বিরাট কোহলি? তুমি কী? সুপার হিউম্যান?

কোহলি কি একজন মহামানব? নাকি সেই বিশেষণেরও ঊর্ধ্বে? মেলবোর্নের নব্বই হাজার দর্শকের সামনে দল রীতিমত ধুঁকছে। ৩১ রানেই নেই চার উইকেট।

কোহলি কি একজন মহামানব? নাকি সেই বিশেষণেরও ঊর্ধ্বে? মেলবোর্নের নব্বই হাজার দর্শকের সামনে দল রীতিমত ধুঁকছে। ৩১ রানেই নেই চার উইকেট।

ঠিক সে সময়েই লক্ষ্যটা নির্ধারণ করে নিলেন তিনি। উইকেটে কিছুক্ষণ সময় পার করলেন। রান রেটের ঊর্ধ্বগতি সামলে নিজেও এক সময় বোলারদের উপর চড়াও হলেন। সকল রোমাঞ্চ ছাপিয়ে ম্যাচটি জিতিয়েও  দিলেন। সে ইনিংসের সারমর্ম এমনই, বড্ড নিরস।

কারণ, কোহলির গোটা ইনিংসটাই যেমন কাব্যের মত, সেখানে সেটার সারমর্ম তো অতৃপ্তি সৃষ্টি করবেই। তবে বিশ্ব ক্রিকেটের প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা কোহলির ইনিংসটা কিভাবে প্রশংসার জোয়ারে ভাসিয়েছে সেটিই একটু দেখে নেওয়া যেতে পারে। 

সাবেক অজি ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘আমি আসলে স্মরণ করতে পারি না শেষ কবে এমন একটি টি-টোয়েন্টি ম্যাচ দেখেছি। দুর্দান্ত একটি ম্যাচ। আর কোহলি তো অবিশ্বাস্য।’

ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ এক টুইট বার্তায় বলেছেন, ‘মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা কোহলির একটি ইনিংস আমার দেখা সেরা ছিল। তবে এই ইনিংসটি সেটিকেও ছাপিয়ে গেল। ৩১ রানে ৪ উইকেট থেকে কী দুর্দান্ত ব্যাটিং। এক কথায় দারুণ।’

কোহলির মধ্যে যে ব্যাটার নিজের ছায়া দেখেছিলেন এবং ব্যাট দিয়ে বিশ্বকে নেতৃত্বের ব্যাটন যিনি কোহলির হাতে তুলে দিয়ে গিয়েছিলেন সেই শচীনও প্রশংসায় ভাসিয়েছেন বিরাট কোহলিকে। তিনি টুইটে লিখেছেন, ‘নি:সন্দেহে এটা তোমার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসে। উনিশতম ওভারে হারিস রউফের যে বল দুটিতে তুমি ছক্কা মারলে তা জাস্ট অনবদ্য।  এগিয়ে যাও।’

টুইটারে নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খানও। তিনি লিখেছেন, ‘এজন্যই আমি এই খেলাটা পছন্দ করি। দুই দলের কী দুর্দান্ত লড়াই। আর কোহলি ভাই তো একদম টপক্লাস!’

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা মারা প্রথম ব্যাটার হার্শেল গিবসেরও নজর এড়ায়নি কোহলির এ দুর্দান্ত ইনিংস। তিনি এক টুইটে জানিয়েছেন, ‘কী দুর্দান্ত ম্যাচ! আর কোহলির কী দুর্দান্ত ইনিংস!’

জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রি তো এই ইনিংসের জন্য নিজের সঞ্চিত শেষ ডলারটিও দিতে চান বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘বিরাট কোহলি? তুমি কী? সুপার হিউম্যান? আমি ইনিংসটি সরাসরি দেখার জন্য শেষ ডলারটিও ব্যয় করতে পারি।’

নিজ দেশের পরাজয়ের দিনে সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ অবশ্য কোহলির প্রশংসা করতে কার্পণ্য করেননি। তিনি বলেছেন, ‘পাকিস্তান ভাল চেষ্টা করেছে। কিন্তু হেরে গিয়েছে একজন কোহলির কাছে। অভিনন্দন।’

সাবেক লঙ্কান গ্রেট সনাথ জয়সুরিয়া টুইটারে লিখেছেন,  ‘সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই সেরা ম্যাচ।  আর কোহলির ইনিংসটা ছিল একদম মাস্টারক্লাস।’

শ্রীলঙ্কার বর্তমান সময়ের ব্যাটার দ্বিমুথ করুণারত্নে আবার লিখেছেন, ‘ভিনটেজ কোহলি ইজ ব্যাক।’ 

জনপ্রিয় ধারাভাষ্যকর হার্শা ভোগলে টুইটারে লিখেছেন, ‘আমি বিরাট কোহলিকে অনেক বছর ধরে দেখছি। আমি তাঁর চোখে কখনো পানি দেখিনি। আজ সেটা দেখেছি। এটা অবিস্মরণীয়।’

ইরফান পাঠান টুইটারে আবার কোহলিকে অভিহিত করেছেন কিং হিসেবে। তিনি লিখেছেন, বিরাট কোহলি, ইউ আর দ্য কিং। 

আর পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ টুইটারে লিখেছেন, ‘অসাধারণ ম্যাচ। অবিশ্বাস্য এক ইনিংস। কোহলি সত্যিই স্পেশাল। অভিনন্দন ভারত।’

টুইটারের বিরাট কোহলিকে নিয়ে প্রশংসা বন্দনায় শামিল হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম।। টুইটারে তিনি কোহলিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা জানেন কিভাবে একজন কিংবদন্তিকে সম্মান ফিরিয়ে দিতে হয়৷ কী দারুণ চেজ! কী দারুণ ম্যাচ!’

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি ৭১ টি সেঞ্চুরি করেছেন। অর্থাৎ ৭১ বার তিনি দু’হাত প্রসারিত করে উদযাপন করেছেন এবং ড্রেসিংরুমে সতীর্থদের কর তালিতে সিক্ত হয়েছেন। এবারে ৮২ রানের পাশে কোনো সেঞ্চুরি নেই। কিন্তু এই ৮২ রানেই পুরো দলের আনন্দ উচ্ছ্বাসের মধ্যমণি হলেন তিনি। দলের অধিনায়ক দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরে উঠিয়ে তুললেন। এমন ইনিংসের গুরুত্ব কিংবা মাহাত্ম্য কতটা তা তো এমন সব দৃশ্যেই বুঝে ফেলা যায়।

আর সবশেষে, হার্শা ভোগলের মতোই বলতে হয়, কোহলি পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। দীর্ঘ ক্যারিয়ারে তাঁকে আবেগ বিবর্জিত ক্রিকেটার হিসেবেই সবাই চেনে। কিন্তু সেই তিনি একটি ৮২ রানের ইনিংস খেলেই কেন এত আবেগাক্রান্ত হয়ে পড়লেন! ক্রিকেটের সৌন্দর্য তো এখানেই।

ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যেকোনো ইনিংস হয়ে উঠতে পারে ক্যারিয়ারের অন্যতম সেরা। শুধু টি-টোয়েন্টি ফরম্যাট বিবেচনায় তাই এই ৮২ রানের ইনিংসটি এরই মধ্যে কোহলির ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হিসেবে ঢুকে গিয়েছে। কে জানে, ক্রিকেট বিশ্বের মতোই কোহলির কাছেও হয়তো এটাই তাঁর ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংস।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...