এবার নান্নুর জেতার আশা

আশা করছি নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলব। নিউজিল্যান্ডে আগে কখনো না জিতলেও এবার অবশ্যই জেতা সম্ভব। এবার অভিজ্ঞ এক দল যাচ্ছে। করোনার কারণে এক বছর বিরতির পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছি। এজন্য আত্মবিশ্বাসী।

নিউজিল্যান্ডের মাটিতে প্রায় সব দেশেরই রেকর্ড খারাপ। বাংলাদেশের রেকর্ড ভয়াবহ। এই দেশটিতে বাংলাদেশ কখনো জয় পায়নি। প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আশা করছেন, এবার অন্তত সেখান থেকে জয় নিয়ে ফিরতে পারবে দল।

চলতি মাসের শেষের দিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ডে গিয়ে কঠোর প্রটোকল মেনে চলতে হবে বাংলাদেশকে। কেউ চোটে পড়লে দেশ থেকে তাঁর পরিবর্তে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ পাবেনা সফরকারীরা। কক্সবাজারে লিজেন্ড চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে এসে সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন করোনার কারণেই স্কোয়াড বড় করা হয়েছে।

তিনি বলেন, ‘করোনার জন্য একটু বড় স্কোয়াড দিতে হয়। ওখানে কোয়ারেন্টিন শেষ করে ক্যাম্প যখন শুরু হবে তখন সব খেলোয়াড়ের ফিট থাকার ব্যাপার আছে, এজন্য স্কোয়াড বড় করেছি। কেউ যদি ইঞ্জুরড হয়, বা কারও কোনো সমস্যা হলে নতুন করে কাউকে ঐসময় নেওয়া কঠিন। ওরা যে সিস্টেম করেছে তাতে কেউ আসতে পারবে না যেতে পারবে না। এখন যারা একসাথে যাবে তাদের একসাথেই আসতে হবে।’

শুধু করোনার কারণেই স্কোয়াড বড় করা হয়নি। স্কোয়াড বড় করতে নির্বাচকদের ভাবনায় ছিলো তিন ফরম্যাটের জন্য পুল বড় করাও। নান্নু বলেন, ‘আমরা পুল বড় করতে চাই। তিন ফরম্যাটেই অনেক খেলা আছে। এজন্য স্কোয়াড বড় করা। যেহেতু ঘরোয়া ক্রিকেট পুরোপুরি শুরু করতে পারিনি।

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে স্কোয়াডে ছিলেন তাইজুল ইসলাম। তবে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ খেললেও আসন্ন নিউজিল্যান্ড সফরে জায়গা হারিয়েছেন এই স্পিনার।

প্রধান নির্বাচক জানিয়েছেন তাইজুলকে টেস্টে বেশী খেলানোর চিন্তা থেকেই বাদ দেওয়া হয়েছে ওয়ানডে থেকে। আর নাসুমকে স্কোয়াডে রাখা হয়েছে টি-টোয়েন্টি বিবেচোনায় এবং মোসাদ্দেক হোসেন সৈকত জায়গা পেয়েছেন ব্যাকআপ ক্রিকেটার হিসাবে।

এ প্রসঙ্গে নান্নুর ভাষ্য, ‘টেস্ট ক্রিকেটে এখন তাইজুলকে বেশি খেলানোর চিন্তাভাবনা করছি। নাসুমকে তো টি-টোয়েন্টি ফরম্যাটের ভাবনায় রেখেছি। ঘরোয়াতেও ওর পারফরম্যান্স যথেষ্ট ভালো। আশা করছি আন্তর্জাতিক অঙ্গনে নাসুম নিজেকে মেলে ধরতে পারবে। সৈকতকে নেওয়া হয়েছে ব্যাকআপ খেলোয়াড় হিসেবে। যেহেতু ব্যাটিং বোলিং পারে, অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে ভালো অবস্থানে থাকে, খেলাবে।’

দলের সেরা তারকা সাকিব আল হাসান না থাকলেও নিউজিল্যান্ড সিরিজে ভালো করতে আশাবাদী প্রধান নির্বাচক। এবারের অভিজ্ঞ দল নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় পেতেও আত্ববিশ্বাসী মিনহাজুল আবেদিন নান্নু।

প্রধান নির্বাচক বলেন, ‘আশা করছি নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলব। নিউজিল্যান্ডে আগে কখনো না জিতলেও এবার অবশ্যই জেতা সম্ভব। এবার অভিজ্ঞ এক দল যাচ্ছে। করোনার কারণে এক বছর বিরতির পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছি। এজন্য আত্মবিশ্বাসী। আশা করি ইনশাআল্লাহ উন্নতির ধারা ঠিক থাকলে ভালো ফল দেখব।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...