দীনেশ কার্তিক ও ভারতের বিশ্বকাপ ভাবনা

‘ঋষাভ পান্ত নাকি দীনেশ কার্তিক’ - এই বিতর্কের তো অবসান হয়েছে। কারণ দুই জনই আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। তবে একসঙ্গে দুইজনকে দলে রেখে মাঠে নামাটা কঠিন হয়ে দাড়িয়েছে অধিনায়ক রোহিত শর্মার জন্য। আর তাই ভারতীয় দলে দীনেশ কার্তিক এবং ঋষাভ পান্তকে রোস্টার করে খেলানো হচ্ছে। যদিও, অধিনায়ক রোহিত শর্মার কথায় একটা ব্যাপার পরিস্কার যে বিশ্বকাপের আগে তিনি দীনেশ কার্তিককেই বেশি সুযোগ দেওয়ার পক্ষে।

‘ঋষাভ পান্ত নাকি দীনেশ কার্তিক’ – এই বিতর্কের তো অবসান হয়েছে। কারণ দুই জনই আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। তবে একসঙ্গে দুইজনকে দলে রেখে মাঠে নামাটা কঠিন হয়ে দাড়িয়েছে অধিনায়ক রোহিত শর্মার জন্য। আর তাই ভারতীয় দলে দীনেশ কার্তিক এবং ঋষাভ পান্তকে রোস্টার করে খেলানো হচ্ছে। যদিও, অধিনায়ক রোহিত শর্মার কথায় একটা ব্যাপার পরিস্কার যে বিশ্বকাপের আগে তিনি দীনেশ কার্তিককেই বেশি সুযোগ দেওয়ার পক্ষে।

এশিয়া কাপে সুযোগ এসেছিলো দীনেশ কার্তিকের সামনে। কিন্তু জাদেজার ইনজুরি ও দলে বাঁ-হাতি ব্যাটারের টানাপোড়নের কারণে আর সুযোগ জোটেনি কার্তিকের। কার্তিকের জায়গায় বাকী ম্যাচগুলোতে দায়িত্ব তুলে দেয়া হয় পান্তের কাঁধে। এশিয়া কাপ শেষে অস্ট্রেলিয়া সিরিজের জন্য শীঘ্রই দলে ডাক পান দীনেশ কার্তিক। ঘরের মাঠে তিনটি টি- টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২-১ ব্যবধানে এই সিরিজটি জিতে নেয় ভারত। এই সিরিজেই দীনেশ কার্তিক আর অধিনায়ক রোহিত শর্মার ‘ব্রোমান্স’ টা বেশ নজর কেড়েছে সবার।

এবার দীনেশ কার্তিক সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন রোহিত শর্মা। রোহিত জানালেন তিনি মনে করেন টি- টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে উইকেটরক্ষক কাম ব্যাটার দীনেশ কার্তিককে তিনি আরও সময় দিতে চান। কার্তিক ও পান্ত  একে অপরের বিকল্প হিসেবে কাজ করলেও অস্ট্রেলিয়ার সাথে তিন ম্যাচেই কার্তিককে সুযোগ দেয়া হয়েছিল। রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘আমি চেয়েছিলাম এই দুই ছেলেই বিশ্বকাপের আগে অনেকগুলো ম্যাচ খেলুক। তাই এশিয়া কাপেও দুইজনকেই দলে রাখা হয়েছিল।’

রোহিত মনে করেন দীনেশের নিজেকে প্রমাণের আরও সুযোগ দরকার। তিনি বলেন, ‘কিন্তু আমি মনে করছি দীনেশের খেলার জন্য একটু বেশি সময় দরকার। এই সিরিজেও সে তেমন একটা ব্যাটিং এর সুযোগ পায়নি। তাই এটি তাঁর জন্য যথেষ্ট নয়।’ বলাই বাহুল্য, কার্তিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট সাতটি বল মোকাবেলা করেছেন।

যাই হোক বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ভারত- দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ। এই সিরিজে তারা খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে দলে জায়গা পাবেন কার্তিক নাকি পান্ত তা নিয়ে কিছু খোলাসা করে না বললেও খুব সম্ভবত কার্তিককেই দেখা যাবে গ্লাভস হাতে উইকেটের পেছনে। অন্তত রোহিত শর্মার কথা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। অবশ্য রোহিত বলেছেন কার্তিক বা পান্তের দলে অন্তর্ভুক্তি সেখানকার পরিস্থিতির উপর নির্ভর করবে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপ দেখে দলে বাঁ-হাতি ব্যাটারের প্রয়োজন বোধ করলে দলে পান্তকে দেখা যাওয়াটাও তেমন অস্বাভাবিক নয়। আর যদি সে পরিস্থিতি না হয় তাহলে কার্তিকেই ভরসা রাখবে ম্যানেজমেন্ট।

রোহিত শর্মা আরও বলেন, ‘কিন্তু আমরা চেষ্টা করবো খুব সাবধানে এই ছেলেদের পরিচালনা করতে। আমি জানি যে বিশ্বকাপের আগে তাঁদের সবাইকেই খেলানো দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি মাঠে নামাতে পারবেন কেবল এগারো জনকে।’

‘কার্তিক নাকি পান্ত’ এই বিতর্কে নানা জন নানা মত দিয়েছেন। কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার মনে করেন ভারতের টি- টোয়েন্টি বিশ্বকাপের একাদশে পান্ত আর কার্তিক দুজনকেই জায়গা দেওয়া সম্ভব। আবার ওদিকে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ম্যাথু হেইডেন কার্তিকের আগে পান্তকে এগিয়ে রাখছেন তাঁর পাওয়ার হিটিং ক্ষমতার জন্য। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সম্ভবত এক্ষুনি কোন কঠিন সিদ্ধান্তে যেতে চান না। তিনি আগে তাঁদের যথাসম্ভব খেলিয়ে যাচাই করে, তারপর সিদ্ধান্তে যাবেন বলেই মনে হচ্ছে। কারণ আসরটা যে টি- টোয়েন্টি বিশ্বকাপের আসর, তাই বেশ ভেবে চিন্তেই দল নির্বাচন করতে হবে তাঁকে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...