ফের টি-টেনে তারার মেলা

মাঠে নামার জন্য অপেক্ষায় থাকা আবুধাবির আইকন ক্রিস গেইল ঝড়ের বার্তা দিয়ে রেখেছেন। গেইল বলেন, ‘ফরম্যাট যত সংক্ষিপ্ত হবে, খেলাটি তত বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে, আমি আবুধাবি জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আবার খেলার অপেক্ষায় আছি, একটি গেইল ঝড় আসছে।’

এক বছর বিরতি পর আবারো বসছে আইসিসি অনুমোদিত ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-টেন ক্রিকেট লিগ। টি-টেন ক্রিকেট লিগের চতুর্থ আসর শুরু হবে আগামী মাস থেকে। করোনার কারণে ২০২০ সালে অনুষ্ঠিত হয়নি টি-টেন লিগ। আসন্ন আসরেও থাকছে তারার মেলা।

জানুয়ারির ২৮ তারিখে পর্দা উঠবে টি-টেন ক্রিকেট লিগের। নয় দিন আট দলের লড়াই শেষে ছয় ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব গুলো ম্যাচই সংযুক্ত আরব আমিরাতের রাজধানী জায়েদ  ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টি-টেনের প্রতিটা দলের জন্য গ্লোবাল আইকন ক্রিকেটার নিশ্চিত করা হয়েছে।

টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল খেলবেন টিম আবুধাবির হয়ে। পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদিকে দেখা যাবে ক্যালান্ডারসের জার্সিতে। দিল্লী বুলসের আইকন হিসাবে থাকবে ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে দলে নিয়েছে নর্থারন ওয়ারিয়র্স। সুনীল নারাইনকে আইকন হিসেবে পেয়েছে ডেকেন গ্ল্যাডিয়েটারস আর পুনে ডেভিলসের হয়ে মাঠ মাতাবেন থিসারা পেরেরা। বাংলা টাইগার্সের আইকন থাকবে ইসুরু উদানা এবং পাকিস্তানি তারকা শোয়েব মালিককে দেখা যাবে মারাঠা আরাবিয়ানসে। এছাড়াও বিশ্বের আরো অনেক বড় বড় তারকাকে দেখা যাবে টি-টেন ক্রিকেট লিগে।

মাঠে নামার জন্য অপেক্ষায় থাকা আবুধাবির আইকন ক্রিস গেইল ঝড়ের বার্তা দিয়ে রেখেছেন। গেইল বলেন, ‘ফরম্যাট যত সংক্ষিপ্ত হবে, খেলাটি তত বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে, আমি আবুধাবি জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আবার খেলার অপেক্ষায় আছি, একটি গেইল ঝড় আসছে।’

আবু ধাবি স্পোর্টস কাউন্সিলের মহাসচিব আরেফ আল আওয়ানী টি-টেন লিগ আয়োজন নিয়ে দারুণ আশাবাদী। তিনি বলেন, যদিও আমরা অতীতে বহু স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ইভেন্ট আয়োজন করেছি। আবুধাবি টি-টেন এর দ্বিতীয় সেশন আয়োজনের জন্য আমাদের প্রতিশ্রুতি থাকবে বিশ্ব মানের ইভেন্ট করা। বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের একত্রিত করে অভিজাত প্রতিযোগিতা এবং অতুলনীয় বিনোদনের জন্য আমাদের চেস্টা থাকবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং আমিরাত ক্রিকেট বোর্ড উভয়ের পুরোপুরি সমর্থন ও অনুমোদন নিয়ে বিশ্বের প্রথম ১০ ওভারের টুর্নামেন্ট টি-টেন ক্রিকেট লিগ। আবুধাবি টি-টেন টুর্নামেন্ট সরাসরি দেখা যাবে সনি টিভিতে। এছাড়াও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলিতে আবুধাবি স্পোর্টস, যুক্তরাজ্যের স্কাই স্পোর্টস এবং দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টসে দেখা যাবে এই লিগ।

গ্লোবার আইকন সুপারস্টারদের লাইনআপ

  • ক্রিস গেইল – টিম আবুধাবি,
  • শাহীদ আফ্রিদি – ক্যালান্ডারস,
  • ডোয়াইন ব্রাভো – দিল্লী বুলস,
  • আন্ড্রে রাসেল – নর্থারন ওয়ারিয়র্স,
  • সুনীল নারাইন – ডেকেন গ্ল্যাডিয়েটারস,
  • শোয়েব মালিক – মারাঠা আরাবিয়ানস,
  • থিসারা পেরেরা – পুনে ডেভিলস,
  • ইসুরু উদানা – বাংলা টাইগার্স

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...