সামর্থ্য প্রমাণের সুযোগ

চোটের কারণে এই সিরিজে খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। কোয়ারেন্টাইন জটিলতায় নেই মুশফিকুর রহিম। পারিবারিক কারণে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন লিটন দাস। নেই আমিনুল ইসলাম বিপ্লবও। তাদের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে খেলোয়াড়দের সামর্থ্য প্রমাণের সিরিজ হিসাবে দেখছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বিশ্বাস করেন এই সিরিজে তরুণ ক্রিকেটাররাও তাদের প্রতিভা ও স্কিলের প্রতি সুবিচার করতে পারবেন।

চোটের কারণে এই সিরিজে খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। কোয়ারেন্টাইন জটিলতায় নেই মুশফিকুর রহিম। পারিবারিক কারণে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন লিটন দাস। নেই আমিনুল ইসলাম বিপ্লবও। তাদের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।

আগের সিরিজেও ছিলেন না মুশফিক, তামিম ও লিটন। তিন ক্রিকেটারকে ছাড়া জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতলেও তুলনামূলক সহজ প্রতিপক্ষ বলে জয় নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে অস্ট্রেলিয়ার সাথে জিতলে সেটা আলাদা ভাবেই নজর কাড়বে সবার। তাই সিরিজ শুরুর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানালেন এটাই সবার সামর্থ্য প্রমাণের সুযোগ।

মাহমুদউল্লাহ বলেন, ‘ওদের গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটার হয়তো আসেনি। আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার আমরা মিস করছি। আমরা লিটন, মুশফিক, তামিমকে মিস করছি। এই সিরিজ সব খেলোয়াড়ের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ। ঘরের মাঠে আমরা বেশ ভালো দল। চেষ্টা করব এটা এই সিরিজে আরো একবার প্রমাণ করার।’

তিনি আরো বলেন, ‘সোহান, আফিফ ও শামিমদের সামর্থ্য আছে ম্যাচ শেষ করার। ভালো ছন্দে আছে এবং ওদের উপর পূর্ণ আস্থা রাখছি। আমি আশা করি এই সিরিজে তারা তাদের প্রতিভা এবং স্কিলের প্রতি সুবিচার করতে পারবে। আমি প্রায় সময় টি-টোয়েন্টিতে ৫-৬ নম্বরে ব্যাটিং করেছি। কিন্তু গত সিরিজে আমি জিম্বাবুয়ের সাথে উপরের দিকে ব্যাট করেছি। হয়ত এই সিরিজেও উপরে দিকে ব্যাট করতে হতে পারে। ইনশাআল্লাহ্‌ চেষ্টা করব দলের প্রয়োজনে অবদান রাখতে পারি’

ওয়ানডেতে ঘরের মাঠে যে কোন দলের জন্যই কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ। কিন্তু ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি তখন ঘরের মাঠেও বিবর্ণ থাকে বাংলাদেশের পারফরম্যান্স। তবে বাংলাদেশের অধিনায়ক মনে করেন নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। তাই নিজেদের সেরা ক্রিকেট খেলেই অস্ট্রেলিয়াকে হারাতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি ফরম্যাটা এমন আপনি র‍্যাংকিংয়ে যত উপরের দলই হন না কেন, যদি নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারেন যে কাউকে হারাতে পারবেন। আমাদের সেরা ক্রিকেট খেলেই ওদের হারাতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্কিল গুলো আমরা ম্যাচের দিন কতটুকু দিতে পারি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কতটুকু দিতে পারি। ঐ জিনিস গুলোর উপর অনেক কিছু নির্ভর করে।’

অস্ট্রেলিয়ার সাথে এর আগে ৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সব গুলোতেই হেরেছে বাংলাদেশ। তবে আগের যে কোন দলের চেয়ে এই দলকে এগিয়ে রাখছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের অধিনায়ককে সাহস দিচ্ছেন দলের পাঁচ ছয় জন অলরাউন্ডার। এছাড়া বোলিং ইউনিট নিয়েও আশাবাদী তিনি।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘দলে আমরা পাঁচ ছয় জন অলরাউন্ডার আছি। বোলিং ইউনিট ও ভালো, মুস্তাফিজ ফিট আছে, তাসকিন শরিফুল ভালো করছে, রুবেল আছে, সাইফ টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা বোলার। স্পিনার হিসেবে দলে সাকিব, নাসুম, মেহেদী, তাইজুল আছে। আমাদের দল আরও ভালো খেলার সামর্থ্য রাখে। ভালো খেলেলে দ্রুত র‍্যাংকিংয়েও পরিবর্তন আসবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...