বিসিবির সিদ্ধান্ত বদল, স্কোয়াডে সৌম্য

দ্বিতীয় টেস্ট থেকে সাকিব ছিটকে যাওয়ার পরই আলোচনা চলছিলো সাকিবের পরিবর্ততে স্কোয়াডে নেওয়া হবে কাকে। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন জৈব সুরক্ষা বায়ো বাবলের কারণে সাকিবের পরিবর্তে বাইরে থেকে নেওয়া হবে না কাউকে। ১৮ সদস্যের স্কোয়াড থেকেই কাউকে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট।

প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান। এরপর আর মাঠে নামা হয়নি সাকিবের; চোটের কারণে সাকিব আল হাসান ছিটকে গেছেন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকেও। সাকিবের পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে সৌম্য সরকারকে।

দ্বিতীয় টেস্ট থেকে সাকিব ছিটকে যাওয়ার পরই আলোচনা চলছিলো সাকিবের পরিবর্ততে স্কোয়াডে নেওয়া হবে কাকে। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন জৈব সুরক্ষা বায়ো বাবলের কারণে সাকিবের পরিবর্তে বাইরে থেকে নেওয়া হবে না কাউকে। ১৮ সদস্যের স্কোয়াড থেকেই কাউকে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট।

তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সাকিবের পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। আরো জানানো হয়েছে আগামীকালই দলের সাথে যোগ দিবেন এই অলরাউন্ডার। বোঝা যাচ্ছে, ঢাকা টেস্টের একাদশেও থাকতে যাচ্ছেন সৌম্য। না হলে, হুট করে বাইরের থেকে কাউকে স্কোয়াডে ডাকার কথা নয়।

সৌম্য সরকার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে। ঐ ম্যাচের প্রথম ইনিংসে ১৭ ও দ্বিতীয় ইনিংসে ১৫ রান করে পরের সিরিজে ভারতের বিপক্ষে বাদ পড়েন সৌম্য সরকার। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সিরিজে আবারো টেস্ট দলে ফিরলেও একাদশে জায়গা পাননি সৌম্য সরকার।

গত বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজের এক মাত্র টেস্টেও দলের বাইরে ছিলেন এই ব্যাটসম্যান। এরপর থেকেই করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলো বাংলাদেশ। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও টেস্ট স্কোয়াডে শুরুতে জায়গা পাননি সৌম্য। সাকিবের ইনজুরিতে ভাগ্য খুলে গেলো ১৫ টেস্টে চার হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে ৮১৮ রান করা এই ব্যাটসম্যানের।

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েও শেষ দিনে অবিশ্বাস্য ভাবে হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টে হেরে স্বাগতিকরা যখন দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাড়ানোর ছক আকঁছে সেখানে সাকিবের চোটটা বড় ধাক্কা হয়েই আসে বাংলাদেশ শিবিরে।

সাকিব না থাকায় কম্বিনেশন মেলাতেও ভাবতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। সাকিবের পরিবর্তে এখন একজন অতিরিক্ত বোলারের সাথে ব্যাটসম্যানও প্রয়োজন ছিলো স্বাগতিকদের। সৌম্য ব্যাটিংয়ের সাথে পার্টটাইম মিডিয়াম ফাস্ট বোলার হিসেবেও অধিনায়কের বড় অস্ত্র হতে পারেন দ্বিতীয় টেস্টে।

আগামী ১১ ফেব্রুয়ারি হোম অফ ক্রিকেট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে সফরকারীরা। এর আগে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে স্বাগতিক বাংলাদেশ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...