আনচেলত্তিই তাহলে ব্রাজিলের কোচ!

সাধারণত দলের খারাপ পারফরম্যান্সে খুব বেশি ধৈর্য ধরেন না পেরেজ। বেশির ভাগ সময় খড়গ নামিয়ে আনেন কোচের ওপর। সামনের মৌসুমে তাই আনচেলত্তির ক্লাব ছাড়ার সম্ভাবনা ধীরে ধীরে প্রবল হচ্ছে।

ব্রাজিলের কোচ হবার গুঞ্জন আগে থেকেই ছিল কার্লো আনচেলত্তির। এদিকে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের বাজে সময়ের পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও ভাবছেন কোচ বদলের কথা।

তাই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকেই। লা লিগার শিরোপা হাত ফসকে যাওয়াটা নিশ্চিত হয়েছে, কোপা দেল রেতেও সেমিফাইনালের প্রথম লেগে হেরে বসে আছে রিয়াল। তাই পেরেজ যে সামনের মৌসুমেই বড় রদবদলের দিকে যাবেন তা অনেকটাই অনুমেয়।

গত মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ ট্রেবল জিতেছিলো রিয়াল। কিন্তু এবার আছে শিরোপা শূন্য থাকার প্রবল সম্ভাবনার সামনে। বাস্তবিক অর্থে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আর কোনো শিরোপা জয়ের আশাই আর টিকে নেই রিয়ালের জন্য।

সাধারণত দলের খারাপ পারফরম্যান্সে খুব বেশি ধৈর্য ধরেন না পেরেজ। বেশির ভাগ সময় খড়গ নামিয়ে আনেন কোচের ওপর। সামনের মৌসুমে তাই আনচেলত্তির ক্লাব ছাড়ার সম্ভাবনা ধীরে ধীরে প্রবল হচ্ছে।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বাদ পড়ার পরই ব্রাজিলের কোচের পদ থেকে পদত্যাগ করেন কোচ তিতে। এরপরই নতুন কোচ খোঁজার মিশনে নামে ব্রাজিল।

ইতিহাসে প্রথমবারের মত ভিনদেশি কোচ নিয়োগের কথাও ভাবছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেই কোচদের তালিকায় ভালোভাবেই ছিল আনচেলত্তির নাম। কয়েক মাস আগে তো ব্রাজিলের সংবাদ মাধ্যম গুলো খবর ছাপিয়েছিল, আনচেলত্তির সাথে কথা পাকাপাকি হয়ে গেছে ব্রাজিলের।

চলতি ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুম শেষেই ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি এমনটাই খবর চারদিকে। ব্রাজিলের খেলোয়াড়দের কথাতেও পরিষ্কার আনচেলত্তির কোচ হয়ে আসার আভাস পেয়ে গেছেন তারাও।

ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন নিজে রিয়াল মাদ্রিদে খেলা তাঁর ব্রাজিলিয়ান সতীর্থদের সাথে কথা বলেছেন আনচেলত্তির কোচ হয়ে আসা নিয়ে। এরপরই জল্পনা নতুন করে ডানা মেলতে শুরু করেছে।

এডারসন বলেন, ‘আমি তাঁর (আনচেলত্তি) বিষয়ে ক্যাসেমিরো, ভিনিসিয়াস, মিলিটাওদের সাথে কথা বলেছি। তারা বলেছে তিনি অসাধারণ কোচ। সবাই তাকে পছন্দ করে এবং তিনি দারুণ সফলও। খুব দ্রুতই আমরা জানতে পারব সে কোচ হয়ে আসবে কিনা। দারুণ সম্ভাবনা আছে তাঁর কোচ হয়ে আসার। তাই আমরা এমন কিছুই করতে চাই যেন সে তাড়াতাড়ি কোচ হয়ে আসে।’

দুই মেয়াদে রিয়ালের দায়িত্ব পালন করে রিয়ালের ইতিহাসেরই অন্যতম সফল কোচ আনচেলত্তি। ড্রেসিংরুমে সুন্দর পরিবেশ বজায় রাখা থেকে শুরু করে একের পর এক শিরোপা জিতিয়েছেন রিয়ালকে। তবে চলতি মৌসুমে দল নিয়ে সফল হতে পারেননি তিনি।

আর রিয়ালের মত দলে এক মৌসুম ট্রফি শূন্য থাকা মানে বিরাট ব্যর্থতা। এমনিতেই হয়তো ব্রাজিলের দায়িত্ব নিতে মৌসুম শেষে চাকরি ছাড়তেন এই ইতালিয়ান কোচ, তবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে যে, তাকে বরখাস্তই হয়তো হতে হবে মৌসুম শেষে।

কাগজে কলমে আনচেলত্তির ব্রাজিল যাওয়া এখনও চূড়ান্ত নয়। তবে, যদি সিবিএফের সাথে ব্যাটে-বলে হয় তাহলে ২০২৬ বিশ্বকাপটা হয়তো তাঁর অধীনেই খেলবে ব্রাজিল।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...