সূর্যগ্রহণের বছর

মেলবোর্নে সুরিয়াকুমার যাদব যখন ব্যাট হাতে নামলেন, তখন ক্যারিয়ারের একটি মাইলফলক থেকে মাত্র ৩৫ রান দূরে ছিলেন। সেই মাইলফলকটি স্পর্শ করার তর সইছিল না বোধহয়।

মেলবোর্নে সুরিয়াকুমার যাদব যখন ব্যাট হাতে নামলেন, তখন ক্যারিয়ারের একটি মাইলফলক থেকে মাত্র ৩৫ রান দূরে ছিলেন। সেই মাইলফলকটি স্পর্শ করার তর সইছিল না বোধহয়। ব্যাপারটা অনেকটা এমন সুরিয়াকুমার নামলেন, বিধ্বংসী এক ইনিংস খেললেন, একটি রেকর্ড গড়লেন, তারপর মাঠ ছাড়লেন। ব্যাট হাতে ৩৫ টি রান ঝুলিতে যোগ করতেই, ছুঁয়ে ফেললেন টি-টোয়েন্টি ফরম্যাটে এক বছরে এক হাজার রানের মাইলফলক।

মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি করে নিলেন। শেষ অবধি মাত্র ২৫ বলে ৬১ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। ছয় চার এবং চার ছয়ে সাজিয়েছিলেন ইনিংসটি। তিনি যে কি অসাধারণ ব্যাটিং করলেন তা এই থেকেই টের পাওয়া যায়।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সুরিয়াকুমার। এই এক বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ২৮টি ম্যাচে সুরিয়াকুমার যাদবের মোট সংগ্রহ ১০২৬ টি রান। এমনকি তাঁর ১৮৬.৫৪ স্ট্রাইক রেটটিও টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

এখন অবধি ভারতের ইতিহাসে আর কোন ক্রিকেটার এক ক্যালেন্ডার ইয়ারে হাজার রানের মাইলফলক ছুঁতে পারেননি। সেই সাথে ২০২২ সালে বিশ্বক্রিকেটে সর্বোচ্চ রানের মালিকও এখন মিস্টার ৩৬০ ডিগ্রি তকমা পাওয়া সুরিয়াকুমার যাদব।

পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এর আগে এক ক্যালেন্ডার ইয়ারে এক হাজারের বেশি রান করেছিলেন। ২০২১ সালে ২৬ ইনিংসে তিনি ১৩২৬ রান করেছিলেন। আর তাই এই তালিকায় সুরিয়াকুমারের অবস্থান দ্বিতীয়। তবে এখনও রিজওয়ানকে টপকে যাওয়ার সুযোগ আছে সুরিয়ার সামনে। এই মুহুর্তে তিনি আইসিসি র‍্যাংকিংয়ে শীর্ষস্থানটি নিজের দখলে নিয়েছেন।

বছরজুড়েই দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ডানহাতি ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চকেও আলোকিত করে যাচ্ছেন নিজের দ্যুতি দিয়ে। দারুণ পারফর্ম করছেন, রান পাচ্ছেন। দলের জয়ে দারুণ ভূমিকা রাখছেন। এক্কেবারে ‘টি-টোয়েন্টি স্পেশালিস্ট’ যাকে বলে, সুরিয়াকুমার ভারতীয় দলে সেই মুখ্য ভূমিকাটা পালন করে আসছেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...