রোহিতকে নিয়ে প্রশ্নে হতভম্ব কোহলি

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ককে প্রশ্নটা করেও বসলেন এক সাংবাদিক। তাঁর প্রশ্নের ভাষাটা ছিল অনেকটা এরকম, ‘আপনার কাছে কি মনে হয় রোহিত শর্মাকে একাদশ থেকে বাদ দিয়ে ঈশান কিষাণকে নিলে আরো ভালো কিছু করতে পারতেন?’ বিরাট কোহলির কাছে উত্তর চেয়ে এমন প্রশ্ন করতেই যেন হতভম্ব ভারতীয় অধিনায়ক!

২৯ বছর রেকর্ড ভেঙে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো পাকিস্তান। তাও আবার পূর্ণশক্তির ভারতকে পাত্তা না দিয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাবর আজমের দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং – তিন বিভাগেই পাকিস্তানি ক্রিকেটারদের দাপটের সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারত।

টসে হেরে প্রথমে ব্যাট করে বিরাটের ফিফটিতে ১৫১ রান সংগ্রহ করে ভারত। এরপর রান তাড়া করতে নেমে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দাপুটে ব্যাটিংয়ে দশ উইকেটের ঐতিহাসিক এক জয় তুলে নেয় পাকিস্তান।

অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ছক্কা ও ৫ চারে ৪১ বলে ৬০ রানের ইনিংস খেলা রোহিত শর্মা পাকিস্তানের বিপক্ষে ফেরেন গোল্ডেন ডাকের শিকার হয়ে। শাহীন শাহ আফ্রিদির ইয়োর্কারে লেগ বিফোরের ফাঁদে পড়েন রোহিত।

বিরাট কোহলি, ঋষাভ পান্ত ছাড়া বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হলেও হারের কারণ খুঁজতে গিয়ে অনেকেই আঙুল তুলেন অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মার উপর। ইংল্যান্ডের বিপক্ষে ৪৬ বলে ৭০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন কিষাণ। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলা ঈশান কিষাণের সুযোগ না পাওয়া নিয়েও অনেক ভারতীয় সমর্থকদের ক্ষোভ ছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ককে প্রশ্নটা করেও বসলেন এক সাংবাদিক। তাঁর প্রশ্নের ভাষাটা ছিল অনেকটা এরকম, ‘আপনার কাছে কি মনে হয় রোহিত শর্মাকে একাদশ থেকে বাদ দিয়ে ঈশান কিষাণকে নিলে আরো ভালো কিছু করতে পারতেন?’ বিরাট কোহলির কাছে উত্তর চেয়ে এমন প্রশ্ন করতেই যেন হতভম্ব ভারতীয় অধিনায়ক!

মাথায় হাত দিয়ে বিরাটের মুখে দেখা গেলো হাসিও! প্রশ্ন শুনে যে তিনি অবাক হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই প্রতিত্তোরে বললেন, ‘আমার কাছে যেই দলটা সেরা মনে হয়েছে আমি সেটাই খেলিয়েছি। আপনি কাকে খেলাতে চান? রোহিত? আপনি রোহিত শর্মাকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বাদ দিতে চান? যে কিনা প্রস্তুতি ম্যাচেই অসাধারণ খেলেছে!’

সেই সাথে মুখে হাসির রেখা টেনে অনেকটা ক্ষোভ নিয়েই বিরাট বললেন, ‘যদি আপনি বিতর্ক চান তাহলে আগেই বলেন, আমি সে হিসেবেই জবাব দিবো।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা। ভারতের হয়ে এই তালিকার দুইয়ে আছেন তিনি। ১১২ ম্যাচে ৩২ গড়ে ১৩৯ স্ট্রাইক রেটে ২৮৬৪ রান করেছেন রোহিত। ২২ টি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪ সেঞ্চুরিও। একা হাতে ভারতকে কত ম্যাচে জিতিয়েছেন তার ইয়ত্তা নেই। রোহিতের মতো অভিজ্ঞ ওপেনারকে বাদ দেওয়ার প্রসঙ্গে তাই বিস্মিত খোদ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...