ভারতীয় টি-টেন একাদশ

ক্রিকেট ধাবিত হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সংস্করণের দিকে। তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২০১৭ সাল থেকে শুরু হয়েছে টি-টেন লিগ। ধীরেধীরে এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক লীগ পাচ্ছে জনপ্রিয়তা। ধর তক্তা মার পেরেক গতিতে ফলাফল হাজির একটি ক্রিকেট ম্যাচের। ফুটবলের ন্যায় ক্রিকেটকেও বিশ্বব্যাপী সমান জনপ্রিয় করতেই হয়ত এই পন্থার অবলম্বন।

ক্রিকেট ধাবিত হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সংস্করণের দিকে। তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২০১৭ সাল থেকে শুরু হয়েছে টি-টেন লিগ। ধীরেধীরে এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক লীগ পাচ্ছে জনপ্রিয়তা। ধর তক্তা মার পেরেক গতিতে ফলাফল হাজির একটি ক্রিকেট ম্যাচের। ফুটবলের ন্যায় ক্রিকেটকেও বিশ্বব্যাপী সমান জনপ্রিয় করতেই হয়ত এই পন্থার অবলম্বন।

তাছাড়া বিশ্বের নানাপ্রান্তের সাবেক, বর্তমান ও উদীয়মান খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়েছে আবুধাবি টি-টেন লিগ। বেশ কয়েকজন ভারতীয় সাবেক ক্রিকেটার খেলেছেন টি-টেনের বিভিন্ন আসরে। আজকের তালিকায় থাকছেন সেই সকল সাবেক ভারতীয় খেলোয়াড়েরা।

  • বীরেন্দ্র শেবাগ 

ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে বীরেন্দ্র শেহবাগ খেলেছিলেন টি-টেন লিগের প্রথম আসরে। ২০১৭ এর উদ্বোধনী আসরে তিনি খেলেছিলেন মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে। অবশ্য তিনি কেবল একটি ম্যাচই খেলেছিলেন। দূর্ভাগ্যবশত সেই একটি মাত্র ম্যাচে তিনি রানের খাতার শুভসূচনা করতে পারেননি। এরপর আবুধাবী টি-টেন টুর্নামেন্টের কোন আসরে দেখা মেলেনি ভারতের সাবেক মারকুটে ওপেনিং ব্যাটার বীরেন্দ্র শেবাগের।

  • প্রশান্ত গুপ্ত

ভারতীয় প্রথম বিভাগ ক্রিকেটে ২১ ম্যাচে ৮৭৯ রান করা ওপেনার প্রশান্ত গুপ্তও খেলেছিলেন ক্রিকেটের এখন পর্যন্ত ক্ষুদ্রতম সংস্করণের ফ্রাঞ্চাইজি লিগ আবুধাবি টি-টেন লিগ। তিনি ২০১৯ সালে ডেকান  গ্ল্যাডিয়েটর্সের হয়ে টি-টেনের সেবারের আসরে ওপেনিং করেছিলেন। দলটির হয়ে তিন ম্যাচে তিনি রান করেছিলেন ৫২।

  • সুব্রামানিয়াম বদ্রিনাথ 

সাবেক ক্রিকেটার সুব্রামানিয়াম বদ্রিনাথও খেলেছিলেন টি-টেন লিগ। ভারত জাতীয় দলের হয়ে সব ফরম্যাট মিলিয়ে দশটি ম্যাচ খেলা বদ্রিনাথ টি-টেন লিগে খেলেছিলেন মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে। ২০১৮ সালের আসরে দলটির হয়ে তিনটি ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। তবে দলের ওপেনিং জুঁটির দূর্দান্ত ব্যাটিং তাঁকে সুযোগ দেয়নি ব্যাট হাতে মাঠে নামবার। তাই প্রাপ্তির খাতায় নেই কোন রান।

  • কাউনাইন আব্বাস 

ভারতের কর্ণাটক অঞ্চলের উইকেট রক্ষক ব্যাটার কাউনাইন আব্বাস খেলছেন এবারের টি-টেন লিগের আসরে। তিনি প্রতিনিধিত্ব করছেন গতবারের চ্যাম্পিয়ন দল নর্দান ওয়ারিআর্সের হয়ে। এখন পর্যন্ত আব্বাস খেলেছেন দুই ম্যাচ রান করেছেন মাত্র একটি। তবে দুই ম্যাচেই উইকেটের পেছনে একটি করে ক্যাচ ধরেছেন তিনি।

  • যুবরাজ সিং

স্টুয়ার্ড ব্রডকে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো ভারতীয় সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং অংশ নিয়েছিলেন আবুধাবি টি-টেন লিগের তৃতীয় আসরে ২০১৯ সালে। সেবার মারাঠা অ্যারাবিয়ান্সের শিরোপা যাত্রার সঙ্গী ছিলেন যুবরাজ। ১৬৯.২৩ স্ট্রাইকরেটে পাঁচ ম্যাচে তিনি রান করেছিলেন ৪৪টি।

  • ইউসুফ পাঠান 

প্রথমবারের মত চলমান টি-টেন আসরে খেলছেন ইউসুফ পাঠান। চেন্নাই ব্রেভার্সে হয়ে একটিমাত্র ম্যাচে অংশ নিয়েছেন ইউসুফ। তাঁর দল ম্যাচটি ২৪ রানে হেরেছে ডেকান গ্ল্যাডিয়েটর্সের কাছে। যদিও ব্যাটিং- এ নামার সুযোগ পাননি ইউসুফ। হয়ত আগামী ম্যাচে সুযোগ পাবেন ভারতের সাবেক এই হার্ড হিটার ব্যাটার।

  • রিতেন্দ্র সিং সোদি 

২০১৮ সালে আবুধাবি টি-টেন লিগে খেলেছিলেন ভারত জাতীয় দলের সাবেক অলরাউন্ডার রিতেন্দ্র সিং সোদি। ভারতের হয়ে ১৮টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করা সোদি টি-টেন লিগে খেলেছিলেন কেরালা নাইটসের হয়ে। তিনি তিন ম্যাচের মধ্যে একটি করে ম্যাচে পেয়েছিলেন বোলিং ও ব্যাটিং করবার সুযোগ। তবে উভয়স্থানে প্রাপ্তির খাতায় নেই বলবার মতো কিছুই।

  • প্রবীন তাম্বে 

প্রবীন তাম্বে একমাত্র বোলার হিসেবে টি-টেন লিগে পাঁচ উইকেট নেওয়া রেকর্ডের অধিরকারী। ২০১৮ সালে প্রথমবারের মতো টি-টেন লিগে অংশ নিয়ে এই লেগ স্পিনার সিন্ধিসের হয়ে কেরালা নাইটসে বিপক্ষে গড়েছিলেন সেই অনন্য কীর্তি। এবারের মৌসুমেও তিনি অংশ নিয়েছেন টি-টেন লিগে। তবে এবার তিনি রয়েছেন মারাঠা অ্যারাবিয়ান্সের ডেরায়।

  • জহির খান 

দিল্লি বুলসের হয়ে ২০১৯ আসরে খেলেছিলেন ভারতীয় পেস আক্রমণের একসময়ের কান্ডারী জহির খান। এর আগের মৌসুমে খেলেছিলেন বেঙ্গল টাইগার্সের হয়ে। দুই মৌসুমে মোট ছয় ম্যাচ খেলে এই সাবেক এই তারকা পেসারের সংগ্রহে আছে চার উইকেট।

  • রুদ্র প্রতাপ সিং 

২০১৮ দ্বিতীয় আসরে রুদ্র প্রতাপ সিং ছিলেন পাখতুনস শিবিরে। সেবারের রানার্সআপ দলের হয়ে রুদ্র প্রতাপ খেলেছিলেন পাঁচ ম্যাচ। ৯৯ রানের বিপরীতে এই পেস বোলার উইকেট নিয়েছিলেন তিনটি।

  • মুনাফ প্যাটেল 

বোলারদের মধ্যে মুনাফ প্যাটেল অত্যন্ত সফল একজন খেলোয়াড় টি-টেন লিগ বিবেচনায়। তিনি ২০১৮ সালে রাজপুতসদের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন আবুধাবি টি-টেন লিগের দ্বিতীয় আসরে। সেই আসরে তিনি চার ইনিংসে বল করে উইকেট নিয়েছিলেন তিনি। এবারের মৌসুমেও খেলছেন তিনি টি-টেন লিগ। চেন্নাই ব্রেভার্সের হয়ে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে  দুইটি উইকেট শিকারে সমর্থ হয়েছেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...