Social Media

Light
Dark

শাকিরার সাথে বিচ্ছেদের কারণ প্রকাশ্যে আনলেন পিকে

বেশ আলোচিত তারকা জুটি ছিলেন তারা। তবে ক্যারিয়ারের সুসময় যেমন পেছনে ফেলে এসেছেন জেরার্দ পিকে ঠিক তেমনি যেমন ব্যক্তিগত জীবনেও যাচ্ছিল দুঃসময়। পিকের সাথে গত বছরই সম্পর্ক ছিন্ন করেছিলেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা।

অভিযোগ এনেছিলেন বহুগামিতার। তাদের সম্পর্ক ভাঙার পরই আলোচনায় ছিলেন ক্লারা চিয়া মার্তি। এই নারীকে ঘিরেই সম্পর্ক ভাঙে পিকে শাকিরার। বিচ্ছেদের বেশ অনেকদিন পর সেই নারীর সাথে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পিকে।

স্পেনের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবী করছে, নতুন প্রেমিকাকে ভাল লাগছিল না পিকের। তিনি আবার শাকিরার কাছেই ফিরতে চেয়েছিলেন। কিন্তু শাকিরা এতে রাজি হননি। তাই তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। এতদিন তাই ক্লারার সাথে সম্পর্কের কথা গোপন রেখেছিলেন পিকে।

এর আগেও বেশ কয়েকবার পিকের বিভিন্ন নারীর সাথে সম্পর্ক নিয়ে ঝামেলা বাঁধে এই জুটির। কিন্তু সেগুলো ক্ষমা করে দিয়েছিলেন শাকিরা। শেষ অবদি বিচ্ছেদের কারণ হিসেবে দাঁড়ায় ক্লারা চিয়া মার্তির সাথে পিকের সম্পর্ক।

এই সম্পর্ক কোনো ভাবেই মেনে নেননি শাকিরা।প্রায় এক যুগের সম্পর্কের ইতি ঘটে তাই। বিচ্ছেদের পর আরো বেড়েছে তিক্ততা। কদিন আগেই শাকিরার নতুন গানে পিকেকে কটাক্ষ করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। সে গানের লাইনে বলা হয়েছে, টুইঙ্গো গাড়ি (স্বল্প দামের গাড়ি) কেনার ক্ষমতা যার, সে আবার ফেরারি (বিলাসবহুল গাড়ি) কিনতে এসেছে।’

পিকে-শাকিরা জুটির রয়েছে দুটি সন্তান। ২০১১ সালে সম্পর্কে জড়ানোর পর এক যুগের সম্পর্কের ইতি টানেন দুজন। বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখা যেতে থাকে পিকে ও ক্লারাকে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দেননি পিকে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ক্লারার সাথে নিজের প্রথম ছবি দিয়ে সম্পর্ক প্রকাশ্যে আনলেন পিকে। একটি অন্তরঙ্গ ছবি দিয়ে ভূমিকায় কিছু লেখেননি পিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link