তিমির চেড়া নওয়াজ

টি-টোয়েন্টিতে পাকিস্তান মিডল অর্ডার ব্যাটিংয়ের সমস্যার ভুগছে বহু দিন ধরেই। এরই প্রেক্ষিতে, নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজে নতুন কৌশলে ব্যাটিং লাইনে পরিবর্তন করেছে তাদের ম্যানেজমেন্ট। নতুন কৌশলে তাদের মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হচ্ছে। এই নীতি কাজও করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ নওয়াজের ম্যাচ জেতানো ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান সমর্থকরা। নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে মোহাম্মদ নওয়াজের ২০ বলে ৫ চার ও এক ছয়ে ৪৫ রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। ম্যাচ শেষে ফেসবুক-টুইটারে নওয়াজকে নিয়ে সমর্থকদের প্রশংসার বান বয়ে যাচ্ছে।

টি-টোয়েন্টিতে পাকিস্তান মিডল অর্ডার ব্যাটিংয়ের সমস্যার ভুগছে বহু দিন ধরেই। এরই প্রেক্ষিতে, নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজে নতুন কৌশলে ব্যাটিং লাইনে পরিবর্তন করেছে তাদের ম্যানেজমেন্ট। নতুন কৌশলে তাদের মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হচ্ছে। এই নীতি কাজও করছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে শাদাব খান সুযোগ পেয়েও ঝড়ো ৩৪ রানের ইনিংসে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোহাম্মদ নওয়াজ সুযোগ পেয়েই বাংলাদেশের বিপক্ষে ২০ বলে ৪৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। সমর্থকরাও এমন পারফরম্যান্সে দারুন খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেদের উল্লাস প্রকাশ করতে ভুলছেন না পাকিস্তানের সমর্থকরা। 

পাকিস্তানের সমর্থকদের উল্লাসের সাথে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ইয়ান বিশপও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি টুইট করেছেন, ‘মনে হচ্ছে মোহাম্মদ নওয়াজ সময়োপযোগী দারুণ আক্রমণাত্মক ইনিংস খেলেছে।’

বিশপের মত কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে এমন অভিবাদন আদায় করে নেওয়াটাও চাট্টিখানি কথা নয়। তবে শত হতাশার মাঝে নওয়াজ সেটা করেছেন। স্বস্তির নি:শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন পাকিস্তানের সমর্থকদের। 

সামনে বিশ্বকাপ তার ঠিক আগেই যদি দলের সকল সমস্যা সমাধান হয়ে যায় এতেই খুশি সমর্থকেরা। নওয়াজ, শাদাবরা যদি এভাবে পারফর্ম করতে থাকেন তাহলে গতবারের আক্ষেপ ভুলে নতুন স্বপ্ন দেখতেই পারে পাকিস্তানের ভক্ত-সমর্থকেরা। আর পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের নতুন করে স্বপ্ন বুনতেই উদ্বুদ্ধ করছেন নওয়াজ কিংবা শাদাব খান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...