‘রেফারিং বিতর্ক’ নিয়ে বিরক্ত জিদান

জয় ছাপিয়ে রেফারিং বিতর্ক বিরক্তির উদ্রেক ঘটিয়েছে জিনেদিন জিদানের মনে।

মাঠের খেলায় রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ২-১ গোলের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফিরেছে পয়েন্ট তালিকার শীর্ষেও। তবুও ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করছে রিয়ালের এ অর্জনকে। তাতেই জিদানের যারপরনাই বিরক্তি।

আলোচনার কারণ দ্বিতীয়ার্ধে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির তিন সিদ্ধান্ত। শেষতক ম্যাচের নির্ধারক হয়ে গেছে যে সেগুলোই! ৫০ মিনিটে সোসিয়েদাদ গোলমুখে আগুয়ান ভিনিসিয়াস জুনিয়রকে নিজেদের বক্সে ফাউল করে বসেন স্বাগতিক ডিফেন্ডার ডিয়েগো ইয়োরেন্তে। ভিএআর পরীক্ষার পর পেনাল্টি পায় রিয়াল। যাকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক সার্জিও রামোস। 

পরের ঘটনা ৬৯ মিনিটে। আদনান ইয়ানুজাইয়ের শট রিয়ালের জালে জড়ায়। তবে স্বাগতিকদের সমতায় ফেরা থেকে আটকায় ভিএআর। পরীক্ষায় দেখা যায়, শটটি করার সময়ে অফসাইডে থেকে গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃষ্টি আটকে দিচ্ছিলেন মিকেল মেরিনো। তবে মেরিনো ঠিক কোর্তোয়ার দৃষ্টিরেখায় ছিলেন কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন।

এর মিনিট দুয়েক পর কারিম বেনজেমার গোলেও ছিলো সন্দেহের তীর। ফেদে ভালভার্দের লংবল আয়ত্বে নিয়েই দারুণ শটে রিয়ালের ব্যবধান করেন তিনি। ফরাসি ফরোয়ার্ড যেভাবে আয়ত্বে নিয়েছিলেন তাতেই সৃষ্টি হয় সন্দেহ, শেষমেশ ভিএআরে হয় এর নিষ্পত্তি। দেখা যায় বুক আর বাহুর মাঝামাঝি জায়গা দিয়ে রিসিভ করেছিলেন বেনজেমা, সিদ্ধান্ত যায় রিয়ালের পক্ষে। 

৮৩ মিনিটে ইয়ানুজাইয়ের বাতিল হওয়া গোলের ‘খলনায়ক’ মিকেল মেরিনোর গোলে ব্যবধান কমালেও ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।  ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনেও রেশ ছিল ভিএআর বিতর্কের।  

ভিএআর নিয়ে আলোচনায় কিছুটা বিরক্তি প্রকাশ করে জিদান জানান, ‘এ ব্যাপারটায় আমার খুব রাগ হয়! রেফারিং নিয়ে এমনভাবে আলোচনা হচ্ছে যেন আমরা নিজেরা কিছুই করিনি!’

‘আমি ঘটনাগুলো স্পষ্ট দেখিনি। কিন্তু আমাকে বলা হয়েছে ভিনিসিয়াস একটা ফাউলের শিকার হয়েছিলো আর কারিমের গোলটা ন্যায্য। বিতর্কে যাবো না কারণ রেফারি তার কাজ করেছেন। আমি শুধু ভাবতে চাই এই জয়টা যোগ্য দল হিসেবেই পেয়েছি আমরা। কে কি বললো, সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই। আমরা মাঠে জেতার চেষ্টা করি, আজকেও সেটাই করেছি। এটা ন্যায্য এক জয়।’

সোসিয়েদাদকে হারিয়ে ৩০ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট ঝুলিতে পুরেছে রিয়াল। পয়েন্টে বার্সেলোনার সঙ্গে সমতায় থাকলেও হেডটুহেডে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে জিদান অ্যান্ড কোং। 

‘এটা দারুণ জয়। কিন্তু এর ফলে লক্ষ্যচ্যুত হওয়া চলবে না আমাদের। আরও আট ম্যাচ বাকি, শেষের আগে কিছুই নির্ধারিত হবে না। টানা নয়টা পয়েন্ট জিতলেও আমরা এখনও কিছু জিতিনি। শেষ পর্যন্ত এটা কঠিনই হতে যাচ্ছে। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...