More

Social Media

Light
Dark

ভারতের তুরুপের তাস হবেন যারা

নি:সন্দেহে ভারত বিশ্বের অন্যতম টেস্ট পরাশক্তি। তাদের কিছু তারকা যেমন বাংলাদেশের সাথে জ্বলে উঠেছেন । আবার কিছু তারকা হয়তো তাদের পূর্ণ সম্ভাবনাটা কাজে লাগাতে পারেননি। হয়তো বা এই সিরিজটাই তাদের জ্বলে ওঠার সুযোগ। আবার এই সিরিজটাই অভিজ্ঞ তারকাদেরও জন্যেও একটা সুযোগ। আগের মতো জ্বলে ওঠার।

ভারত-বাংলাদেশ সবশেষ টেস্ট সাক্ষাত হয়েছিল সেই ২০২২ সালের ডিসেম্বর মাসে। এরপর চলে গেছে প্রায় ২ বছর। আসছে ১৯ শে সেপ্টেম্বর আবারো লাল বল যোগে তাদের দেখা হতে চলেছে। অতীত সাক্ষাত গুলোতে বেশ কিছু ভারতীয় তারকার পরিসংখ্যান বেশ দাপুটে। কিন্তু ঠিক কতটা? কিই বা তাদের অভিজ্ঞতা বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে?

ভারতীয় তারকাদের কথা আসলেই চলে আসে বিরাট কোহলির কথা। আধুনিক ক্রিকেটের অন্যতম শীর্ষ রান সংগ্রাহক এই ডানহাতি। ভারতের এই সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ এর বিরুদ্ধে খেলেছেন ৬ টি টেস্ট। ৫৪.৬২ গড়ে করেছেন ৪৩৭ রান। এর মাঝে রয়েছে দুটি দুইশ রানের ইনিংস এবং একটি মারকুটে সেঞ্চুরি। 

কোহলি পরবর্তী ভারতে যদি কোনো বিধ্বংসী ব্যাটার থাকেন তিনি হবেন রোহিত শর্মা। তার নেতৃত্বেই এবার ভারত দল বাংলাদেশ কে মোকাবেলা করবেন। ২০২২ সালের সিরিজ থেকে ইনজুরির জন্য তিনি ছিটকে পড়েন তিনি। এর বাইরে বাঘেদের বিরুদ্ধে খেলেছেন ৩ টি টেস্ট। যাতে তার সংগ্রহ ৩৩ টি রান মাত্র।

ভারতীয় অলরাউন্ডারদের নাম আসলেই প্রথম নামটি এসে পড়েন রবিন্দ্র জাদেজার। তিনি বাংলাদেশের সাথে খেলেছেন ৩ টি টেস্ট। দুই অর্ধশতকে তার সংগ্রহ ১৪৮ রান। সাথে আছে ৬ উইকেট।

জাদেজার নাম আসলেই চলে আসে তার দীর্ঘদিনের ঘূর্ণিযুগল রবিচন্দ্রন আশ্বিন। কোহলির মতোই তিনিও বাংলাদেশের বিরুদ্ধে ৬টি টেস্ট খেলেছেন। তাও সেই ২০১৫ সাল থেকে। একটি ৫ উইকেট সহ ২৬.৭৮ গড়ে তুলেছেন ২৩ টি উইকেট। উইকেটের পাশে রানের খাতাও খুব নগন্য নয় এই ঘূর্ণিবাজের। একটি অর্ধশতক এর সাথে ৩৯.২৫ গড়ে করেছেন ১৫৭ রান।

এতক্ষন তো ব্যাটার বা অলরাউন্ডার নিয়েই কথা বললাম। এবার তাহলে কথা বলি গতিময় কারো কথা। নিশ্চই বুঝে গেছেন এতক্ষনে কার কথা বলছি। তিনি হচ্ছেন জসপ্রিত বুমরাহ। যদিও টেস্ট বিশ্বে তার বোলিংয়ের সুনাম সর্বত্র। কিন্তু ২০১৯ সালের বাংলাদেশ-ভারত টেস্টে তিনি বিশ্রামে ছিলেন।

আর ২০২২ এর সিরিজে ছিলেন ইনজুরিতে কাবু। যেখানে তার আগামী খেলার কথা নিউজিল্যান্ডের সাথে ওডিআই সিরিজে। তাই এই সিরিজেও তাকে দলে নেয়া টাও বরং বেশ আকস্মিক ছিল।

নি:সন্দেহে ভারত বিশ্বের অন্যতম টেস্ট পরাশক্তি। তাদের কিছু তারকা যেমন বাংলাদেশের সাথে জ্বলে উঠেছেন । আবার কিছু তারকা হয়তো তাদের পূর্ণ সম্ভাবনাটা কাজে লাগাতে পারেননি। হয়তো বা এই সিরিজটাই তাদের জ্বলে ওঠার সুযোগ। আবার এই সিরিজটাই অভিজ্ঞ তারকাদেরও জন্যেও একটা সুযোগ। আগের মতো জ্বলে ওঠার।

Share via
Copy link