ক্যাচ মিসের জন্য দায়ী পরিস্কার আকাশ!

আজ দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ জানিয়েছেন কন্ডিশনের কারণে এরকম বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সিরিজ শুরুর প্রায় এক মাস আগে নিউজিল্যান্ডে গিয়েছিলো বাংলাদেশ।

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াটওয়াশ হয়ে আজ দেশে ফিরেছে বিপর্যস্ত বাংলাদেশ দল। মূলত ফিল্ডিং মিস ও ক্যাচ মিসের কারণে কোন ম্যাচেই নূন্যতম প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি বাংলাদেশ। প্রতি ম্যাচেই দৃষ্টিকটু ভুল করে একাধিক ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা।

শুধু ফিল্ডিং মিসই নয়; প্রতি ম্যাচে ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরাও। বোলাররা মোটামুটি ভালো করলেও গুরুত্বপূর্ণ সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। সিরিজ শেষে টি-টোয়েন্টি অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছিলেন তিন বিভাগে এক সাথে ভালো না করার কারণে হেরেছে বাংলাদেশ।

তবে আজ দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গনমাধ্যমের মুখোমুখি হয়ে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ জানিয়েছেন কন্ডিশনের কারণে এরকম বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সিরিজ শুরুর প্রায় এক মাস আগে নিউজিল্যান্ডে গিয়েছিলো বাংলাদেশ।

যদিও ১৪ দিনই কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। কোয়ারেন্টাইনের শেষের কয়েক দিন গ্রুপ করে অনুশীলন করার পর সিরিজ শুরুর আগে পাঁচ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ। এরপরেও নাসুম মনে করেন আরো কিছু দিন আগে নিউজিল্যান্ডে গিয়ে ক্যাম্প করতে পারলে দলের জন্য ভালো হতো।

তিনি বলেন, ‘দেড়-দুই মাস ওখানে থাকলে আমাদেরও ফিল্ডিংয়ে উন্নতি হইতো। কারণ প্রথমত ওখানকার আকাশ অনেক পরিস্কার। আর দ্বিতীয়ত ওখানে আবহাওয়া আমাদের আবহাওয়ার মতো না। পুরোপুরি আলাদা। আমাদের একটু সময় লাগতো। হয়তো যদি ১৫ দিন বা আরেকটু বেশি সময় ক্যাম্প করতে পারতাম, তাহলে আরেকটু ভালো হতো। কন্ডিশনে একটু সমস্যা ছিল।’

দেশের মাটিতে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করা যে কোন সফরকারী দলের জন্যই কঠিন। উপমহাদেশের উইকেটের থেকে নিউজিল্যান্ডের উইকেট গুলো একটু বেশি বাউন্সিং; এবং মাঠে থাকে প্রচণ্ড বাতাস। বাতাসের সাথে অভ্যস্ততা না থাকার কারণে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে সমস্য হয় সফরকারী দল গুলোর। নাসুম নিজেদের পিছিয়ে রেখেছেন এখানেও।

এই স্পিনার বলেন, ‘আমার মনে হয় আমরা উইকেটের দিক দিয়ে একটু পিছিয়ে আছি। কারণ আমাদের দেশের উইকেট আর ওখানকার উইকেট তো পুরোপুরি আলাদা। এদিক দিয়ে একটু পিছিয়ে আছি।’

ওয়ানডে সিরিজে সুযোগ না হলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব গুলো ম্যাচই খেলেছেন নাসুম আহমেদ। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশি বোলারদের ভিতর সবচেয়ে ভালো ইকোনমি রেট ছিলো তাঁর। এছাড়া ৩ ম্যাচে শিকার করেছেন ২ উইকেট। কিন্তু দল হারাতে নাসিমের কন্ঠে ছিলো শুধুই হতাশা।

তিনি বলেন ‘আমি চেষ্টা করছি নিজের মতো। যেহেতু পেশাদার ক্রিকেটার, সব জায়গায় সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে। ব্যর্থতা বলতে… সত্য কথা বললে আমাদের দ্বারা হয়নি। আমরা যে খারাপ খেলছি বা… আমাদের দ্বারা হয়নি, এই আর কি। এর চেয়ে বেশি কিছু না।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...