প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে অন্যায় করলেন মুনিম

বাউন্ডারি আর ওভার বাউন্ডারি নেওয়া ৩৪ রান এসেছিল মাত্র ৮ বল থেকেই। বাকি ৩৯ বলে তিনি করেছেন মোটে ১৮ রান! 'সেলফিশ' বললেও হয়ত তাকে কম বলা হয়ে যায়।

প্রায় বছর খানেক পর পেশাদার ক্রিকেটে ফিরলেন মুনিম শাহরিয়ার। আবারও বাইশ গজে নেমেই হাঁকালেন ফিফটি। ৪৭ বলে সাত চার আর এক ছয়ে করলেন ৫২ রান। প্রত্যাবর্তনের ম্যাচে তিনি যা করলেন, টি-টোয়েন্টি ক্রিকেট বিবেচনায় তা রীতিমত অন্যায়।

সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বছর দুয়েক আগে। এজন্যই বোধহয় এই ফরম্যাটের ধরণটা ভুলতে বসেছেন তিনি। ব্যাটিং বান্ধব উইকেটে যেখানে ব্যাট হাতে ঝড় তুলেছেন লিটন দাস, সাব্বির রহমানরা সেখানে মুনিম যে বড্ড সেকেলে ধারার ব্যাটিং করলেন।

অনেক দিন পরে ফিরেছেন, আত্নবিশ্বাস জোগাতে একটু সময় দরকার। সবই মেনে নেওয়া যায়, তবে মাত্র ২০ ওভারের খেলায় একাই প্রায় আট ওভার খেলে মোটে ৫২ রান! চার ছক্কার খেলা টি-টোয়েন্টিতে এটা কোন যুক্তি-তর্কেই যুক্তিযুক্ত প্রমাণের উপায় নেই।

 

 

তার উপরে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে ৩৪ রান এসেছিল মাত্র ৮ বল থেকেই। বাকি ৩৯ বলে তিনি করেছেন মোটে ১৮ রান! ‘সেলফিশ’ বললেও হয়ত কম বলা হয়। স্রেফ নিজের আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্যে এমন ইনিংসে দলের ক্ষতি করার কোন মানে নেই। যেখানে খোদ ঢাকা ক্যাপিটালসই রয়েছে খাদের কিনারায়।

হাতে নয় উইকেট থাকার পরও তার এই ম্যারাথন ইনিংস ঢাকা ক্যাপিটালসকে পিছিয়ে দিয়েছে আরও। এমনিতেই পাঁচ ম্যাচের সবগুলোতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে আছে দলটি।

মুনিম শাহরিয়ার হয়ত তাই এমন ফিফটি করে প্রত্যার্বতন থেকে নিজের পতনের অনিশ্চিত আশঙ্কার দিকেই আরেক পা বাড়ালেন। এখন দেখবার বিষয়, আরেকটি সুযোগ পেলে নিজের ভাগ্য বদলে প্রয়াশ যথাযথভাবে চালাতে পারেন কি-না।

Share via
Copy link