রোহিত বিরাটের মত নয়

কোহলি মানসিকভাবে অনেক দৃঢ়, সব ফরম্যাটে অধিনায়কত্ব করা এতটা সোজা নয়। আর সে ৫ টা বছর ভারতকে সব ফরম্যাটে টেনে নিয়ে গেছে। কিন্তু রোহিত দলকে এক বছর টানতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। এমনকি সে টসের সময় ভুলেই যাচ্ছে কী সিদ্ধান্ত নিবে।

নিউজিল্যান্ডকে নিজেদের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে ভারত। আর এতেই ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে রোহিত শর্মার দল। ইন্দোরে হওয়া সিরিজের শেষ ম্যাচ রোহিত শর্মা নিজেও একটি সেঞ্চুরি পেয়েছেন। উদ্বোধনী জুটিতে তাঁর আর শুভমান গিলের ২১২ রানের জুটিই ভারতকে মূলত ম্যাচের শক্ত ভিত্তি এনে দেয়।

কিউইরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচটা হেরে যায় ৯০ রানে। এ হারের ফলে ওয়ানডে র‍্যাংকিং-এ তিন থেকে চারে নেমে গিয়েছে কেন উইলিয়ামসনের দল।

কিউদের বিপক্ষে একপেশে এক সিরিজ। তারপরও অধিনায়ক রোহিত শর্মার যেন রেহাই নেই। গত বছরে এশিয়া কাপ আর টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের ভরা ডুবির তীক্ষ্ণ সমালোচনার মুখে পড়ে যান রোহিত।

বিরাট কোহলি, রোহিত- দুজনকেই আপাতত বাদ দিয়ে অবশ্য টি-টোয়েন্টি দল সাজাচ্ছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এ দুই তারকা ছিলেন অনুপস্থিত। একই ভাবে নিউজিল্যান্ডের বিপক্ষেও দলে নেই রোহিত। তাঁর পরিবর্তে এ ফরম্যাটে অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া।

রোহিতের মতই সাম্প্রতিক বেশ সমালোচিত পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ঘরের মাটিতে খেলা শেষ ৮ টেস্টের ৪ টিতেই হেরেছে তাঁর দল। একই সাথে কিউইদের বিপক্ষে সিরিজ হারের পর অধিনায়কত্ব নিয়ে আবারো তোপের মুখে পড়েন বাবর। তবে এমন মুহূর্তে বাবর পাশেই পাচ্ছেন সাবেক উইকেট রক্ষক ব্যাটার কামরান আকমালকে। তিনি মনে করেন, এখন আর অধিনায়ক পরিবর্তনের সুযোগ নেই।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি কখনোই তিন ফরম্যাটের জন্য তিন অধিনায়ক ব্যাপারটাকে সমর্থন করি না। একটা দলে দুই জন অধিনায়ক থাকতে পারে। তবে পাকিস্তানের এখন অধিনায়ক পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। কারণ সামনেই ওয়ানডে বিশ্বকাপ। পরিবর্তন করতে হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই করতে হতো। এখন আর সেই সময় নেই। নতুন কাউকে অধিনায়কের আসনে বসানো বড্ড ভুল হবে। কারণ বিশ্বকাপের আগে অধিনায়কত্বে অভ্যস্ত, অভিজ্ঞতা আছে এমন একজনকে লাগবে।’

বর্তমান ক্রিকেটে এক অধিনায়ক দিয়ে তিন ফরম্যাটের নেতৃত্ব চালানোটা অনেকটা বোঝার মত মন্তব্য করে কামরান আকমল এরপর রোহিত আর বিরাটের কথা টেনে আনেন।

তিনি বলেন, ‘কোহলি মানসিকভাবে অনেক দৃঢ়, সব ফরম্যাটে অধিনায়কত্ব করা এতটা সোজা নয়। আর সে ৫ টা বছর ভারতকে সব ফরম্যাটে টেনে নিয়ে গেছে। কিন্তু রোহিত দলকে এক বছর টানতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। এমনকি সে টসের সময় ভুলেই যাচ্ছে কী সিদ্ধান্ত নিবে।’

ইন্দোরের ওয়ানডে ম্যাচে কিউইদের বিপক্ষে টসের সময় রোহিত হঠাতই ভুলে যান সে বল না ব্যাট করার সিদ্ধান্ত নিবে। কামরান আকমল ঠিক এই মুহূর্তের কথা টেনে আনেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেললেও আগামী মাস থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দলকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...