টস ভাগ্যে মন্দা

প্রতিটি দলের অধিনায়কই চান টস জিতে নিজেদের পছন্দ মত ব্যাটিং বা ফিল্ডিং করতে। তবে টস টা পুরোপুরি ভাগ্যের উপরই নির্ভর করে। ভারতের সফল অধিনায়করাও টস হেরেছেন অনেকবার। টেস্টের টস ভাগ্যে কোন কোন ভারতীয় অধিনায়করা আছেন সবচেয়ে পিছিয়ে? চলুন জেনে নেই।

ক্রিকেট ম্যাচে সাদা চোখে অনেকেই হয়তো টসের গুরুত্বটা ধরতে পারেন না। তবে ক্রিকেটপ্রেমীরা জানেন কখনো কখনো টস জেতাটা ক্রিকেটে কতটা জরুরি হয়ে উঠে। বিশেষ করে কিছু কন্ডিশন ও পিচে ব্যবহার টসকে আরো গুরুত্বপূর্ণ করে তোলে। এছাড়া প্রতিটি দলের আলাদা শক্তির জায়গা থাকে। কেউ হয়তো আগে ব্যাট  করতে চায় আবার কেউ রান তাড়া করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।

ফলে প্রতিটি দলের অধিনায়কই চান টস জিতে নিজেদের পছন্দ মত ব্যাটিং বা ফিল্ডিং করতে। তবে টস টা পুরোপুরি ভাগ্যের উপরই নির্ভর করে। ভারতের সফল অধিনায়করাও টস হেরেছেন অনেকবার। টেস্টের টস ভাগ্যে কোন কোন ভারতীয় অধিনায়করা আছেন সবচেয়ে পিছিয়ে? চলুন জেনে নেই।

  • কপিল দেব

ভারত তাঁদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ ছুঁয়ে দেখেছিল কপিল দেবে হাত দিয়েই। ভারতের অন্যতম সফল এই অধিনায়ক টেস্ট ক্রিকেটেও লম্বা সময় দেশটির অধিনায়ক ছিলেন।

তবে এর মধ্যে ১৯ টি টেস্ট ম্যাচের টস হেরেছেন কপিল দেব। টস হারা সেই ১৯ ম্যাচে মাত্র ১ টি তে জয় পেয়েছিল ভারত। এছাড়া ১২ ম্যাচে ড্র ও ৫ টি হার নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতের এই অধিনায়ককে।

  • সুনীল গাভাস্কার

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যানদের একজন তিনি। দেশটির ক্রিকেটের ব্যাটিং রূপকথাই পাল্টে দিয়েছিলেন এই ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন তিনি।

তিনি অধিনায়ক হিসেবে মোট ২৫ টি টেস্ট ম্যাচে টস হেরেছেন। সেই ২৫ ম্যাচের মাত্র ৫ টিতে জয় পেয়েছিল ভারত। বিপরীতে চারটি টেস্ট ম্যাচ হেরেছিল ভারত। এছাড়া বাকি ১৬ ম্যাচই হয়েছে ড্র।

  • সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। ভারতীয় ক্রিকেটকে লড়তে শিখিয়েছিলেন তিনি। ভারতের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন লম্বা সময়। ব্যাটসম্যান হিসেবেও সৌরভ ছিলেন অন্যতম সেরা।

সব মিলিয়ে মোট ২৮ টি টেস্ট ম্যাচে টস হেরেছেন ভারতের এই অধিনায়ক। তবে সেই ২৮ ম্যাচের ১২ টিতেই জয় পেয়েছে ভারত। এছাড়া ৭ টি ম্যাচ হয়েছিল ড্র। ওই ২৮ ম্যাচের বাকি ৯ টি ম্যাচে জয় গিয়েছিল প্রতিপক্ষের ঘরে।

  • মহেন্দ্র সিং ধোনি

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ও সফলতম  অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের ক্রিকেটকে এই কিপার ব্যাটসম্যান নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। ব্যাট হাতেও তিনি ছিলেন অনন্য। ভারতের কত কঠিন ম্যাচে শেষ পর্যন্ত লড়ে জয় এনে দিয়েছেন তিনি।

তবে, ভারতের এই অধিনায়কও টস হেরেছেন মোট ৩৪ বার। সেই ৩৪ ম্যাচের অবশ্য ১৮ টিতেই জয় পেয়েছে ধোনির দল। বাকি ৯ টি ম্যাচ হার ও ৭ টি ম্যাচ ড্র দিয়ে শেষ করেছে ভারত। ফলে টস হারলেও জয় এনে দিতে কোন কার্পন্য করেননি এই অধিনায়ক।

  • বিরাট কোহলি

এই মুহূর্তে বিশ্বক্রিকেটের সফলতম ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবেও বেশ সফল তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হেরে তিনি উঠে এসেছেন এই তালিকার চূড়ায়।

ধোনির ৩৪ হারকে টপকে তিনি এখন পর্যন্ত টস হেরেছেন মোট ৩৫ বার। এরমধ্যে ভারত জয় পেয়েছে ১৪ ম্যাচে। এবং হারের সংখ্যাও ঠিক ১৪। এবার ইংল্যান্ডকে হারিয়ে জয়কে এগিয়ে রাখতে পারেন কিনা দেখা যাক।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...