নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর স্থগিত

পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনিত হয়েছে বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে সিরিজটি আয়োজনে বদ্ধপরিকর দুই বোর্ড।

চলমান করোনা ভাইরাসের বলি হল আরেকটি ক্রিকেট সিরিজ। আগস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলতে আসার কথা ছিল নিউজিল্যান্ড দলের। তবে, আপাতত সেটা স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনিত হয়েছে বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। করোনা ভাইরাসে এখন পর্যন্ত এক লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে বাংলাদেশে। মারা গেছেন ১৫০০ জনেরও বেশি মানুষ। বাধ্য হয়েই তাই সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে সিরিজটি আয়োজনে বদ্ধপরিকর দুই বোর্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘চলমান কোভিড ১৯ মহামারির কারণে আগস্টে পুরো এটা সিরিজ আয়োজন আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। কারণ, একটা প্রস্তুতির ব্যাপার আছে। খেলোয়াড়, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ ও বাকিদের নিরাপত্তার ব্যাপার আছে। তাই, বিসিবি ও এনজেডসি – দুই পক্ষই মনে করে সিরিজ পিছিয়ে দেওয়াই এই অবস্থায় সেরা সিদ্ধান্ত। এটা দু’দলের খেলোয়াড়, স্টাফ, কর্মকর্তা আর অবশ্যই দর্শকদের জন্য একটা হতাশাজনক ব্যাপার। আমাদের সিদ্ধান্তে সহমত প্রকাশ করে পাশে থাকার জন্য এনজেডসিকে ধন্যবাদ।’

গেল মার্চ মাস থেকে ক্রীড়া মন্ত্রনালয়ের নির্দেশে বাংলাদেশের সকল খেলাধুলা বন্ধ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ প্রথম রাউন্ড শেষে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল হয়েছে, ঝুলে আছে শ্রীলঙ্কা সফর। চলতি বছর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। সেসবও হবে কি না সন্দেহ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...