Social Media

Light
Dark

বাংলাদেশে আসতে উদগ্রীব বিশ্বজয়ী মার্টিনেজ

খবরটা নিশ্চিত ছিলো আগেই। এবার সেই এমিলিয়ানো মার্টিনেজ নিজেই জানালেন বাংলাদেশে আসার কথা। প্রথমবারের মত বাংলাদেশে আসছেন কাতার বিশ্বকপের সেরা এই গোলরক্ষক। আগামী ৩ জুলাই উপমহাদেশ সফরে আসছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে এমিলিয়ানো নিজেই জানিয়েছেন বাংলাদেশ সফর নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।

আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা অবসান ঘটেছে কাতারে। ১৯৮৬ সালে ম্যারাডোনার পর ২০২২ সালে কাতারে মেসি মার্টিনেজদের হাত ধরে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে লিওনেল মেসি অগ্রদূত হলে তাঁর প্রধান সেনানী যেন ছিলেন এমিলিয়ানো। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে রীতিমতো জীবন দিয়ে দিয়ে প্রস্তুত ছিলেন এই গোলরক্ষক।

এবার সেই এনিলিয়ানো আসছেন বাংলাদেশে। যদিও প্রথম তাঁর বাংলাদেশে আসার কথা ছিলো না। কলকাতা সফরে জুলাইয়ের প্রথম সাপ্তাহে ভারত সফরের কথা পাকা করা ছিলো তাঁর। সেখান থেকে নিজ আগ্রহে বাংলাদেশে আসতে যাচ্ছেন এমি। বিশ্বকাপের সময় থেকে প্রবল আলোচনায় থাকা আর্জেন্টিনা-বাংলাদেশের সম্পর্কের আরো একটি নিদর্শন হতে যাচ্ছে সেটি।

আর্জেন্টাইন ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের প্রেম এখন আর অজানা নয় কারো। সেই ভালোবাসার প্রতিদান দিতেই কিনা বাংলাদেশে সফরে আসতে যাচ্ছেন এই গোলরক্ষক। এমিলিয়ানো জানান, বাংলাদেশ সফরের জন্য কত আগ্রহভরে অপেক্ষা করছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমিলিয়ানো লেখেন, ‘হ্যালো সবাইকে। আমি প্রথমবারের মত উপমহাদেশ সফর করতে যাচ্ছি আগামী তিন জুলাই থেকে পাঁচ জুলাই পর্যন্ত। যেখানে আমি অনেক দাতব্য প্রতিষ্ঠানের কাজে অংশ নেব, সেই সাথে মোহনবাগান ক্লাবের একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে থাকব। এছাড়াও ভক্তদের সাথে দেখা করা সহ স্পন্সরদের সাথে বিভিন্ন কার্যক্রমে অংশ নেব এবং সুন্দর এই খেলাটিকে সবার কাছে তুলে ধরব।’

কলকাতা এবং ঢাকা সফর নিয়ে এমিলিয়ানো বলেন, ‘আমি জানি কলকাতা এবং বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত আছে এবং আমি তাদের সাথে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি। শতদ্রুকে ধন্যবাদ এই উদ্যোগের জন্য।’

এরপর এমিলিয়ানো বাংলায় তাঁর ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’ সবকিছু ঠিক থাকলে আগামী তিন জুলাই সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলরক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link