Social Media

Light
Dark

এমবাপ্পেকে বসিয়ে রেখে কি ভুল করল ফ্রান্স?

কিলিয়ান এমবাপ্পেকে তড়িঘড়ি করে মাঠে নামানোটা ঝুঁকি হতো বলেই মনে করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম। তবে, এমবাপ্পে না থাকার কারণেই কি, নেদারল্যান্ডসের বিপক্ষে গোলের দেখা পায়নি ফরাসিরা। ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচটিতে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই ফ্রান্সের ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরে শেষ ষোল নিশ্চিত হয়ে যেত। কিন্তু তারপরও দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়কে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাননি দেশ্যম।

ফরাসি কোচ বিশ্বাস করেন তাঁর এই সিদ্ধান্ত হয়তো নক আউট পর্বে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। যদিও তিনি আশা করছেন পোল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে এমাবাপ্পে ফিট হয়ে দলে ফিরবেন।

এ প্রসঙ্গে দেশ্যম বলেন, ‘এমবাপ্পে সুস্থ হয়ে উঠছে, প্রতিদিনই অবস্থার উন্নতি হচ্ছে। এটা যদি আজকে ভাগ্য নির্ধারনী ম্যাচ হতো তবে আমি হয়তো তাকে খেলানো নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতাম। আমরা এই ম্যাচ থেকে এক পয়েন্ট অর্জন করেছি, এটাই গুরুত্বপূর্ণ। দেখা যাক পরবর্তীতে কি হয়। সে কারনেই আমি মনে করি তাকে বেঞ্চে বসিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হয়েছে।’

এমবাপ্পের অনুপস্থিতিতে কাল দলকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার আঁতোয়ান গ্রীজম্যান। যদিও ম্যাচে তার দুটি গোলের সেরা সুযোগ নষ্ট না হলে ফ্রান্সের জন্য পুরো চিত্রটা হয়তো ভিন্ন হতে পারতো। অবশ্য দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে নক আউট পর্বের পথে এক পা দিয়ে রেখেছে ফেবারিট ফ্রান্স।

নেদারল্যান্ডসের বিপক্ষে এমবাপ্পের স্থানে দলে ছিলেন অরেলিয়নে চুয়ামেনি। মধ্য মাঠে একজন বেশি খেলোয়াড় দিয়ে ডাচদের আক্রমনকে রুখতে চেয়েছিলেন দেশ্যম। যদিও নিজেদের সুযোগগুলো কাজে না লাগানোর কারণে জয়ী হতে পারেনি ফ্রান্স।

দেশ্যম বলেন, ‘আমি সব সময়ই সেরা দল বেছে নেবার চেষ্টা করি। যতটা সম্ভব দলে ভারসাম্য বজায় রাখার লক্ষ্য আমার সবসময়ই থাকে। পাঁচ থেকে ছয়টি সুযোগ কাল আমরা হাতছাড়া করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link