ওয়ানডে বর্ষসেরার মনোনয়ন সাকিবের

বছরটা ভালো যায়নি বাংলাদেশ ক্রিকেটের জন্য। তবে বছরের শেষে ঠিকই আনন্দের খবর এনে দিলেন সাকিব আল হাসান। দলের ব্যর্থতার বছরেও নিজে ঠিকই সেরাটা দিয়ে গিয়েছেন সাকিব। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে কাটিয়েছেন দারুন এক সময়। ফলে ২০২১ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব।

বছরটা ভালো যায়নি বাংলাদেশ ক্রিকেটের জন্য। তবে বছরের শেষে ঠিকই আনন্দের খবর এনে দিলেন সাকিব আল হাসান। দলের ব্যর্থতার বছরেও নিজে ঠিকই সেরাটা দিয়ে গিয়েছেন সাকিব। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে কাটিয়েছেন দারুন এক সময়। ফলে ২০২১ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব।

বছরটা সাকিব শুরু করেছিলেন নিষেধাজ্ঞা থেকে ফিরে। ২০১৯ নবিশ্বকাপে যেভাবে শেষ করেছিলেন এবছর যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন। ব্যাট, বল দুই ডিপার্টমেন্টেই দারুণ ছন্দে সাকিব। এবছর ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে ৩৯.৫৭ গড়ে করেছেন ২৭৭ রান। সেঞ্চুরির দেখা না পেলেও ছিল, দুটি হাফ সেঞ্চুরি। এছাড়া বল হাতে মাত্র ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট।

যদিও ব্যাট হাতে বছরের শুরুর দিকে একটু ভুগছিলেন। তবে সেখান থেকে ফিরে এসেছেন যেভাবে সাকিব সবসময়ই আসেন। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে হারতে থাকা দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের বন্দরে। এছাড়া ওই সিরিজে মোট ১৪৫ রান করেছিলেন সাকিব। এছাড়া বল হাতেও নিয়েছিলেন ৮ উইকেট।

এছাড়া এবছর বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন আরো তিনজন ক্রিকেটার। তাঁদের তিনজনই হচ্ছেন ব্যাটসম্যান। তাঁরা হচ্ছেন বাবর আজম, জেনম্যান মালান ও পল স্টার্লিং। পাকিস্তানের অধিনায়ক বাবর আজক ব্যাট হাতে কাটাচ্ছেন স্বপ্নের মত সময়। সবাইকে টপকে আইসিসি র‍্যাংকিং এরও এক নম্বরেও উঠে এসেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এবছর বাবর আজম রান করেছেন ৬৭.৫০ গড়ে। দুই সেঞ্চুরি সহ তাঁর ঝুলিতে আছে ৪০৫ রান।

ওদিকে আয়ারল্যান্ডের ব্যাটসম্যন পল স্টার্লিং ও আন্তর্জাতিক ক্রিকেটেও পার করেছেন দারুণ সময়। ১৪ ওয়ানডে ম্যাচে রান করেছেন প্রায় ৮০ গড়ে। তাঁর ব্যাট থেকে তিন সেঞ্চুরিসহ এবছর এসেছে ৭০৫ রান। আর জেনম্যান মালান দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ৮ ম্যাচ। ৮৪.৮৩ ব্যাটিং গড়ে করেছেন ৫০৯ রান। ব্যাট হাতে দুটি সেঞ্চুরিও করেছেন এই ব্যাটার।

যদিও এবছরে বেশি আগ্রহ থাকবে বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের দিকে। কারণ, এবছরই অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে ফাইনালে অস্ট্রেলিয়া প্রথমবারের মত জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরৈাপা, কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড দলকে হারিয়ে।

টি-টোয়েন্টি বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়নের তালিকায় আছেন চারজন। তাঁরা হলেন – অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা মিশেল মার্শ, ইংল্যান্ডের ব্যাটিং দানব জশ বাটলার, শ্রীলঙ্কার লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

২০২১ সালেই অনুষ্ঠিত হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসের পাতায় নিজেদের নাম তুলেছে নিউজিল্যান্ড দল। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত কোনো আইসিসি ট্রফি জিতলো নিউজিল্যান্ড। সর্বশেষ তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালের তিনটিতেই ফাইনাল খেলে একটা শিরোপা জেতে নিউজিল্যান্ড।

টেস্টের বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন চারজন। তাঁরা হলেন – ইংল্যান্ডের জো রুট, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, নিউজিল্যান্ডের কাইল জেমিসন ও শ্রীলঙ্কার দ্বিমুথ করুণারত্নে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...