মাশরাফির বিষয় শুধু নির্বাচকদের হাতে নেই

বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে অধিনায়ক ছিলেন মাশরাফি। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মাশরাফি। ঐ সিরিজের পরই করোনা বিপর্যয়ে বন্ধ হয়ে যায় সব ধরণের খেলাধূলা। প্রেসিডেন্টস কাপ দিয়ে ক্রিকেট মাঠে ফিরলেও করোনায় আক্রান্ত হয়ে ও হ্যামস্ট্রিংয়ের চোটে ফিরতে পারেননি মাশরাফি; ছিলেন সব ধরণের আলোচনার বাইরে।

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। বঙ্গবন্ধু টি-টেয়েন্টি কাপ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবনাতেও এখন এই সিরিজ। বিসিবির ভাবনাতে কি মাশরাফি বিন মুর্তজাও আছেন?

বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে অধিনায়ক ছিলেন মাশরাফি। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মাশরাফি। ঐ সিরিজের পরই করোনা বিপর্যয়ে বন্ধ হয়ে যায় সব ধরণের খেলাধূলা। প্রেসিডেন্টস কাপ দিয়ে ক্রিকেট মাঠে ফিরলেও করোনায় আক্রান্ত হয়ে ও হ্যামস্ট্রিংয়ের চোটে ফিরতে পারেননি মাশরাফি; ছিলেন সব ধরণের আলোচনার বাইরে।

কিন্তু চোট কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষের দিকে মাঠে ফিরেই দুর্দান্ত পারফর্ম করে আবারো আলোচোনায় নড়াইল এক্সপ্রেস। সবারই একটাই প্রশ্ন আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে সিরিজে সুযোগ পাবেন কি মাশরাফি? তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফির থাকার বিষয় নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না বোর্ড কর্তারাও।

কিছুদিন আগে বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছিলেন, মাশরাফির বিষয়টি সম্পূর্ণ নির্বাচকদের ব্যাপার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সুর মিলিয়েছে আকরামের সাথে। পাপন বলেন, থাকতে পারে। এটা নির্বাচকদের ওপরে। এই মুহূর্তে বলা মুশকিল। ওকে তো কেউ বাদ দিচ্ছেনা।

বোর্ড সভাপতি ও বোর্ড পরিচালক নির্বাচকদের উপরে সব ছেড়ে দিলেও নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে ভিন্ন সুর। মাশরাফির বিষয়ে সিদ্বান্ত শুধু নির্বাচক আর কোচের উপরই নির্ভর করবে না, এখানে মতামত থাকবে বোর্ডেরও।

এ বিষয়ে বাশার বলেন, ‘মাশরাফি থাকবে কিনা সেটি এখনো আলোচনাই হয়নি। দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এলে কথা হবে। আরো একটা বড় ব্যাপার হলো মাশরাাফি দলে রাখার বিষয়টি শুধু নির্বাচক, কোচদের ওপর নির্ভর করে না। বোর্ডেরও মতামত থাকবে।

ভবিষ্যতের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন হাবিবুল বাশার। তাই সিদ্বান্ত নেওয়া হবে যৌথ ভাবেই। বাশার বলেন, ‘এখানে মাশরাফিকে নিয়ে শুধু কোচদের বিষয়ে বললে হবে না। অবশ্যই তাঁদের ভবিষ্যত পরিকল্পনা আছে। আমাদেরও পরিকল্পনা ভবিষ্যত নিয়ে। বড় কথা হলো, দেশের যেটিতে ভালো হবে, তাই আমরা সিদ্ধান্ত নিবো। তাই মাশরাফিকে রাখা আর না রাখা আমাদের একক সিদ্ধান্ত হবে না।’

জানিয়ে রাখা ভাল, আগামী মাসে দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ হোম অফ ক্রিকেট শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রামে। সিরিজের সব গুলো ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়।

ওয়ানডে সিরিজ শেষে তিন ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১১ ফেব্রুয়ারি মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে। সফর সংক্ষিপ্ত করার জন্য বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...