এবার বড় পরাজয় রাজস্থানের

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১৮৮ রান করে দিল্লী ক্যাপিটালসের কাছে সহজেই হেরেছিলো চেন্নাই। আজ রাজস্থান রয়্যালসের সাথে প্রথমে ব্যাট করে চেন্নাই সংগ্রহ করেছিল ঠিক ১৮৮ রানই। তবে আজ আর হারতে হয়নি মহেন্দ্র সিং ধোনির দলকে।

আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে সহজে জয় পাওয়ার পর আজ নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিলো আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির দল।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১৮৮ রান করে দিল্লী ক্যাপিটালসের কাছে সহজেই হেরেছিলো চেন্নাই। আজ রাজস্থান রয়্যালসের সাথে প্রথমে ব্যাট করে চেন্নাই সংগ্রহ করেছিলো ঠিক ১৮৮ রানই। কিন্তু আজ আর হারতে হয়নি মহেন্দ্র সিং ধোনির দলকে।

তবে রান তাড়া করতে নেমে জশ বাটলারের ব্যাটে শুরুটা মোটামুটি ভালোই করেছিলো রাজস্থান রয়্যালস। কিন্তু মনন ভোহরা ও সাঞ্জু স্যামসন দ্রুত বিদায় নিলে চাপে পড়ে যায় রাজস্থান। এরপর তৃতীয় উইকেট জুটিতে শিভাম দুবেকে নিয়ে ৪২ রান যোগ করে রাজস্থান রয়্যালসকে ম্যাচে ফিরিয়ে আনেন জস বাটলার।

কিন্তু ইনিংসের ১১ তম ওভারে জাদেজার জোড়া আঘাতে বাটলার ও দুবে এবং পরের ওভারে ডেভিড মিলার আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় রাজস্থান রয়্যালস। ৩৫ বলে ৪৯ রান করেন জস বাটলার ও শিভাম দুবের ব্যাট থেকে আসে ১৭ রান এবং আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মিলার ফিরে যান ২ রান করে।

এরপর ক্রিস মরিস ফিরে গেলে ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া রাজস্থান রয়্যালস পরাজয়ের ব্যবধান কমায় রাহুল ও জয়দেবের ব্যাটে। অষ্টম উইকেট জুটিতে দুজন যোগ করেন ৪২ রান। রাহুল করেন ২০ রান ও জয়দেবের ব্যাট থেকে আসে ২৪ রান।

চেন্নাই সুপার কিংসের বোলারদের পক্ষে তিনটি উইকেট শিকার করেন মইন আলী এবং দুটি করে উইকেট শিকার করেন জাদেজা ও স্যাম কুরান।

এর আগে মুম্বাইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় রাজস্থান রয়্যালস। অধিনায়কের সিদ্বান্তকে যথার্থ প্রমাণ করে ইনিংসের শুরুতেই চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানদের চেপে ধরেন রাজস্থানের বোলাররা। ইনিংসের প্রথম চার ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ২৫ রান সংগ্রহ করে চেন্নাই।

চতুর্থ ওভারে রুতুরাজ গায়কড়কে ফিরিয়ে দিয়ে চেন্নাইয়ের ইনিংসে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। প্রথম উইকেট হারানোর পর দ্রুত রান তুলতে গিয়ে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি ফাফ ডু প্লেসিস। ১৭ বলে ৩৩ রান করে ফিরে যান এই ওপেনার।

এরপর একই পথে হাটেন আম্বাতি রাইডু, মইন আলী ও সুরেশ রায়না। এই তিন ব্যাটসম্যানও ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি। প্রথমে রাহুল তেওয়াতিয়ার বলে ২৬ রান করে মঈন আলী ফিরে যাওয়ার পর সাকারিয়ার জোড়া আঘাতে ফিরে যান আম্বাতি রাইডু ও সুরেশ রায়না। রায়না করেন ১৮ রান ও রাইডুর ব্যাট থেকে আসে ২৭ রান।

১২৫ রানে টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি, স্যাম কারান ও ডোয়াইন ব্রাভোর ছোট ছোট তিন ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস।

রাজস্থান রয়্যালসের বোলারদের ভিতর সফল ছিলেন চেতন সাকারিয়া। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই পেসার। এছাড়া ক্রিস মরিস দু’টি ও মুস্তাফিজুর রহমান এবং রাহুল তেওয়াতিয়া শিকার করেন ১ টি করে উইকেট।

  • সংক্ষিপ্ত স্কোর

চেন্নাই সুপার কিংস: ১৮৮/৯ (ওভার- ২০; রুতুরাজ- ১০, প্লেসিস- ৩৩, রাইডু- ২৭, রায়না- ১৮, মঈন- ২৬, জাদেজা- ৮, ধোনি- ১৮, স্যাম কারান- ১৩, ব্রাভো- ২০; সাকারিয়া- ৩/৩৬, মুস্তাফিজুর- ১/৩৭)

রাজস্থান রয়্যালস: ১৪৩/৯ ওভার: ২০; বাটলার- ৪৯, ভোহরা- ১৩, স্যামসন- ১, দুবে- ১৭, মিলার- ২, পরাগ- ৩, রাহুল-৩, মরিস- ০; মইন- ৩/৭ , জাদেজা- ২/২৮, কুরান- ২/২৪)

ফলাফল: চেন্নাই সুপার কিংস ৪৫ রানে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...