চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড বিতর্কে উত্তাল পাকিস্তান ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে নামবে পাকিস্তান? ওপেনিংয়ে ফখর জামানের সঙ্গী কে হবে? দুবাইয়ের মন্থর উইকেটে ভারতের চার স্পিনারের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ কতটা টিকতে পারবে?

মোটে এক স্পিনার নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে নামবে পাকিস্তান? ওপেনিংয়ে ফখর জামানের সঙ্গী কে হবে? দুবাইয়ের মন্থর উইকেটে ভারতের চার স্পিনারের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ কতটা টিকতে পারবে?—এইসব প্রশ্ন এখন পাকিস্তান ক্রিকেট মহলের প্রধান আলোচনার বিষয়।

স্কোয়াড ঘোষণা হতেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। সবার দাবি একটাই, এই দল নিয়ে বৈশ্বিক আসরে লড়াই করা মুশকিল। পাকিস্তান দলে আছেন মাত্র এক স্পিনার। এটাও যথেষ্ট শঙ্কার কারণ। যেদিকে ভারত উইকেট বিবেচনা করে চারজন স্পিনার রেখেছে দলে, সেখানে এক স্পিনার দিয়ে কি করবে!

সাবেক ক্রিকেটাররা একের পর এক আঘাত হানছেন নির্বাচকদের সিদ্ধান্তের ওপর। সবচেয়ে কঠোর সমালোচনা করেছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এক ভিডিও বার্তায় ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, ‘শেষ ২০ ম্যাচে যার বোলিং গড় ১০০ এবং ব্যাটিং গড় ৯, সে কীভাবে স্কোয়াডে জায়গা পায়? ফাহিম আশরাফকে একেবারে আকাশ থেকে নামিয়ে দলে ঢোকানো হয়েছে!’

আকরামের প্রশ্ন, ভারত যেখানে চার স্পিনার নিয়ে পরিকল্পনা সাজিয়েছে, সেখানে পাকিস্তান কেন মাত্র একজন স্পিনার নিয়ে নামবে?  শুধু আকরাম নন, ব্যাটার আহমেদ শেহজাদও নির্বাচকদের ধুয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘শুধু একজন স্পিনার নিয়ে দুবাইতে খেলতে যাচ্ছি? এটা কি আসলেই সত্যি?’

শেহজাদের মতে, সৌদ শাকিল, উসমান খান, ফাহিম আশরাফরা সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সে দলে থাকার মতো কিছুই করেননি। বরং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভালো খেলেই তারা দলে ঢুকে গেছেন। শেহজাদ প্রশ্ন তুলেছেন, ‘সৌদ শাকিলকে দলে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তার জন্য পরিকল্পনা কী?’

ওপেনিং নিয়েও চলছে জোর আলোচনা। সাবেক উইকেটকিপার কামরান আকমল বলছেন, ‘বাবর-রিজওয়ান যদি ওপেন করে, তাহলে ঘরোয়া ক্রিকেটে যারা ধারাবাহিকভাবে পারফর্ম করছে, তাদের জায়গা কোথায়?’ তার মতে, নির্বাচকদের উচিত সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করা, নাহলে ভবিষ্যতে পাকিস্তানের ক্রিকেট আরো গভীর সমস্যায় পড়বে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ অবস্থা ধোঁয়াশায় ঘেরা। সমালোচকদের বক্তব্য আমলে নিয়ে নির্বাচকেরা কোনো পরিবর্তন আনবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। তবে এটুকু নিশ্চিত, টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানের ড্রেসিংরুমের পরিবেশ অস্থির হয়ে উঠেছে। এটা মাঠের লড়াইয়ে কী প্রভাব ফেলবে? উত্তর দেবে সময়।

Share via
Copy link