মাশরাফি, তুমি কার?

তরুণদের সাথে কতটা তাল মেলাতে পারেন নড়াইল এক্সপ্রেস সে নিয়ে প্রশ্ন থাকছেই। যদিও, ফিটনেস নিয়েও যথেষ্ট কাজ করেছেন। তিনি ১০ কেজি ওজন কমিয়েছেন। সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখা গেছে চলতি বছরের ছয় মার্চ, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে। বোঝাই যাচ্ছে, আট মাসের বিরতিটা কাজে লাগিয়েছেন সাবেক এই অধিনায়ক।

অনুশীলনে ফিরেছেন তিনি। ক’দিন হল, বোর্ডের অনুমতি সাপেক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। এখানেই শেষ নয়, গুঞ্জন আছে তিনি চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেই মাঠে নামবেন।

আসলে ঠিক গুঞ্জন নয়, মাশরাফি চলতি আসরেই মাঠে নেমে যাওয়া এক রকম চূড়ান্ত। জেমকন খুলনা মাশরাফিকে দলে রাখতে আনুষ্ঠানিক ভাবে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নিয়ম বলে, কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লেই কেবল বদলী হিসেবে কাউকে দলে রাখা যাবে। তবে, মাশরাফির ক্ষেত্রে সেই নিয়মটা শিথিল করবে বিসিবি।

মাশরাফি খুলনা দলে থাকলে দলটা আরো বেশি তারকাবহুল হয়ে উঠবে। আগে থেকেই দলে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

মাশরাফিকে পাওয়ার লড়াইয়ে আরো দু’টে দলও আছে। তারা হল গাজী গ্রুপ চট্টগ্রাম ও ফরচুন বরিশাল। যদিও, তাদের কেউ আনুষ্ঠানিক ভাবে বিসিবির কাছে আবেদন করেছে কি না – জানা যায়নি!

টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত দলগুলোর একটি হল চট্টগ্রাম। এমনিতে চট্টগ্রামের পেস লাইন আপ বেশ সমৃদ্ধ। মুস্তাফিজুর রহমানের সাথে তাল মিলিয়ে মুগ্ধ করে চলেছেন শরিফুল। দু’জনই জেনুইন পেসার। প্রয়োজনে বল হাতে নিতে পারেন সৌম্য সরকারও।

আছেন পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানও। তাদের সাথেই জুটিবদ্ধ হতে পারেন মাশরাফি বিন মুর্তজা। দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। মাশরাফি-সালাহউদ্দিন জুটি এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শিরোপা জিতেছে।

আলোচনায় থাকা অপর দল হল ফরচুন বরিশাল। দলের অধিনায়ক তামিম ইকবাল। তামিমের পুরো ক্যারিয়ার জুড়েই মাশরাফির বিস্তর প্রভাব। মাশরাফি ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পরই তার জায়গায় অধিনায়ক করা হয় তামিম ইকবালকে।

তবে, তরুণদের সাথে কতটা তাল মেলাতে পারেন নড়াইল এক্সপ্রেস সে নিয়ে প্রশ্ন থাকছেই। যদিও, ফিটনেস নিয়েও যথেষ্ট কাজ করেছেন। তিনি ১০ কেজি ওজন কমিয়েছেন। সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখা গেছে চলতি বছরের ছয় মার্চ, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে। বোঝাই যাচ্ছে, আট মাসের বিরতিটা কাজে লাগিয়েছেন সাবেক এই অধিনায়ক।

এবার নিজেকে মেলে ধরার অপেক্ষা। মাশরাফি ২০০১ সাল থেকে শুরু করে ২০ বছর ধরে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। লম্বা এই ক্যারিয়ারে ইনজুরি নিয়ে বাদ পড়েছেন – এমন ঘটনা ঘটেছে অসংখ্যবার। এবার আবারো সকল সংশয় কাটিয়ে ফিরে আসার অপেক্ষায় আছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...