ইনিংস ধসের বর্ষসেরা নায়ক

২০২১ সালে হয়েছে বেশকিছু টেস্ট। এমনকি প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই বছরেই। এ বছর অর্থাৎ ২০২১ সালে সবচেয়ে বেশিবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়াদের নিয়ে একটু আলাপচারিতার প্রয়োজন থেকেই একটি ছোট্ট তালিকা দাঁড় করানোর প্রচেষ্টা।

টেস্ট ক্রিকেট, ক্রিকেটের সবচেয়ে প্রাচীনতম ফরম্যাট। ব্যাটার-বোলার সবার কাছেই আলাদা এক মাহাত্ম আছে টেস্ট ক্রিকেটের। আলাদা এক সম্মান যেন বয়ে নিয়ে আসে ক্রিকেটের এই বনেদি ফরম্যাটের সাদা পোষাক। সব খেলোয়াড়দের স্বপ্ন থাকে আন্তর্জাতিক পর্যায়ে টেস্টের সেই সাদা জার্সি গায়ে জড়িয়ে নিজের নামের পাশে কোন এক রেকর্ড গড়ে রেখে যেতে। কেউ পারে কেউ পারে না। কেউ বনে যায় টেস্ট ক্রিকেটের নায়ক কেউ বা হারিয়ে যায় নিরবে নিভৃতে।

টেস্ট ক্রিকেট যেমন ব্যাটারদের ধৈর্য্যের পাশাপাশি তাঁদের ব্যাটিং টেকনিক, স্কিলের পরীক্ষা নেয় ঠিক তেমনটাই ঘটে বোলারদের ক্ষেত্রে। ব্যাটাররা যেমন শতক, দ্বি-শতক হাঁকায় ঠিক তেমনি বোলারদের সাফল্য হয়ে তাঁদের দক্ষতার কথা বলে একেকটি উইকেট। তবে কোন কোন বোলার রয়েছেন যারা ক্ষান্ত হননা একটি কিংবা দুইটি উইকেট পেয়ে। তাঁরা একা হাতে ধ্বসিয়ে দেন প্রতিপক্ষকে, তাঁদের ইনিংসের পাঁচ উইকেট নিজের করে নিয়ে।

২০২১ সালে হয়েছে বেশকিছু টেস্ট। এমনকি প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই বছরেই। এ বছর অর্থাৎ ২০২১ সালে সবচেয়ে বেশিবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়াদের নিয়ে একটু আলাপচারিতার প্রয়োজন থেকেই একটি ছোট্ট তালিকা দাঁড় করানোর প্রচেষ্টা।

  • অক্ষর প্যাটেল (ভারত)

ভারতের এ বছরে টেস্টে সবচেয়ে সফল বোলার নির্দ্বিধায় নবাগত অক্ষর প্যাটেল। এখন পর্যন্ত অক্ষর খেলেছেন মাত্র ৪টি ম্যাচ। এই চারটি ম্যাচই তিনি জায়গা করে নিয়েছেন এক ইনিংসে সর্বোচ্চবার পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকার একদম উপরে।

মোট পাঁচবার তিনি ম্যাচ বলটি নিজের করে নিয়েছেন ২৭ বছর বয়সী এই বা-হাতি অফ স্পিন বোলার। স্বপ্নের মতো এক বছর পার করছেন তিনি। এ বছর তাঁর উইকেট সংখ্যা ৩৩টি। মাত্র আটটি ইনিংস থেকে তিনি ৩৩টি উইকেট বাগিয়ে নিয়েছেন। এক ইনিংসে ছয় উইকেটের পাশপাশি এক ম্যাচে এগারো উইকেট নেওয়ার কীর্তি এবছরই গড়েছেন অক্ষর প্যাটেল। তাতে করে তাঁর নামের পাশে এক ম্যাচে দশ উইকেট নেওয়ার রেকর্ডটাও যুক্ত হয়ে গিয়েছে।

  • হাসান আলী (পাকিস্তান)

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফ ফর্ম দিয়ে আসলে হাসান আলীকে যদি বিবেচনা করা যুক্তিসঙ্গত কোন কাজ নয়। কেননা ২০২১ এ টেস্ট ক্রিকেটে তিনি পাকিস্তানের অন্যতম সেরা একজন বোলার। যার নামের পাশে রয়েছে ৩৯টি উইকেট।

সাত ম্যাচের ১৪ ইনিংস থেকে তিনি এই ৩৯ উইকেট সংগ্রহ করতে অক্ষর প্যাটলের সমান পাঁচ বার এক ইনিংসের পাঁচ উইকেট করে নিয়ে রয়েছেন আমাদের আজকের তালিকার দ্বিতীয় স্থানে। এক ম্যাচে দশ উইকেটও নিয়েছেন হাসান আলী। পাকিস্তানের বোলিং আক্রমণের এই কাণ্ডারির এক ইনিংসের সেরা বোলিং ফিগার ৫/২৭। প্রায় ৩১ স্ট্রাইকরেটে এ বছরের সাত টেস্ট ম্যাচে তিনি উইকেট নিয়েছেন নিয়মিত।

  • কাইল জেমিসন (নিউজিল্যান্ড)

প্রথম টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলা দুই দলের মধ্যে একটি নিউজিল্যান্ড। এ বছর  নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সেরা অস্ত্র ছিলেন কাইল জেমিসন। ব্ল্যাকক্যাপসদের হয়ে ২০২১ সালে খেলেছেন মোটে চার টেস্ট। চার টেস্টে আট ইনিংসে বোলিং করে তাঁর উইকেট সংখ্যা ২৭টি।

জেমিসন তাঁর খেলা আট ইনিংসের মধ্যে তিনবার এক ইনিংসে পাঁচ উইকেট করে শিকার করে নিজেকে রেখেছেন তালিকার তৃতীয় স্থানে। এক ইনিংসে মাত্র ৪৮ রানের বিপরীতে ছয় উইকেটই তাঁর সেরা বোলিং ফিগার। বছরের শেষভাগটায় তাঁর এই পরিসংখ্যানে আরো উন্নতি সাধনের সুযোগ রয়েছে কাইল জেমিসনের কাছে।

  • শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)

পাকিস্তানের পেস বোলিং আক্রমণ বরাবরই সেরা। আর তাঁদের পেস বোলারদের ছাড়া বোলিং নিয়ে করা যেকোন তালিকা করা বেশ মুশকিল। যেমন আজকের এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা হাসান আলীর সঙ্গী হিসেবে পাকিস্তানের আরেক পেস বোলার শাহীন শাহ আফ্রিদি যুক্ত হয়েছেন।

এ বছর আফ্রিদি হাসানের থেকে একটি টেস্ট ম্যাচ বেশি খেলেছেন। তাঁর উইকেট সংখ্যাও তুলনামূলক বেশি হাসানের থেকে। ১৫ ইনিংসে বল করে আফ্রিদির উইকেট সংখ্যা ৪৪টি। কিন্তু এক ইনিংসে পাঁচ উইকেটর শিকার তিনি মাত্র তিন বার করে অবস্থান করছেন তালিকার চতুর্থস্থানে। তাঁর সেরা বোলিং ফিগার ৬/৫১।  একটি টেস্ট ম্যাচে এগারো উইকেট নিয়ে এক ম্যাচে দশ উইকেটের সেই ট্যালিতে একটি দাগ কেটেছেন শাহীন শাহ আফ্রিদি।

  • রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

ভারতের অভিজ্ঞ স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিনকে দিয়েই শেষ হচ্ছে ২০২১ পঞ্জিকা বর্ষে সর্বোচ্চবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকা। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এবছর অশ্বিনের খেলা টেস্টে সংখ্যা সাতটি। প্রায় ৪৭ স্ট্রাইকরেটে তিনি উইকেট নিয়েছেন ৪৪টি।

এর মধ্যে তিন ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েছেন তিনি। তারমধ্যে সেরা বোলিং ফিগার ৬১ রানের বিপরীতে ৬ উইকেট। এক ম্যাচে নয় উইকেট পর্যন্ত পেয়েছিলেন তিনি। তাতেই তাঁর এক ম্যাচে দশ উইকেট পাওয়ার ছকটা খালিই রয়ে গেলো আপাতত। যদিও অশ্বিন আরো একটি টেস্ট খেলতে চলেছেন ক’দিন বাদেই। সুযোগ থাকছে এবছরের পরিসংখ্যানে পরিবর্তন আনার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...