Social Media

Light
Dark

দীর্ঘ মেয়াদি অধিনায়কের অভাব, পাকিস্তানের চিরকালীন সংকট

পাকিস্তান ক্রিকেট এখন দুর্বিষহ সময় পার করছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক ফলাফলের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে তাঁরা।

পাকিস্তান ক্রিকেট এখন দুর্বিষহ সময় পার করছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক ফলাফলের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে তাঁরা। দলে এখন স্থিতিশীলতা নেই বললেই চলে, আর এসবের জন্য দায়ী মূলত টিম ম্যানেজম্যান্ট। তাঁদের ঘন ঘন অধিনায়ক পরিবর্তন করার প্রভাব পড়েছে ড্রেসিংরুমের সম্প্রীতিতে।

এসব নিয়ে ইতোমধ্যে সমালোচনায় সরব হয়েছেন দেশটির ক্রিকেট সমর্থকেরা। এছাড়া সাবেক ক্রিকেটাররাও নীতিনির্ধারকদের এক হাত নিয়েছেন।

এরই ধারাবাহিকতায় মুখ খুলেছেন মঈন খান। তিনি বলেন, ‘স্কোয়াডে বারবার বদল আনা, অধিনায়ক পরিবর্তন করা অবশ্যই পারফরম্যান্সে প্রভাব ফেলবে। দুই দিন পর পর নেতৃত্বে পরিবর্তন আসলে খেলোয়াড়রা অধিনায়কের কথা শুনতে আগ্রহী হবে না। ক্রিকেট বোর্ড যদি কাউকে দীর্ঘ মেয়াদে নেতৃত্বভার দেয়,পূর্ণ সমর্থন দেয় তাহলে বর্তমান অবস্থার উন্নতি হতে পারে।’

প্রসঙ্গক্রমে উঠে আসে শাহীন শাহ আফ্রিদির কথা, লম্বা সময়ের জন্য দায়িত্ব দেয়া হবে জানিয়ে অধিনায়ক করা হয়েছিল তাঁকে। কিন্তু হুট করে এক সিরিজ পরেই সরিয়ে দেয়া হয়। ব্যাপারটি নিয়ে সাবেক এই উইকেটরক্ষক ক্ষোভ ঝেড়েছেন।

তিনি বলেন, ‘সাদা বলে অধিনায়ক হিসেবে শাহীন শাহর চেয়ে ভাল অপশন আর নেই। তাঁকে সরিয়ে দেয়া অন্যায় সিদ্ধান্ত ছিল। সে দলের অন্যতম সেরা পারফরমার, কিন্তু অধিনায়কত্ব থেকে বাদ দেয়ার পর তাঁর পারফরম্যান্স খারাপের দিকে গিয়েছে। কাউকে ভরসা না করতে পারলে ভাল কিছু আশা করবেন কিভাবে?’

সম্প্রতি ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে রিজওয়ানের নাম শোনা যাচ্ছে। তাঁকে নিয়ে এই কিংবদন্তি বলেন, ‘মোহাম্মাদ রিজওয়ানের সামর্থ্য নিয়ে কোন সংশয় নেই, তবে তাঁর বয়স একটা ইস্যু হতে পারে। শর্ট টার্মে সে ভাল অপশন মনে হচ্ছে। তবে দীর্ঘ মেয়াদের জন্য তরুণ কাউকে গড়ে তুলতে হবে এখনি, যেন আগামী দিনে দায়িত্ব দেয়া যায় তাঁকে।’

Share via
Copy link