More

Social Media

Light
Dark

রোহিতের রিভিউ হারের উৎসব

কানপুর টেস্টে যেন তিনি খেই হারিয়ে ফেলেছেন। উইকেটের নেশায় ভুল সিধান্ত নিচ্ছে বেশ ভাবনা-চিন্তা করে।

অভিজ্ঞ রোহিত শর্মা হারলেন দু’টো রিভিউ। কানপুর টেস্টে যেন তিনি খেই হারিয়ে ফেলেছেন। উইকেটের নেশায় ভুল সিধান্ত নিচ্ছে বেশ ভাবনা-চিন্তা করে। অভিজ্ঞ রোহিতের কাছ থেকে এমন সিদ্ধান্ত নিশ্চয়ই প্রত্যাশা করে না গোটা ভারত দল।

মুমিনুল হকের বিরুদ্ধে আকাশ দীপ ছোড়েন বল। সেই বল লাগে মুমিনুলের প্যাডে। বেশ জোড়ালো দাবি জানান আকাশ। প্রায় চিৎকার করে গলা ফাটিয়ে ফেলার মত অবস্থা। তবে আম্পায়ার তাতে সাড়া দিলেন না। রোহিত চ্যালেঞ্জ জানালেন আম্পায়ারের সিদ্ধান্তকে।

তৃতীয় আম্পায়ার দেখিয়ে দিলেন বল পিচ করেছিল লেগ স্ট্যাম্পের বাইরে। ব্যাস, তাতে করে ভারত হারিয়ে ফেলে নিজেদের দ্বিতীয় রিভিউ। এর আগেও প্রায় একইরকম ভুল সিদ্ধান্ত নেন রোহিত। দিনের প্রথম সেশনের মধ্যভাগে মোহাম্মদ সিরাজ তখন বোলিং প্রান্তে। নাজমুল হোসেন শান্তর প্যাডে আঘাত করে বল।

সিরাজ ও পান্ত মিলে রোহিতকে রাজি করান। তখনও প্রায় একইরকম ফলাফল আসে। আউট সাউড লেগ স্ট্যাম্পে পিচ করে বলটি। সেখানেও রোহিত ব্যর্থ হন। মাঝে অবশ্য একবার আম্পায়ার্স কলের জন্যে একটি রিভিউ বেঁচে যায় ভারতের। নতুবা সেটিও হাতছাড়া হয়ে যেতে পারত।

রোহিত শর্মার অভিজ্ঞতার ফিরিস্তি নতুন করে দেওয়ার কিছু নেই। তাছাড়া বোলারদের আবেদনকে অগ্রাহ্য করবারও উপায় নেই। সাধারণত এলবিডব্লিউ-এর ক্ষেত্রে বোলাররা আত্মবিশ্বাস দেখিয়ে থাকেন বেশি। আর অধিনায়ক হিসেবে সেই আত্মবিশ্বাসের সম্মান দেখাতে হয় রোহিতদের।

তবুও কোন কোন ক্ষেত্রে বোলারদের নিরুৎসাহিত করা প্রয়োজন। তাদের সকল আবেদনের জন্যে রিভিউ নেওয়ার আবদারকে অগ্রাধিকার দিলে আখেরে রিভিউ হারের মত দশাই হবে প্রতিবার। রোহিতের কাছ থেকে নিশ্চয়ই এমনটি কাম্য নয়।

Share via
Copy link