করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ

রিয়াদ জানিয়েছেন, তেমন কোনো উপসর্গ নেই তাঁর শরীরে। আবহাওয়া পরিবর্তনের কারণে হালকা ঠাণ্ডা লেগেছিল। তারপরও এখন তাঁকে থাকতে হবে আইসোলেশনে। সব ঠিক ঠাক থাকলে রোববার সকাল ১০টার ফ্লাইটে তাঁর পাকিস্তান যাওয়ার কথা। তবে, শনিবারের ফলাফলে পরিকল্পনা পাল্টাতে হল।

তেমন কোনো শারীরিক উপসর্গ ছিল না বললেই চলে। তারপরও কোভিড ১৯ টেস্ট করিয়েছিলেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, ফলে টেস্ট করার কোনো বিকল্প নেই।

সেখান থেকে প্রথমদিন আসে দু:সংবাদ। করোনা ভাইরাসের টেস্টে পজিটিভ আসেন অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদ। সন্দেহ হওয়ায় পরদিন আবারো পরীক্ষা করালেন। এবারো আসলো একই ফলাফল। পরীক্ষার এমন ফলাফলে তাই চমকে উঠতেই হচ্ছে।

এখন তাই বলতেই হচ্ছে – করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে, রিয়াদের আপাতত পিএসএলে খেলা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলা হবে কি না – সে নিয়ে আছে সন্দেহ। নি:সন্দেহে ক্রিকেটের জন্য এটা বড় দু:সংবাদ। এর আগে করোনা ভাইরাসে মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, আবু জায়েদ রাহি, সাইফ হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হন।

রিয়াদ জানিয়েছেন, তেমন কোনো উপসর্গ নেই তাঁর শরীরে। আবহাওয়া পরিবর্তনের কারণে হালকা ঠাণ্ডা লেগেছিল। তারপরও এখন তাঁকে থাকতে হবে আইসোলেশনে। সব ঠিক ঠাক থাকলে রোববার সকাল ১০টার ফ্লাইটে তাঁর পাকিস্তান যাওয়ার কথা। তবে, শনিবারের ফলাফলে পরিকল্পনা পাল্টাতে হল।

সর্বশেষ বিসিবি আয়োজিত ওয়ানডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে মাঠে নামার কথা ছিল তাঁর। বিসিবি খেলার জন্য ছাড়পত্রও দিয়েছিল। তবে, এর সবই এখন অতীত।

করোনা ভাইরাসের কারণে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি মাঝপথে বন্ধ করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে, নতুন করে সূচি প্রকাশ করেছে পিসিবি। আয়োজন করা হবে প্লে-অফের ম্যাচগুলো।

১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠি হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচগুলো। এরপর ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এই আসরের ফাইনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। স্বাস্থ্যবিধি মেনেই এই আসরের বাকি ম্যাচগুলো আয়োজন করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ম্যাচ খেলতে এরই মধ্যে পাকিস্তানে পৌঁছাতে শুরু করেছেন আন্তর্জাতিক ক্রিকেটাররা। তাদের রাখা হবে জৈব সুরক্ষা বলয়ে।

রিয়াদ না খেললেও খেলবেন তামিম ইকবাল। তাকে দেখা যাবে লাহোল কালান্দার্সে। তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিস লিনের বদলী হিসেবে সুযোগ পেয়েছেন। ১৪ নভেম্বর, শনিবার তাঁর দলের মাঠে নামার কথা। প্রথম এলিমিনেটরে তাঁদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...