আইপিএলের দ্রুততম ‘৫০’

শুনলেই প্রথমে মনে হয় ব্যাটসম্যানদের রাজত্ব। চার-ছক্কার জোয়ারে ব্যাটারদের জন্য যেনো এক স্বর্গ আইপিএল। দ্রুত রান করার জন্য কত রকমের শটই না খেলছেন। দর্শকরাও মাঠে যান এমন শট গুলো দেখার জন্যই। এই আসরে বোলারদের আর সুযোগ কই। তবুও আইপিএলে এমন কিছু বোলার এসেছে যারা নিজেদের স্কিল দিয়ে ব্যাটসম্যানদের এই আসরেও নিজেদের একটা স্থান করে নিয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুনলেই প্রথমে মনে হয় ব্যাটসম্যানদের রাজত্ব। চার-ছক্কার জোয়ারে ব্যাটারদের জন্য যেনো এক স্বর্গ আইপিএল। দ্রুত রান করার জন্য কত রকমের শটই না খেলছেন। দর্শকরাও মাঠে যান এমন শট গুলো দেখার জন্যই। এই আসরে বোলারদের আর সুযোগ কই।

তবুও আইপিএলে এমন কিছু বোলার এসেছে যারা নিজেদের স্কিল দিয়ে ব্যাটসম্যানদের এই আসরেও নিজেদের একটা স্থান করে নিয়েছেন। আইপিএলে দ্রুত ৫০ উইকেট তুলে নেয়া বোলারদের একটি তালিকা তৈরি করা হলো। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক।

  • কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)

আইপিএলে সবচেয়ে দ্রুত ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। নারাইন এই রেকর্ড করেছিলেন ৩২ ম্যাচে। তবে রাবাদা ৫০ উইকেট নিতে খেলেন মাত্র ২৭ ম্যাচ।

  • সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)

স্পিনারদের মধ্যে তিনিই সবচেয়ে দ্রুত ৫০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন। সব বোলারদের মধ্যেও তিনি দ্রুততম থাকলেও পরে রাবাদা তাঁর রেকর্ড ভেঙে দেয়। ৫০ উইকেট পেতে তিনি খেলেছিলেন মোট ৩২ ম্যাচ। পরে রাবাদা ২৭ ম্যাচেই ৫০ উইকেট নিলে তিনি এখন তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন।

  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার আছেন তালিকার তৃতীয় অবস্থানে। শ্রীলঙ্কার এই স্পিডস্টার তাঁর আইপিএলের ৫০ তম উইকেট নিয়েছেন ৩৩ ম্যাচে। তাঁর ৫০তম উইকেট ছিলেন শেন ওয়াটসন।

  • ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার আছেন তালিকার চতুর্থ অবস্থানে। আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। এই লিগে ৫০ উইকেট নিতে খেলেছেন মোট ৩৫ ম্যাচ।

  • মিশেল ম্যাকক্লেনাঘান (নিউজিল্যান্ড)

আইপিএলের কম আলোচিত এই বোলার এবারের আসরে কোনো দল পাননি। নিউজিল্যান্ডের এই বাঁহাতি পেসারও আছেন দ্রুত ৫০ উইকেট তুলে নেয়ার তালিকায়। মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার তাঁর ৩৬ আইপিএল ম্যাচেই নিয়েছিলেন ৫০ উইকেট।

  • অমিত মিশ্র (ভারত)

অমিত মিশ্র আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ভারতীয় বোলারদের মধ্যে আইপিএলে তিনিই সবচেয়ে বেশি সফল। তিনি তাঁর ৫০ উইকেট নিয়েছেন মাত্র ৩৭ ম্যাচেই।

  • মিশেল জনসন (অস্ট্রেলিয়া)

মিশেল জনসন তাঁর দিনে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বোলারদের একজন। অজি এই বোলার তাঁর আইপিএলের প্রথম ৫০ উইকেট নিয়েছেন ৩৯ ম্যাচে।

  • মোহিত শর্মা (ভারত)

চেন্নাই সুপার কিংসের তালিকা এই বোলারও আছেন এই তালিকায়। ধোনির অসাধারণ ব্যবহারও তাঁর এই সাফল্যের বড় কারণ। সবমিলিয়ে ৫০ উইকেট পেতে তিনি খেলেছেন ৩৯ ম্যাচ। যদিও, এবারের আসন্ন আইপিএলে তিনি দলই পাননি।

  • আর পি সিং (ভারত)

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত দলের স্টার পারফর্মার ছিলেন আর পি সিং। বাঁহাতি এই পেসার তাঁর ৫০ তম উইকেট নিয়েছিলেন ৪০ আইপিএল ম্যাচে।

  • সন্দীপ শর্মা (ভারত)

ভারতের এই পেসার পাওয়ার প্লে তে তাঁর স্যুইং বোলিং এর জন্য বেশ জনপ্রিয়। পাঞ্জাবের হয়ে বোলিং ওপেনিং করে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন এই বোলার। তিনিও আইপিএলের প্রথম ৫০ উইকেট নিয়েছেন ৪০ ম্যাচেই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...