তিন সংস্করণেই ‘হিট’

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টি সাম্প্রতিক সময়ে শুরু হবার কারণে অনেক কিংবদন্তি ক্রিকেটার এই সংস্করণে খেলতে পারেনি। তারপরও আন্তর্জাতিক ক্রিকেটে যেসব ক্রিকেটাররা তিন সংস্করণেই পাঁচ উইকেট পেয়েছেন তাঁরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে বেশ সুপরিচিত।

জাতীয় দলের জার্সিতে পাঁচ উইকেট শিকার করা যেকোন বোলার জন্যই আজীবন স্বপ্ন। আর সেটা যদি কখনো আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সম্ভব হয় তাহলে তো কথাই নেই।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টি সাম্প্রতিক সময়ে শুরু হবার কারণে অনেক কিংবদন্তি ক্রিকেটার এই সংস্করণে খেলতে পারেনি। তারপরও আন্তর্জাতিক ক্রিকেটে যেসব ক্রিকেটাররা তিন সংস্করণেই পাঁচ উইকেট পেয়েছেন তাঁরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে বেশ সুপরিচিত। যেসব ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই পাঁচ উইকেট শিকার করেছেন তাঁদেরকে নিয়ে খেলা ৭১ এর আজকের এই আয়োজন।

  • টিম সাউদি (নিউজিল্যান্ড)

টিম সাউদি নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা পেসার। টেস্টে নিউজিল্যান্ডে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী টিম সাউদি।

নিউজিল্যান্ডের অন্যতম সেরা পেসার প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করার রেকর্ড গড়েন। ২০১১ সালে এই রেকর্ড গড়েন তিনি।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৫ বার ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি।

  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম সেরা পেসার লাসিথ মালিঙ্গা। তিনি মূলত পরিচিত তাঁর ব্যতিক্রমধর্মী বোলিং অ্যাকশন এবং দূর্দান্ত সব ইয়র্কারের জন্য। তাঁর হাত ধরেই ইয়র্কার পরিণত হয়েছে একটি শিল্পে।

আন্তর্জাতিক ক্রিকেট মোট ১৩ বার পাঁচ উইকেট শিকারের রেকর্ড আছে লাসিথ মালিঙ্গার। তিনি ২০১২ সালে ক্রিকেটে তিন সংস্করণেই পাঁচ উইকেট নেবার কীর্তি গড়েন।

মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই ১০০ এর বেশি করে উইকেট শিকার করেছেন।

  • অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা)

আন্তর্জাতিক ক্রিকেটে উল্কার মত আগমন ঘটেছিলো অজন্তা মেন্ডিসের। রহস্যময়ী বোলার হিসেবে পরিচিত এই বোলার সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে পারায় হারিয়ে গেছেন ক্রিকেট থেকে।

তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই পাঁচ উইকেট শিকার করেছেন। একমাত্র শ্রীলঙ্কান স্পিনার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট নয় বার পাঁচ উইকেট শিকার করার কীর্তি আছে তাঁর।

  • ভূবনেশ্বর কুমার (ভারত)

প্রথম ভারতীয় হিসেবে এই তালিকায় নাম তুলেছেন ভূবনেশ্বর কুমার। ভূবনেশ্বর কুমার মূলত একজন ডেথ ওভার স্পেশালিস্ট বোলার। তিনি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এই কীর্তি গড়েন।

যুজবেন্দ্র চাহালের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেবার কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ছয় বার পাঁচ উইকেট শিকার করার কীর্তি আছে ভূবনেশ্বর কুমারের।

  • উমর গুল (পাকিস্তান)

তিন সংস্করণে পাঁচ উইকেট শিকার করা একমাত্র পাকিস্তানী ক্রিকেটার হলেন উমর গুল। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে সব সংস্করণেই পাঁচ উইকেট শিকার করার রেকর্ড গড়েন।

উমর গুল, পাকিস্তানের হয়ে মোট আট বার পাঁচ উইকেট শিকার করার করছেন।

  • ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)

সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার ইমরান তাহির। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণেই খেলেছেন।  আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণে পাঁচ উইকেট নিয়ে একমাত্র প্রোটিয়া ক্রিকেটার হিসেবে এই তালিকায়  আছেন তিনি।

পাকিস্তানী বংশোদ্ভূত এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে মোট সাত বার পাঁচ উইকেট শিকার করেছেন।

  • কুলদ্বীপ যাদব (ভারত)

চায়নাম্যান স্পিনার কুলদ্বীপ যাদব। জাতীয় দলে প্রায় সময়ই উপক্ষিত থাকেন তিনি। এরপরও যখনই দলে সুযোগ পান নিজেকে শতভাগ প্রমাণ করেন তিনি।

ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণেই পাঁচ উইকেট শিকারের রেকর্ড আছে কুলদ্বীপ যাদবের। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট চার বার পাঁচ উইকেট শিকার করেছেন।

  • সাকিব আল হাসান (বাংলাদেশ)

বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই কীর্তি গড়েন ২০১৮ সালে। বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম নেতা হলেন সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের সেরা বোলারদের মধ্যে একজন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট শিকার করে তিন সংস্করণেই পাঁচ উইকেট শিকারীদের তালিকায় নাম তুলেন তিনি। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২১ বার পাঁচ উইকেট শিকার করেছেন তিনি।

  • রশিদ খান (আফগানিস্তান)

এই তালিকার সর্বশেষ সংযোজন আফগান সেনসেশন রশিদ খান। তিনি এই রেকর্ড গড়েন ২০২০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে পাঁচ উইকেট শিকার করে নিজেকে এই তালিকায় নিয়ে আসেন রশিদ খান। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট আট বার পাঁচ উইকেট শিকার করেছেন। রশিদ খানের ক্যারিয়ারে বেশির ভাগ উইকেট এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...