সুযোগ মিসেই হার

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ক্যাচ মিস আর অধিনায়কের বেশ কিছু দৃষ্টিকটু সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের চিত্র। ম্যাচে ব্যাকফুটে থাকা লঙ্কানদের দুর্দান্ত ইনিংসে ম্যাচে ফেরায় চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকশা। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানালেন তরুনদের এই সময়ে সেরাটা দিতে পারাটাই দলের জন্য বড় প্রাপ্তি।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ক্যাচ মিস আর অধিনায়কের বেশ কিছু দৃষ্টিকটু সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের চিত্র। ম্যাচে ব্যাকফুটে থাকা লঙ্কানদের দুর্দান্ত ইনিংসে ম্যাচে ফেরায় চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকশা। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানালেন তরুনদের এই সময়ে সেরাটা দিতে পারাটাই দলের জন্য বড় প্রাপ্তি।

শানাকা বলেন, ‘এটা খুব সহজ লক্ষ্য ছিলো না তাড়া করার জন্য। কিন্তু কেউ সেট হতে পারলে এটা খুব কঠিনও না। আসালাঙ্কা দুর্দান্ত ইনিংস খেলেছে। তরুনরা এই মোমেন্টে নিজেদের সেরাটা দিয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এটা সত্যি অসাধারণ।’

ক্যাচ মিসের কারণে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। স্পিনাররা ভালো করলেও সুযোগ কাজে লাগাতে না পারাই ম্যাচ হারের কারণ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একই সাথে ভুল শুধরে নিজেদের সেরাটা দিয়ে পরের ম্যাচে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক।

রিয়াদ বলেন, ‘আমি ভেবেছিলাম ১৭১ ডিফেন্ড করার মতো। লিটন ও নাইম ভালো একটা শুরু করেছিলো। নাইম ধরে রেখেছিলো। মুশফিক দুর্দান্ত ইনিংস খেলেছে। আমরা দশ ওভার পর্যন্ত ম্যাচে আধিপত্য বিস্তার করেছিলাম। এরপরই সবকিছু আমাদের বিপক্ষে গেছে। আমরা পরের ম্যাচে সেটা শুধরে নিবো। আমরা আইপিএলের ম্যাচগুলো দেখেছিলাম এবং ভেবেছি এখানে অতিরিক্ত স্পিনার নিলে হেল্প পাবো। স্পিনাররা ভালো বোলিং করেছে তবে আমরা একাধিক সুযোগ মিস করেছি। এই ম্যাচ আমাদের ব্যাটিং ইউনিটকে আত্মবিশ্বাস যোগাবে এবং আমরা পরের ম্যাচ নিয়ে ভাবছি।’

বড় টার্গেটকে সামনে রেখে শুরু থেকে মারমুখী ভঙ্গিতে ব্যাট করেন তরুন চারিথ আসালাঙ্কা। ম্যাচ থেকে ছিটকে পড়া লঙ্কানদের ম্যাচে ফেরাতে খেলেন ৪৯ বলে ৮০ রানের বিধ্বংসী এক ইনিংস। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পান তিনি।

আসালাঙ্কা বলেন, ‘খুব খুশি দেশের জন্য এরকম একটা ম্যাচজয়ী ইনিংস খেলতে পেরে। আমি খুব খুশি। আমার বন্ধুরাও এখন খুব খুশি হবে। তারা সবসময়ই আমাকে সাপোর্ট করেছে। যখন আমি প্রথম বল খেললাম, এটা খুব ভালো পিচই মনে হচ্ছিলো। আমি আমার স্বভাবসুলভ খেলাটাই খেলেছি। রাজাপাকশে অসাধারণ একটা ইনিংস খেলেছে। সেই মোমেন্টাম পরিবর্তন করে দেয়। আমি এটা ধরে রাখতে চাই এবং আমার দেশের জন্য পরের ম্যাচগুলোতেও এভাবে সেরাটা দিতে চাই।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...