লিভারপুল কিনে নিচ্ছেন আম্বানি!

মুকেশ আম্বানি ভারতের শীর্ষ ধনী ব্যক্তি। সাথে সাথে ফোর্বস ম্যাগাজিনের মতে, বিশ্বের অষ্টম বৃহৎ ধনী ব্যক্তি ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের মালিকানা নিতে সম্প্রতি ইচ্ছা প্রকাশ করেছেন। ফোর্বসের মতে, আম্বানির বর্তমান মোট সম্পত্তির পরিমান প্রায় ৯০ বিলিয়ন ডলার।

ইংলিশ গণমাধ্যম দ্য মিরর জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী ক্লাব লিভারপুলকে কেনার জন্য ভারতীয় ধনকুবের রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি আগ্রহ দেখিয়েছেন। ইতোমধ্যেই আম্বানি লিভারপুলকে কিনতে খোজখবর নিয়েছেনও বলে জানায় গণমাধ্যমটি।

মুকেশ আম্বানি ভারতের শীর্ষ ধনী ব্যক্তি। সাথে সাথে ফোর্বস ম্যাগাজিনের মতে, বিশ্বের অষ্টম বৃহৎ ধনী ব্যক্তি ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের মালিকানা নিতে সম্প্রতি ইচ্ছা প্রকাশ করেছেন। ফোর্বসের মতে আম্বানির বর্তমান মোট সম্পত্তির পরিমান প্রায় ৯০ বিলিয়ন ডলার।

কিন্তু, লিভারপুলকে কেনার দৌড়ে আম্বানি একাই নন। বরং তাকে তার বিভিন্ন  আরব এবং আমেরিকার  প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়তে হবে। কেননা আরব এবং আমেরিকার বেশ কিছু ধনকুবেররাও রয়েছেন লিভারপুলকে কেনার এই প্রতিযোগিতায়।

লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপকে বেশ কিছু লোভনীয় প্রস্তাব ইতোমধ্যেই দেয়া হয়েছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এটাও নিশ্চিত হওয়া গিয়েছে যে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ মোটামুটি ৪ বিলিয়ন ডলারে লিভারপুলকে বিক্রি করতে ইচ্ছুক।

কিন্তু ৯০ বিলিয়ন ডলারের মালিক মুকেশ আম্বানিকে এই দাম পিছু ফেরাতে পারবে না বলে মনে করছে দ্য মিরর। কেননা আম্বানি নিজেই খেলাধুলার অনেক বড় ভক্ত। ইতোমধ্যে আম্বানির রিলায়েন্স গ্রুপ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের কর্ণধার। মুম্বাই ইন্ডিয়ানস বিশ্বের মধ্যে অন্যতম ধনী ক্রিকেট দল।

শুধুমাত্র ভারতেই না সম্প্রতি আম্বানির রিলায়েন্স গ্রুপ দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া তাদের টি-টোয়েন্টি লিগেও দলের মালিকানা কিনেছে। এছাড়া আম্বানি এক রকম নিজ উদ্যোগেই ভারতে সুপার লিগ ফুটবল শুরু করেছে। এসব কিছুতেই স্পষ্টত বোঝা যাচ্ছে খেলাধুলার প্রতি আম্বানির অনুরাগ অনেক বেশি। সেই অনুরাগ ভালবাসা থেকেই হয়ত এবার প্রিমিয়ার লীগে নিজের পদচিহ্ন ফেলতে চাইছেন আম্বানি।

তাছাড়াও ফেনওয়ে স্পোর্টস গ্রুপ সাম্প্রতিক সময়ে লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপকে দল গোছানোর কাজে সেভাবে সাহায্যও করতে পারে নি। ফলে দলের ফ্যানবেজের মধ্যে এক ধরণের অসন্তোষও বিদ্যমান রয়েছে। তাই বর্তমান মালিকানা যদি পরিবর্তন ও হয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না।

লিভারপুলের মালিকানা কেনার জন্য আম্বানীর পাশাপাশি দুবাই, বাহরাইন এবং আমেরিকার এরকম আগ্রহ দেখে ফেনওয়ে স্পোর্টস গ্রুপের সহ প্রতিষ্ঠাতা জন ডব্লুউ হেনরি এবং তার সহকারীদের বেশ খুশিই হওয়ার কথা। তবে তারা এখনো পুরো অবস্থাকে খুব সতর্কতার সাথে পরীক্ষা করে দেখতে চাইছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...