পিএসএলে ফিরছেন আফ্রিদি?

এর আগেও অনেকবার অবসরের কথা বলে ফিরে এসেছেন শহীদ আফ্রিদি। ফিরে পারফর্মও করেছেন। এবারও হয়তো তেমন কিছুই ঘটবে। অন্তত আফ্রিদি তেমন আভাসই দিলেন।

শহীদ আফ্রিদি কী এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেকের মনেই। পাকিস্তান ক্রিকেটের এই সুপারস্টার হয়তো আর খেলবেন না এই লিগে এমন ধারণাই ছিল অনেকের। তবে সেই ধারণাকে উড়িয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি নিজেই। পাকিস্তানের এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে খেলার কথা গনমাধ্যমকে জানিয়েছেন তিনি।

গত বছর পাকিস্তান সুপার লিগের পুরো মৌসুমটা খেলতে পারেননি ইনজুরির জন্য। তবে এবার আবার পিএসএলে খেলতে চান যদি কোন ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখায়।

দল পাওয়ার ব্যাপারে আফ্রিদি গণমাধ্যমকে বলেন, ‘আমার কোন আইডিয়াই নেই আমি কোন দলে যাব। যদি কোন ফ্র্যাঞ্চাইজি অফার করে, আমি অবশ্যই তাঁদের হয়ে খেলব। এবারের পিএসএলে আমি খুব সিরিয়াসলিই খেলতে চাই।’

ওদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের সবচেয়ে বড় তারকাদের একজন ছিলেন শহীদ আফ্রিদি। ফলে পিএসএলের শুরুর মৌসুম গুলোতে প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তাঁকে দলে ভেড়াতে আগ্রহী থাকতো। ফলে প্রথম ছয় সিজনে ভিন্ন ভিন্ন চারটি দলের হয়ে খেলেছেন আফ্রিদি।

তবে সবচেয়ে বেশি উপভোগ করেছেন পেশওয়ার জালমির হয়ে খেলতে। নিজের প্রিয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে আফ্রিদি বলেন, ‘আমার দারুণ সময় কেটেছে যখন আমি পেশওয়ার জালমিতে খেলেছি। সেখানে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়ার একটা পরিকল্পনা ছিল আমাদের। এছাড়া মুলতান সুলতানসের হয়ে খেলাটাও উপভোগ্য ছিল। তাঁরা বেশ পেশাদার দল।’

ওদিকে এবারের পাকিস্তান সুপার লিগ মাঠে গড়াবে ৯ ফেব্রুয়ারি থেকে। ফলে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পিএসএলের আমেজ।

এর আগেও অনেকবার অবসরের কথা বলে ফিরে এসেছেন শহীদ আফ্রিদি। ফিরে পারফর্মও করেছেন। এবারও হয়তো তেমন কিছুই ঘটবে। অন্তত আফ্রিদি তেমন আভাসই দিলেন।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...