অধরা রাজা এখন জয়সওয়ালের হাতের নাগালে

‘আমি এত তীব্রভাবে তোমাকে পাওয়ার চেষ্টা করেছি, হয়তো প্রতিটি কণা আমাকে তোমার সাথে মেলানোর ষড়যন্ত্র করেছে।’ শাহরুখ খান- বলিউড বাদশা। তাঁকে এক মুহূর্ত দেখতে চাওয়ার কতই না ইচ্ছা। মুম্বাই নগরীতে তার বাংলোবাড়ি। ‘মান্নাত’ নামক সেই বাড়ির সামনে রোজই হয় জটলা, কতশত মানুষ শাহরুখের দেখা পাওয়ার মানত করে বসে থাকে ঘন্টার পর ঘন্টা।

সেই নব্বই দশক কিংবা একবিংশ শতাব্দীর তৃতীয় দশকেও শাহরুখের জনপ্রিয়তায় পড়েনি একটুখানি ভাটা। তার ভক্ত কে নয়? ভারতীয় ক্রিকেট আকাশে নব উদয় হওয়া নক্ষত্র জশস্বী জয়সওয়ালও যে সে তালিকার বাইরে নয়। শাহরুখ খানের একটু খানি সান্নিধ্য পাওয়ার খায়েশ যে ছিল তারও।

অবশেষে সে খায়েশ হয়েছে পূরণ। যে বাদশার এক চিলতে দেখা পাওয়ার স্বপ্নে বুদ ভারতের অধিকাংশ তরুণ, সেই বাদশাই জয়সওয়ালকে টেনে নিয়েছেন বুকে। জয়সওয়ালের জন্যে নিশ্চয়ই তা স্বপ্নের চাইতেও বিশাল কিছু। ওই যে ময়দানে ঘাম ঝড়ানো দিনগুলোতে হয়ত জয়সওয়ালও এমন আশার কুটির গড়ে তুলেছিলেন।

বাবুই পাখির মত একটু একটু করে খড়কুটো জরো করেছিলেন। ক্রিকেটার হবেন। আলোড়ন তুলবেন গোটা বিশ্বে। গায়ে চাপাবেন সেই আকাশী নীল জার্সি। দাপিয়ে বেড়াবেন বিশ্ব ক্রিকেট প্রান্তরে। আর যা কিছু অধরা তা সবকিছু ছুঁয়ে দেখার স্বপ্নও বোধহয় সেই কিশোর বয়স থেকেই লালন করতেন জয়সওয়াল।

সেই অধরা সবকিছু এক এক করে দিচ্ছে ধরা তার কাছে। তিনি ভারতীয় জাতীয় দলের একজন বেশ গুরুত্বপূর্ণ সদস্য বনে গেছেন। বিশ্বজুড়ে এখন বহুলোক অপেক্ষায় থাকে জয়সওয়ালের ব্যাটিং দেখবার। পথভ্রষ্ট না হওয়া জয়সওয়াল রয়েছেন বিশ্বসেরা হওয়ার পথে।

আর সে পথই তাঁকে এখন দিচ্ছে দু’হাত ভরে। শাহরুখ খানের বাহু প্রসারিত হচ্ছে তার জন্যে। ‘কিং খান’ এখন এক লহমায় চিনে ফেলেন তাঁকে। গোটা বিশ্বে যিনি ভারতের প্রতিনিধিত্ব করেন, সেই শাহরুখ খান চেনেন জয়সওয়ালকে। সেটাও যে প্রাপ্তির মুকুটে আরও একটি পালক। জসওয়াল নিজের এই খ্যাতি অর্জন করেছেন।

মাথার ঘাম পায়ে ফেলেছেন, একাগ্রতা আর অনড় মানসিকতায় ক্রিকেটকে আকড়ে ধরেছিলেন। ক্রিকেট কখনো বেইমানি করেনি। পরিশ্রমের পুরো দামটাই দিয়েছে চিরকাল। জয়সওয়ালের সমস্ত পরিশ্রমের দাম তিনি ফেরত পাচ্ছেন, তাও আবার সুদে-আসলে।

শাহরুখ খান যেভাবে বাদশাহ হয়ে রাজত্ব করছেন বলিউডে, ঠিক তেমননি ক্রিকেট দুনিয়ার বাদশা হওয়ার প্রেরণাতেই হয়ত উজ্জীবিত জয়সওয়াল। তবে এখনই যে তৃপ্তির ঢেঁকুর তুলবার সময় হয়নি।

একটু ভুলচুক আর নক্ষত্র সোজা মাটিতে আছড়ে পড়বে। এই সুন্দর সময়গুলোকে সঙ্গী করে যে জয়সওয়ালকে যেতে হবে আরও বহুদূর। এতটুকুই নিশ্চয়ই তার স্বপ্ন নয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link