিতে।

ads

বাকিদের মধ্যে পাঁচ ও ছয় নম্বরে খেলবেন যথাক্রমে সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান। এছাড়া সাত নম্বরে থাকবেন অলরাউন্ডার সালমান আলী আঘা। তবে হুরায়রাকে বিবেচনা করলে সাত জনের মাঝে পাঁচ জনই ডান-হাতি হয়ে যান, সেক্ষেত্রে বাংলাদেশ যে সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামকে দিয়ে ফায়দা নিতে চাইবে সেটা বলাই যায়।

যদিও রাওয়ালপিন্ডির উইকেট আবার পেস সহায়ক হতে যাচ্ছে। তাই বাংলাদেশের বোলিং আক্রমণভাগ কেমন হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

খুব সম্ভবত বাংলাদেশ তিন পেসার নিয়েই মাঠে নামবে; শরিফুল ইসলাম, খালেদ আহমেদের সঙ্গে থাকবেন নাহিদ রানা বা হাসান মাহমুদ। আর স্পিনার হিসেবে হয়তো মিরাজ আর সাকিবের ওপরেই ভরসা রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link